

0728genwoxue
|
৭. কুয়াং চৌ থিয়েন হ্য ক্রীড়া কেন্দ্র
কুয়াং চৌ থিয়েন হ্য ক্রীড়া কেন্দ্র কুয়াং চৌ শহরের পূর্বাঞ্চলের কর্মাসিল এলাকায় অবস্থিত। স্টেডিয়াম, জিমনেসিয়াম এবং সুইমিং পুল; মূলত এ তিনটি অংশ নিয়ে গঠিত এ স্টেডিয়ামটির মোট আয়তন ৫১০ হাজার বর্গ মিটার। ২০১১ সালে কুয়াং চৌ হেং তা ফুটবল ক্লাব থিয়েন হ্য কেন্দ্রকে তাদের খেলার হোম গ্রাউন্ড হিসেবে নির্ধারণ করেছিলো।
ঘোড়ার জিনের মতো দেখতে এ কেন্দ্রটির ফুটবল স্টেডিয়ামে মোট ৬০ হাজার আসন আছে, জিমনেসিয়ামে ৮৬২৮টি আসন এবং সুইমিং পুলে রয়েছে ৩২০০টিরও বেশি আসন।
৮. থিয়েন চিন অলিম্পিক সেন্টার স্টেডিয়াম
থিয়েন চিন অলিম্পিক সেন্টারের আরেক নাম 'ওয়াটার ডু'। কারণ এটি দেখতে পানি বিন্দুর মতো। থিয়েন চিন শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এ কেন্দ্রটির মোট আয়তন ৮০ হাজার বর্গ মিটার। এ স্টেডিয়ামে মোট ৬০ হাজার আসন আছে।
এ স্টেডিয়ামের নকশায় সব জায়গায় যেন 'পানি'র ছায়া দেখতে পাওয়া যায়। স্টেডিয়ামের আসন সব নীল রংয়ের এবং তার নকশার ভিত্তি হলো থিয়েন চিন শহরের একটি সুপ্রাচীন নদী-হাই হ্য-এর কাছ থেকে নেয়া।
৯. ছুং ছিং অলিম্পিক ক্রীড়া কেন্দ্র
ছুং ছিং ক্রীড়া কেন্দ্র তৈরির কাজ বিংশ শতাব্দীর পঞ্চাশ দশক থেকে শুরু হয়। এর মধ্যে প্রধান জিমনেসিয়ামের আয়তন ৮০ হাজার বর্গমিটার, ৬০ হাজার আসন আছে এখানে। ৫০ হাজার বর্গমিটার বহুমুখী স্টেডিয়ামে ১৫ হাজার আসন রয়েছে। পাশাপাশি ২০ হাজার বর্গ মিটারের সুইমিং পুলে আড়াই হাজার আসন রয়েছে।
এ কেন্দ্র তৈরিতে খরচ হয়েছে মোট ২২০ কোটি আরএমবি।
১০. ছিং তাও ই জুং ক্রীড়া কেন্দ্র
১৮০ হাজার বর্গমিটার আয়তন ছিং তাও ই জুং ক্রীড়া কেন্দ্রে মোট ৬০ হাজার আসন আছে। নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৬ সালে এবং শেষ হয় ১৯৯৯ সালে। মোট খরচ হয় ২৫.৬ কোটি আরএমবি। এ স্টেডিয়ামের ওপরের ঢাকনা তৈরি করা হয়েছে এক ধরনের নতুন ম্যাটারিয়াল দিয়ে।
সুপ্রিয় শ্রোতা, আজকের কনফুসিয়াস ক্লাসরুম এ পর্যন্তই। পরবর্তী আসরগুলোতে চীনের আরো বেশি সাংস্কৃতিক তথ্য জানাবো। সে পর্যন্ত আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জাই চিয়ান।
(ইয়াং ওয়েই মিং/তৌহিদ)




