0630xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম'শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি মোহাম্মদ তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।
*****
ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা ফুটবল খেলা সম্পর্কিত বেশ কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'তুমি কি বিশ্বকাপ দেখো', এর চীনা ভাষা কি মনে আছে?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে, সেটা হলো 'নি খান শি চিয়ে পেই মা'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'নি খান শি চিয়ে পেই মা'। আজকের ক্লাসে আমরা ফুটবল সংশ্লিষ্ট আরো কিছু শব্দ ও বাক্য শিখাবো। কেমন?
খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:你(nǐ)昨天晚上(zuótiānwǎnshang)看(kàn)比赛(bǐsài)了(le)吗(ma)?
ক: নি জুও থিয়েন ওয়ান শাং খান বি সাই ল্য মা?
B:看(kàn)了(le)。
খ: খান ল্য।
A:什么(shénme)结果(jiéguǒ)?
ক: শেন ম্য চিয়ে কুও?
B:巴西队(bāxīduì)三(sān)比(bǐ)一(yī)赢(yíng)了(le)。
খ: বা সি দুয়ে সান বি ই ইং ল্য।
**********
ক: তৌহিদ, আপনি গত রাতে খেলা দেখেছেন?
খ: হ্যাঁ, ব্রাজিলের খেলা তো, দেখতো হয়। স্বর্ণা, এ কথাটি চীনা ভাষায় কীভাবে বলা হয়?
ক: তুমি গত রাতে খেলা দেখেছো? চীনা ভাষায় বলা হয় 'নি জুও থিয়েন ওয়ান শাং খান বি সাই ল্য মা'। খেলা, চীনা ভাষায় বলা হয় 'বি সাই'। খেলা দেখা, চীনা ভাষায় বলা হয় 'খান বি সাই'। গত রাতে, চীনা ভাষায় বলা হয় 'জুও থিয়েন ওয়ান শাং', 'জুও থিয়েন' মানে গতকাল, 'ওয়ান শাং' মানে রাত। তুমি গত রাতে খেলা দেখেছো? চীনা ভাষায় বলা হয় 'নি জুও থিয়েন ওয়ান শাং খান বি সাই ল্য মা'।
খ: তুমি গত রাতে খেলা দেখেছো? চীনা ভাষায় বলা হয় 'নি জুও থিয়েন ওয়ান শাং খান বি সাই ল্য মা'। খেলা, চীনা ভাষায় বলা হয় 'বি সাই'। খেলা দেখা, চীনা ভাষায় বলা হয় 'খান বি সাই'। দেখেছো, চীনা ভাষায় বলা হয় 'খান ল্য'। গতকাল, চীনা ভাষায় বলা হয় 'জুও থিয়েন'। রাত, চীনা ভাষায় বলা হয় 'ওয়ান শাং'। গত রাতে, 'জুও থিয়েন ওয়ান শাং'। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। তুমি গত রাতে খেলা দেখেছো? চীনা ভাষায় বলা হয় 'নি জুও থিয়েন ওয়ান শাং খান বি সাই ল্য মা'।
ক: দেখেছি, চীনা ভাষায় বলা হয় 'খান ল্য'। 'ল্য' সাধারণত ক্রিয়ার পরে ব্যবহার করা হয়, অতীত কাল বোঝানোর জন্য। দেখেছি, 'খান ল্য'।
খ: 'খান' মানে দেখা, 'খান ল্য' মানে দেখেছি। 'ল্য' হল ক্রিয়াপদ- অতীত কাল।
ক: কি ফলাফল? চীনা ভাষায় বলা হয় 'শেন ম্য চিয়ে কুও'। কি, চীনা ভাষায় বলা হয় 'শেন ম্য'। ফলাফল, চীনা ভাষায় বলা হয় 'চিয়ে কুও'। কি ফলাফল, 'শেন ম্য চিয়ে কুও'।
খ: আচ্ছা.... কি ফলাফল, চীনা ভাষায় বলা হয় 'শেন ম্য চিয়ে কুও'। কি, চীনা ভাষায় বলা হয় 'শেন ম্য', আর ফলাফল, চীনা ভাষায় বলা হয় 'চিয়ে কুও'। কি ফলাফল, 'শেন ম্য চিয়ে কুও'।
ক: ব্রাজিল ৩-১ গোলে জিতেছে, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে সান বি ই ইং ল্য'। ব্রাজিল দল, এর আগে শিখিয়েছি, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে'। ৩-১, চীনা ভাষায় বলা হয় 'সান বি ই'। খেলার স্কোর বলার সময়, দুই নম্বরের মাঝখানে 'বি' যোগ দেওয়া হয়। জিতে যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'ইং'। জিতেছে, চীনা ভাষায় বলা হয় 'ইং ল্য'। ব্রাজিল ৩-১ গোলে জিতেছে, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে সান বি ই ইং ল্য'।
খ: ব্রাজিল ৩-১ গোলে জিতেছে, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে সান বি ই ইং ল্য'। ব্রাজিল দল, এর আগে শিখিয়েছি, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে'। ৩-১ গোলে, চীনা ভাষায় বলা হয় 'সান বি ই'। খেলার স্কোর বলার সময়, দুই নম্বরের মাঝখানে 'বি' যোগ দেওয়া হয়। জিতে যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'ইং'। জিতেছে, চীনা ভাষায় বলা হয় 'ইং ল্য'। ব্রাজিল ৩-১ গোলে জিতেছে, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে সান বি ই ইং ল্য'।
ক: আচ্ছা, তৌহিদ, তাহলে আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমার আরেক বার চর্চা করি।
খ: হ্যাঁ, অবশ্যই।
ক: 'জুও থিয়েন' মানে গতকাল।
খ: 'জুও থিয়েন'।
ক: 'ওয়ান শাং' মানে রাত।
খ: 'ওয়ান শাং'।
ক: 'খান' মানে দেখা।
খ: 'খান'।
ক: 'শেন ম্য' মানে কি।
খ: 'শেন ম্য'।
ক: 'চিয়ে কুও' মানে ফলাফল।
খ: 'চিয়ে কুও'।
ক: 'বা সি দুয়ে' মানে ব্রাজিল দল।
খ: 'বা সি দুয়ে'।
ক: 'সান বি ই' মানে ৩-১।
খ: 'সান বি ই'।
ক: 'ইং' মানে জিতে যাওয়া।
খ: 'ইং'।
******প্রধান প্রধান বাক্য
A:你(nǐ)昨天晚上(zuótiānwǎnshang)看(kàn)比赛(bǐsài)了(le)吗(ma)?
ক: নি জুও থিয়েন ওয়ান শাং খান বি সাই ল্য মা?
B:看(kàn)了(le)。
খ: খান ল্য।
A:什么(shénme)结果(jiéguǒ)?
ক: শেন ম্য চিয়ে কুও?
B:巴西队(bāxīduì)三(sān)比(bǐ)一(yī)赢(yíng)了(le)。
খ: বা সি দুয়ে সান বি ই ইং ল্য।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো, 'ব্রাজিল ৩-১ গোলে জিতেছে' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'ব্রাজিল ৩-১ গোলে জিতেছে' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে আমাদেরকে ইমেইল পাঠাতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, এবং ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন ছোট্ট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার নতুন বিষয় নিয়ে আপনার সঙ্গে থাকবো। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)