0811xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।
*****
ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা দাওয়াতে যাওয়া সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ', এর চীনা অনুবাদ কী মনে আছে?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'শিয়ে শিয়ে নিন ত্য ইয়াও ছিং' ।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'শিয়ে শিয়ে নিন ত্য ইয়াও ছিং'। ভিসার জন্য পাসপোর্ট লাগবে এবং আমন্ত্রণ পত্রও থাকতে হয়। আজকের ক্লাসে আমরা পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো, কেমন?
খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:下个月(xiàgèyuè)我(wǒ)要(yào)去(qù)中国(zhōngguó)。
ক: শিয়া ক্য ইয়ুয়ে ওয়া ইয়াও ছুই জুং কুও।
B:您(nín)有(yǒu)护照(hùzhào)吗(ma)?
খ: নিন ইয়ৌ হু জাও মা?
A:有(yǒu)。还有(háiyǒu)邀请(yāoqǐng)信(xìn)。
ক: ইয়ৌ। হাই ইয়ৌ ইয়াও ছিং শিন।
B:我(wǒ)帮(bāng)您(nín)办(bàn)签(qiān)证(zhèng)吧(ba)。
খ: ওয়া পাং নিন পান ছিয়ান জেং পা।
**********
ক: আগামী মাসে আমি চীন যাবো, এর চীনা ভাষা হল 'শিয়া ক্য ইয়ুয়ে ওয়া ইয়াও ছুই জুং কুও'। আগামী মাস- চীনা ভাষায় বলা হয় 'শিয়া ক্য ইয়ুয়ে', 'ইয়ুয়ে' মানে মাস। চীন, চীনা ভাষায় বলা হয় 'জুং কুও'। যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'ছুই'। আমি চীনে যাবো, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ইয়াও ছুই জুং কুও', এখানে 'ইয়াও' ভবিষ্যতকাল বোঝায়। আগামী মাসে আমি চীন যাবো, এর চীনা ভাষা হল 'শিয়া ক্য ইয়ুয়ে ওয়া ইয়াও ছুই জুং কুও'।
খ: আগামী মাসে আমি চীন যাবো, এর চীনা ভাষা হল 'শিয়া ক্য ইয়ুয়ে ওয়া ইয়াও ছুই জুং কুও'। আগামী মাস- চীনা ভাষায় বলা হয় 'শিয়া ক্য ইয়ুয়ে'। আমি চীনে যাবো, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ইয়াও ছুই জুং কুও'। চীন, চীনা ভাষায় বলা হয় 'জুং কুও'। যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'ছুই'। যাবো, চীনা ভাষায় বলা হয় 'ইয়াও ছুই'। আগামী মাসে আমি চীনে যাবো, এর চীনা ভাষা হল 'শিয়া ক্য ইয়ুয়ে ওয়া ইয়াও ছুই জুং কুও'।
ক: আপনার পাসপোর্ট আছে? চীনা ভাষায় বলা হয় 'নিন ইয়ৌ হু জাও মা'। আছে বা থাকা, চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ'। আমার আছে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ইয়ৌ'। আপনার আছে, চীনা ভাষায় বলা হয় 'নিন ইয়ৌ'। 'ইয়ৌ' এখানে একটি ক্রিয়াপদ। পাসপোর্ট, চীনা ভাষায় বলা হয় 'হু জাও'। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। আপনার পাসপোর্ট আছে? চীনা ভাষায় বলা হয় 'নিন ইয়ৌ হু জাও মা'।
খ: আপনার পাসপোর্ট আছে? চীনা ভাষায় বলা হয় 'নিন ইয়ৌ হু জাও মা'। পাসপোর্ট, চীনা ভাষায় বলা হয় 'হু জাও'। আছে বা থাকা, চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ'। আপনার পাসপোর্ট আছে? চীনা ভাষায় বলা হয় 'নিন ইয়ৌ হু জাও মা'।
ক: উত্তর দেয়ার সময় হ্যাঁ আছে বুঝাতে চাইলে বলতে পারেন 'ইয়ৌ'। আমার আমন্ত্রণ পত্রও আছে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হাই ইয়ৌ ইয়াও ছিং শিন'। আমন্ত্রণ পত্র, চীনা ভাষায় বলা হয় 'ইয়াও ছিং শিন', এখানে 'ইয়াও শিং' মানে আমন্ত্রণ, 'শিন' মানে চিঠি। ও, এখানে চীনা ভাষায় বলা হয় 'হাই'। আমার আমন্ত্রণ পত্রও আছে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হাই ইয়ৌ ইয়াও ছিং শিন'।
খ: আপনার পাসপোর্ট আছে? এ প্রশ্নের জবাব দেওয়ার সময় যদি থাকে তাহলে বলা হয় 'ইয়ৌ'। আমার আমন্ত্রণ পত্রও আছে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হাই ইয়ৌ ইয়াও ছিং শিন'। আমন্ত্রণ পত্র, চীনা ভাষায় বলা হয় 'ইয়াও ছিং শিন', এখানে 'ইয়াও ছিং' মানে আমন্ত্রণ, 'শিন' মানে পত্র বা চিঠি। আমার এটাও আছে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হাই ইয়ৌ', এখানে 'হাই' মানে ও। আমার আমন্ত্রণ পত্রও আছে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হাই ইয়ৌ ইয়াও ছিং শিন'।
ক: আমি আপনাকে ভিসার জন্য সাহায্য করবো, কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া পাং নিন পান ছিয়ান জেং পা'। ভিসা, চীনা ভাষায় বলা হয় 'ছিয়ান জেং'। ভিসা করা, চীনা ভাষায় বলা হয় 'পান ছিয়ান জেং'। আপনাকে সাহায্য করা, চীনা ভাষায় বলা হয় 'পাং নিন', এখানে 'পাং' মানে সাহায্য করা, 'নিন' মানে আপনাকে। আমি আপনাকে ভিসার জন্য সাহায্য করবো কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া পাং নিন পান ছিয়ান জেং পা'।
খ: আমি আপনাকে ভিসার জন্য সাহায্য করবো, কেমন? চীনা ভাষায় বলা হয় 'ওয়া পাং নিন পান ছিয়ান জেং পা'। এখানে 'ওয়া' মানে আমি। 'পাং' মানে সাহায্য করা। 'নিন' মানে আপনাকে। 'পান' মানে ব্যবস্থা করা। 'ছিয়ান জেং' মানে ভিসা। 'পা' মানে কেমন। 'ওয়া পাং নিন পান ছিয়ান জেং পা', আমি আপনাকে ভিসার জন্য সাহায্য করবো কেমন?
ক: তৌহিদ,তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।
খ: অবশ্যই।
ক: 'শিয়া ক্য ইয়ুয়ে' মানে আগামী মাস।
খ: 'শিয়া ক্য ইয়ুয়ে'।
ক: 'ওয়া ইয়াও ছুই' মানে আমি যাবো।
খ: 'ওয়া ইয়াও ছুই'।
ক: 'জুং কুও' মানে চীন।
খ: 'জুং কুও'।
ক: 'নিন ইয়ৌ' মানে আপনার আছে।
খ: 'নিন ইয়ৌ'।
ক: 'হু জাও' মানে পাসপোট।
খ: 'হু জাও'।
ক: 'হাই ইয়ৌ' মানে আরো আছে।
খ: 'হাই ইয়ৌ'।
ক: 'ইয়াও ছিং শিন' মানে আমন্ত্রণ পত্র।
খ: 'ইয়াও ছিং শিন'।
ক: 'ওয়া পাং নিন' মানে আমি আপনাকে সাহায্য করি।
খ: 'ওয়া পাং নিন'।
ক: 'পান ছিয়ান জেং' মানে ভিসার ব্যবস্থা করা।
খ: 'পান ছিয়ান জেং'।
******প্রধান প্রধান বাক্য
A:下个月(xiàgèyuè)我(wǒ)要(yào)去(qù)中国(zhōngguó)。
ক: শিয়া ক্য ইয়ুয়ে ওয়া ইয়াও ছুই জুং কুও।
B:您(nín)有(yǒu)护照(hùzhào)吗(ma)?
খ: নিন ইয়ৌ হু জাও মা?
A:有(yǒu)。还有(háiyǒu)邀请(yāoqǐng)信(xìn)。
ক: ইয়ৌ। হাই ইয়ৌ ইয়াও ছিং শিন।
B:我(wǒ)帮(bāng)您(nín)办(bàn)签(qiān)证(zhèng)吧(ba)。
খ: ওয়া পাং নিন পান ছিয়ান জেং পা।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আপনার পাসপোট আছে' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'আপনার পাসপোট আছে' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)