Web bengali.cri.cn   
পাঠ-১১১ ফুটবল খেলা (২)
  2014-06-23 20:18:15  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।

*****

ক: তৌহিদ, গত ক্লাসে ফুটবল খেলা সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'তোমার সবচেয়ে পছন্দের দল কোনটি', এর চীনা অনুবাদ কী মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন; 'নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে' । আজকের ক্লাসে আমরা ফুটবল খেলা সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো, কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:你(nǐ)看(kàn)世界杯(shìjièbēi)吗(ma)?

ক: নি খান শি চিয়ে পেই মা?

B:当然(dāngrán)了(le)。

খ: তাং রান ল্য।

A:今天(jīntiān)有(yǒu)巴西队(bāxīduì)和(hé)阿根廷队(āgēntíngduì)的(de)比赛(bǐsài)。

ক: চিন থিয়েন ইয়ৌ বা সি দুয়ে হ্য আ গেন থিং দুয়ে ত্য পি সাই।

**********

ক: তৌহিদ, আপনি কি বিশ্বকাপ খেলা দেখেন?

খ: হ্যাঁ, অবশ্যই। কিন্তু সব খেলা তো গভীর রাতে অথবা ভোরবেলায়, উঠতে খুবই কষ্ট হয়।

ক: হ্যাঁ, কিন্তু যদি প্রিয় দলের খেলা হয়, তাহলে তো উঠতেই হবে।

খ: হ্যাঁ, সেক্ষেত্রে কষ্ট হলেও উঠতে হয়। আচ্ছা, স্বর্ণা, বিশ্বকাপ-চীনা ভাষায় কি বলা হয় ?

ক: বিশ্বকাপ, চীনা ভাষায় বলা হয় 'শি চিয়ে পেই'। তুমি কি বিশ্বকাপ দেখো? চীনা ভাষায় বলা হয় 'নি খান শি চিয়ে পেই মা'। দেখার চীনা প্রতিশব্দ হল 'খান'। আর বিশ্বকাপ হল 'শি চিয়ে পেই', এখানে 'শি চিয়ে' মানে বিশ্ব, আর 'পেই' মানে কাপ। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। তুমি কি বিশ্বকাপ দেখো? 'নি খান শি চিয়ে পেই মা'।

খ: তুমি কি বিশ্বকাপ দেখো? 'নি খান শি চিয়ে পেই মা'। বিশ্বকাপ, চীনা ভাষায় বলা হয় 'শি চিয়ে পেই'। দেখা, চীনা ভাষায় বলা হয় 'খান'। 'নি' মানে তুমি। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। তুমি কি বিশ্বকাপ দেখো? 'নি খান শি চিয়ে পেই মা'।

ক: অবশ্যই, 'তাং রেন ল্য'। অবশ্যই, এর চীনা শব্দ গত ক্লাসে আমরা শিখিয়েছি, 'তাং রান ল্য'।

খ: হ্যাঁ, অবশ্যই, চীনা ভাষায় বলা হয় 'তাং রান ল্য'।

ক: আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা আছে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন ইয়ৌ বা সি দুয়ে হ্য আ গেন থিং দুয়ে ত্য পি সাই'। বাক্যটি একটু লম্বা, কিন্তু আসলে সহজ। আমরা বাক্যটি দুই ভাগ করি, প্রথমে বাক্যটির মূল গঠন জেনে রাখলে সহজ হয়। আজকে খেলা আছে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন ইয়ৌ পি সাই'। আজ, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন'। আছে বা থাকে, চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ'। খেলা, চীনা ভাষায় বলা হয় 'পি সাই'। তাই মূল বাক্যটি হল-আজকে খেলা আছে, 'চিন থিয়েন ইয়ৌ পি সাই'।

খ: আচ্ছা, এভাবে ভাগ করলে মনে রাখা সহজ। এ বাক্যের মূল অংশ হল 'আজ খেলা আছে', তার চীনা ভাষা হল 'চিন থিয়েন ইয়ৌ পি সাই'। 'চিন থিয়েন' মানে আজ। 'ইয়ৌ' মানে আছে বা থাকে। 'পি সাই' মানে খেলা। 'চিন থিয়েন ইয়ৌ পি সাই', আজ খেলা আছে। আচ্ছা, স্বর্ণা, যদি আমি জিজ্ঞাস করতে চাই, আজকে খেলা আছে কি? তাহলে কি বাক্যের শেষে একটি 'মা' যোগ দিলেই হবে?

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, যদি প্রশ্ন করতে চান, আজ খেলা আছে কি? তাহলে বাক্যের অবশেষে একটি 'মা' যোগ দিলেই হয়, 'চিন থিয়েন ইয়ৌ পি সাই মা'।

খ: আচ্ছা, চীনা ভাষা তেমন কঠিন মনে হচ্ছে না। আর ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা কিভাবে বলা হয়?

ক: ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে হ্য আ গেন থিং দুয়ে ত্য পি সাই'। ব্রাজিল দল, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে', আর্জেন্টিনা দল চীনা ভাষায় বলা হয় 'আ গেন থিং দুয়ে'। এবং, চীনা ভাষায় বলা হয় 'হ্য'। এর, চীনা ভাষায় বলা হয় 'ত্য'। খেলা, চীনা ভাষায় বলা হয় 'পি সাই'। ব্রাজিল দল এবং আর্জেন্টিনা দলের খেলা, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে হ্য আ গেন থিং দুয়ে ত্য পি সাই'।

খ: ব্রাজিল দল এবং আর্জেন্টিনা দলের খেলা, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে হ্য আ গেন থিং দুয়ে ত্য পি সাই'। ব্রাজিল দল, চীনা ভাষায় বলা হয় 'বা সি দুয়ে', আর্জেন্টিনা দল চীনা ভাষায় বলা হয় 'আ গেন থিং দুয়ে'। এবং, চীনা ভাষায় বলা হয় 'হ্য'। এর, চীনা ভাষায় বলা হয় 'ত্য'। খেলা, চীনা ভাষায় বলা হয় 'পি সাই'।

ক: আজকে এ এন্ড বি'র মধ্যে খেলা আছে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন ইয়ৌ এ হ্য বি ত্য পি সাই'।

খ: আচ্ছা, আজকে এ এন্ড বি'র মধ্যে খেলা আছে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন ইয়ৌ এ হ্য বি ত্য পি সাই'।

ক: তৌহিদ, তাহলে আজকের নতুন শব্দের উচ্চারণ আমরা আরেক বার চর্চা করি?

খ: তাং রান ল্য।

ক: আচ্ছা, 'খান' মানে দেখা।

খ: 'খান'।

ক: 'শি চিয়ে পেই' মানে বিশ্বকাপ।

খ: 'শি চিয়ে পেই'।

ক: 'তাং রান ল্য' মানে অবশ্যই।

খ: 'তাং রান ল্য'।

ক: 'চিন থিয়েন' মানে আজ।

খ: 'চিন থিয়েন'।

ক: 'ইয়ৌ' মানে আছে বা থাকে।

খ: 'ইয়ৌ'।

ক: 'বা সি দুয়ে' মানে ব্রাজিল দল।

খ: 'বা সি দুয়ে'।

ক: 'হ্য' মানে আর, এবং।

খ: 'হ্য'।

ক: 'আ গেন থিং দুয়ে' মানে আর্জেন্টিনা দল।

খ: 'আ গেন থিং দুয়ে'।

ক: 'ত্য' মানে এর।

খ: 'ত্য'।

ক: 'পি সাই' মানে খেলা।

খ: 'পি সাই'।

******প্রধান প্রধান বাক্য

A:你(nǐ)看(kàn)世界杯(shìjièbēi)吗(ma)?

ক: নি খান শি চিয়ে পেই মা?

B:当然(dāngrán)了(le)。

খ: তাং রান ল্য।

A:今天(jīntiān)有(yǒu)巴西队(bāxīduì)和(hé)阿根廷队(āgēntíngduì)的(de)比赛(bǐsài)。

ক: চিন থিয়েন ইয়ৌ বা সি দুয়ে হ্য আ গেন থিং দুয়ে ত্য পি সাই।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'তুমি কি বিশ্বকাপ দেখো' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'তুমি কি বিশ্বকাপ দেখো' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক