Web bengali.cri.cn   
পাঠ-১০৮ অভিনন্দন জানানো (২)
  2014-06-02 20:19:02  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।

*****

ক: তৌহিদ, গত ক্লাসে আমরা অন্য মানুষকে অভিনন্দন করা সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'তোমাকে অভিনন্দন', এর চীনা অনুবাদ কী মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'জু হ্য নি' অথবা 'কুং সি নি'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন; 'জু হ্য নি' অথবা 'কুং সি নি' । আজকের ক্লাসে আমরা অভিনন্দন সংক্রান্ত আরো কিছু চীনা শব্দ ও বাক্য শিখবো, কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:明(míng)天(tiān)我(wǒ)有(yǒu)一(yī)个(gè)演(yǎn)讲(jiǎng)。

ক: মিং থিয়েন ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং।

B:好(hǎo)好(hǎo)准(zhǔn)备(bèi),祝(zhù)你(nǐ)成(chéng)功(gōng)!

খ: হাও হাও জুন পেই, জু নি ছেং কুং!

**********

খ: স্বর্ণা, কাল আমাকে একটি ভাষণ দিতে হবে, আমি খুব টেনশেনে আছি।

ক: বেশি চিন্তা করবেন না, ভাল করে প্রস্তুতি নিলে ভাষণটি অবশ্যই খুব চমৎকার হবে। তৌহিদ, আজকের ক্লাসে চীনা ভাষায় এ দুটো বাক্য কিভাবে বলতে হয়, তা শিখাবো। ভাষণ শব্দটির চীনা ভাষা হল 'ইয়েন চিয়াং', মানে কয়েক জনের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলা। আগামীকাল, চীনা ভাষায় বলা হয় 'মিং থিয়েন'। আমাকে একটি ভাষণ দিতে হবে, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং'। 'ওয়া' মানে আমি, 'ইয়ৌ' মানে আছে বা থাকে, 'ই ক্য' মানে একটা, 'ইয়েন চিয়াং' মানে ভাষণ বা বক্তৃতা। কাল আমাকে একটি ভাষণ দিতে হবে, চীনা ভাষায় বলা হয় 'মিং থিয়েন ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং'।

খ: কাল আমাকে একটি ভাষণ দিতে হবে, চীনা ভাষায় বলা হয় 'মিং থিয়েন ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং'। ভাষণ-এর চীনা প্রতিশব্দ হল 'ইয়েন চিয়াং'। একটি ভাষণ, চীনা ভাষায় বলা হয় 'ই ক্য ইয়েন চিয়াং'। আগামীকাল, চীনা ভাষায় বলা হয় 'মিং থিয়েন'। 'ওয়া' মানে আমি বা আমাকে, 'ইয়ৌ' মানে আছে বা থাকে। আমাকে একটি ভাষণ দিতে হবে, চীনা ভাষায় বলতে পারেন, 'ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং'। কাল আমাকে একটি ভাষণ দিতে হবে, 'মিং থিয়েন ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং'।

ক: ভাল করে প্রস্তুতি নাও, তোমার সফলতার জন্য শুভেচ্ছা রইলো, চীনা ভাষায় বলতে পারেন, 'হাও হাও জুন পেই, জু নি ছেং কুং'। ভাল করে কিছু কাজ করা, এ অর্থ চীনা ভাষায় প্রকাশ করার সময় 'হাও হাও' যোগ ক্রিয়াপদ বলা হয়'। 'হাও' মানে ভাল, 'হাও হাও' মানে ভাল করে, পেছনে ক্রিয়াপদ যোগ দিয়ে ভাল করে কিছু কাজ করার অর্থ বোঝায়। যেমন, ভাল করে প্রস্তুতি নেয়া, চীনা ভাষায় বলা হয় 'হাও হাও জুন পেই', প্রস্তুতি নেয়া, 'জুন পেই'।

খ: আচ্ছা, 'হাও' এর আগে আমরা শিখেছি, মানে ভাল। আর দুটো 'হাও' একসাথে ব্যবহার করলে মানে ভাল করে কিছু কাজ করা। স্বর্ণা, আমি যদি বলতে চাই, ভাল করে দেখো, তাহলে কি 'হাও হাও খান' বলতে পারি?

ক: হ্যাঁ, ভাল করে দেখো, 'হাও হাও খান' অথবা 'হাও হাও খান খান' বলতে পারেন। 'খান' মানে দেখা, দুটো 'খান' একসাথে ব্যবহার করে একই অর্থ বোঝায়। যেমন, একটু ভাল করে দেখো তো, এমন দাবি জানানোর সময় আমরা 'হাও হাও খান খান' বলতে পারি।

খ: আচ্ছা, বুঝলাম। তাহলে ভাল করে প্রস্তুতি নাও, চীনা ভাষায় বলা হয় 'হাও হাও জুন পেই'।

ক: তোমার সফলতার জন্য শুভেচ্ছা জানাই, চীনা ভাষায় বলতে পারেন 'জু নি ছেং কুং'। সফলতা বা সাফল্য, চীনা ভাষায় বলা হয় 'ছেং কুং'। 'জু' মানে শুভেচ্ছা জানানো। 'নি' মানে তুমি, এখানে- তোমার। তোমার সফলতার জন্য শুভেচ্ছা জানাই, চীনা ভাষায় বলতে পারেন 'জু নি ছেং কুং'।

খ: তোমার সফলতার জন্য শুভেচ্ছা জানাই, চীনা ভাষায় বলা হয় 'জু নি ছেং কুং'। 'ছেং কুং' মানে সাফল্য বা সফলতা। শুভেচ্ছা জানানো, চীনা ভাষায় বলা হয় 'জু'। তুমি বা তোমাকে, চীনা ভাষায় বলা হয় 'নি'। 'জু নি ছেং কুং', তোমার সফলতার জন্য শুভেচ্ছা জানাই।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন। এখন চলুন, আমরা যে শব্দগুলো শিখলাম, সেগুলোর চর্চা করি। 'মিং থিয়েন' মানে আগামীকাল।

খ: 'মিং থিয়েন'।

ক: 'ইয়েন চিয়াং' মানে ভাষণ বা বক্তৃতা।

খ: 'ইয়েন চিয়াং'।

ক: 'হাও হাও জুন পেই' মানে ভাল করে প্রস্তুতি নেওয়া।

খ: 'হাও হাও জুন পেই'।

ক: 'জু নি ছেং কুং' মানে তোমাকে সাফল্যের শুভেচ্ছা জানাই।

খ: 'জু নি ছেং কুং'।

******প্রধান প্রধান বাক্য

A:明(míng)天(tiān)我(wǒ)有(yǒu)一(yī)个(gè)演(yǎn)讲(jiǎng)。

ক: মিং থিয়েন ওয়া ইয়ৌ ই ক্য ইয়েন চিয়াং।

B:好(hǎo)好(hǎo)准(zhǔn)备(bèi),祝(zhù)你(nǐ)成(chéng)功(gōng)!

খ: হাও হাও জুন পেই, জু নি ছেং কুং!

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'তোমার সফলতার জন্য শুভেচ্ছা জানাই' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'তোমাকে সাফল্যের শুভেচ্ছা জানাই' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেওয়া হবে কিছু ছোট্ট শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক