Web bengali.cri.cn   
পাঠ-১২১ বিমান টিকিট কেনা (১)
  2014-09-01 16:35:46  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।

*****

ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'আমি আগামীকাল চীনা দূতাবাসে গিয়ে ভিসার ব্যবস্থা করবো', এর চীনা অনুবাদ কী মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'মিং থিয়েন ওয়া ইয়াও ছুই জুং কুও শি কুয়ান পান ছিয়ান জেং' ।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'মিং থিয়েন ওয়া ইয়াও ছুই জুং কুও শি কুয়ান পান ছিয়ান জেং'। ভিসা পাওয়ার পর এবার বিমানের টিকিট কেনার সময় হয়েছে। আজকের ক্লাসে আমরা বিমান টিকিট কেনা সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো, কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:东航(dōngháng)售票处(shòupiàochù)吗(ma)?

ক: তুং হাং শৌ ফিয়াও ছু মা?

B:是(shì)的(de)。有(yǒu)什(shén)么(me)能(néng)够(gòu)帮(bāng)您(nín)?

খ: শি ত্য। ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন?

A:我(wǒ)想(xiǎng)订(dìng)达卡(dákǎ)到(dào)北京(běijīng)的(de)机票(jīpiào)。

ক: ওয়া শিয়াং তিং তা খা তাও পেইচিং ত্য চি ফিয়াও।

B:好的(hǎode)。请(qǐng)稍(shāo)等(děng)。

খ: হাও ত্য। ছিং শাও তেং।

**********

ক: আপনি টেলিফোনের মাধ্যমে বিমানের টিকিট কিনতে চাইলে কিছু চীনা ভাষা জানা জরুরী। যেমন আপনি চীনের ইস্টার্ন এয়ারলাইনসকে ফোন করে ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমানের টিকিট কিনতে চাইলে যা বলতে হবে, সে সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়ে দেবো আজকে। এটা কি ইস্টার্ন এয়ারলাইনসের অফিস? চীনা ভাষায় বলা হয় 'তুং হাং শৌ ফিয়াও ছু মা'। ইস্টার্ন এয়ারলাইনস, চীনা ভাষায় বলা হয় 'তুং ফাং হাং খুং', সংক্ষিপ্তভাবে 'তুং হাং' বলা হয়। টিকিট অফিস, চীনা ভাষায় বলা হয় 'শৌ ফিয়াও ছু', 'শৌ' মানে বিক্রি, 'ফিয়াও' মানে টিকিট, 'ছু' মানে বিভাগ। এটা কি ইস্টার্ন এয়ারলাইনসের অফিস? চীনা ভাষায় বলা হয় 'তুং হাং শৌ ফিয়াও ছু মা'।

খ: এটা কি ইস্টার্ন এয়ারলাইনসের অফিস? চীনা ভাষায় বলা হয় 'তুং হাং শৌ ফিয়াও ছু মা'। 'তুং হাং' মানে ইস্টার্ন এয়ারলাইনস, তা হল 'তুং ফাং হাং খুং'-এর সংক্ষিপ্ত রুপ। 'শৌ ফিয়াও ছু' মানে টিকিট অফিস, 'শৌ' মানে বিক্রি, 'ফিয়াও' মানে টিকিট, 'ছু' মানে বিভাগ বা অফিস। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। 'তুং হাং শৌ ফিয়াও ছু মা', এটা কি ইস্টার্ন এয়ারলাইনসের অফিস।

ক: হ্যাঁ, ঠিক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'শি ত্য, ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন'। 'শি ত্য' মানে হ্যাঁ, ঠিক। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন'। 'ইয়ৌ শেন ম্য' মানে কিছু আছে, 'ইয়ৌ' মানে আছে, 'শেন ম্য' মানে কি বা কিছু। 'নেং কৌ' মানে পারা। 'পাং' মানে সাহায্য করা। 'নিন' মানে আপনি, এখানে মানে আপনাকে। হ্যাঁ, ঠিক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'শি ত্য, ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন'।

খ: 'শি ত্য, ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন', হ্যাঁ, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? 'শি ত্য' মানে হ্যাঁ, ঠিক। 'ইয়ৌ' মানে আছে, 'শেন ম্য' মানে কি বা কিছু। 'নেং কৌ' মানে পারা। 'পাং' মানে সাহায্য করা। 'নিন' মানে আপনি, এখানে মানে আপনাকে। 'শি ত্য, ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন', হ্যাঁ, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

ক: আমি ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমান টিকিট বুকিং করতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং তিং তা খা তাও পেইচিং ত্য চি ফিয়াও'। আমি টিকিট বুকিং করতে চাই, এর চীনা ভাষা হল 'ওয়া শিয়াং তিং চি ফিয়াও'। 'ওয়া' মানে আমি। 'শিয়াং' মানে চাই। 'তিং' মানে বুকিং। 'চি ফিয়াও' মানে বিমান টিকিট। আমি টিকিট বুকিং করতে চাই, এর চীনা ভাষা হল 'ওয়া শিয়াং তিং চি ফিয়াও'। ঢাকা থেকে পেইচিং, 'তা খা তাও পেই চিং'। ঢাকা, চীনা ভাষায় বলা হয় 'তা খা'। 'তাও' ইংরেজি 'to'-এর মতো, উদ্দেশ্য বুঝাতে। আমি ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমান টিকিট বুকিং করতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং তিং তা খা তাও পেইচিং ত্য চি ফিয়াও'।

খ: আমি ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমান টিকিট বুকিং করতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং তিং তা খা তাও পেইচিং ত্য চি ফিয়াও'। আমি টিকিট বুকিং করতে চাই, এর চীনা ভাষা হল 'ওয়া শিয়াং তিং চি ফিয়াও'। 'ওয়া' মানে আমি। 'শিয়াং' মানে চাই। 'তিং' মানে বুকিং। 'চি ফিয়াও' মানে বিমান টিকিট। আমি টিকিট বুকিং করতে চাই, এর চীনা ভাষা হল 'ওয়া শিয়াং তিং চি ফিয়াও'। ঢাকা থেকে পেইচিং, 'তা খা তাও পেই চিং'। ঢাকা, চীনা ভাষায় বলা হয় 'তা খা'। 'তাও' ইংরেজি 'to'-এর মতো, উদ্দেশ্য বুঝাতে। আমি ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমান টিকিট বুকিং করতে চাই, চীনা ভাষায় বলবেন, 'ওয়া শিয়াং তিং তা খা তাও পেইচিং ত্য চি ফিয়াও'।

ক: ওকে, একটু ধরুন প্লিজ, চীনা ভাষায় বলা হয় 'হাও ত্য, ছিং শাও তেং'। 'হাও ত্য' মানে ঠিক আছে, ওকে। 'ছিং শাও তেং' মানে একটু অপেক্ষা করুন প্লিজ । 'ছিং' মানে প্লিজ, 'শাও' মানে একটু, 'তেং' মানে অপেক্ষা করা। ওকে, একটু ধরুন প্লিজ, চীনা ভাষায় বলা হয় 'হাও ত্য, ছিং শাও তেং'।

খ: ওকে, একটু ধরুন প্লিজ, চীনা ভাষায় বলা হয় 'হাও ত্য, ছিং শাও তেং'। 'হাও ত্য' মানে ঠিক আছে, ওকে। 'ছিং শাও তেং' মানে একটু অপেক্ষা করুন প্লিজ । 'ছিং' মানে প্লিজ, 'শাও' মানে একটু, 'তেং' মানে অপেক্ষা করা। ওকে, একটু ধরুন প্লিজ, চীনা ভাষায় বলা হয় 'হাও ত্য, ছিং শাও তেং'।

ক: তৌহিদ,তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।

খ: অবশ্যই।

ক: 'তুং হাং' মানে ইস্টেন এয়ারলাইনস।

খ: 'তুং হাং'।

ক: 'শৌ ফিয়াও ছু' মানে টিকিট অফিস।

খ: 'শৌ ফিয়াও ছু'।

ক: 'ইয়ৌ শেন ম্য' মানে কিছু আছে।

খ: 'ইয়ৌ শেন ম্য'।

ক: 'নেং কৌ' মানে পারা।

খ: 'নেং কৌ'।

ক: 'পাং নিন' মানে আপনাকে সাহায্য করা।

খ: 'পাং নিন'।

ক: 'ওয়া শিয়াং' মানে আমি চাই।

খ: 'ওয়া শিয়াং'।

ক: 'তিং চি ফিয়াও' মানে বিমান টিকিট বুকিং করা।

খ: 'তিং চি ফিয়াও'।

ক: 'তা খা তাও পেইচিং'। মানে ঢাকা থেকে পেইচিং।

খ: 'তা খা তাও পেইচিং'।

ক: 'ছিং শাও তেং' মানে একটু ধরুন প্লীজ।

খ: 'ছিং শাও তেং'।

******প্রধান প্রধান বাক্য

A:东航(dōngháng)售票处(shòupiàochù)吗(ma)?

ক: তুং হাং শৌ ফিয়াও ছু মা?

B:是(shì)的(de)。有(yǒu)什(shén)么(me)能(néng)够(gòu)帮(bāng)您(nín)?

খ: শি ত্য। ইয়ৌ শেন ম্য নেং কৌ পাং নিন?

A:我(wǒ)想(xiǎng)订(dìng)达卡(dákǎ)到(dào)北京(běijīng)的(de)机票(jīpiào)。

ক: ওয়া শিয়াং তিং তা খা তাও পেইচিং ত্য চি ফিয়াও।

B:好的(hǎode)。请(qǐng)稍(shāo)等(děng)。

খ: হাও ত্য। ছিং শাও তেং।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আপনি ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমান টিকিট বুকিং করতে চাই' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আমি ঢাকা থেকে পেইচিংয়ে যাওয়ার বিমান টিকিট বুকিং করতে চাই' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক