

0526xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম'শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।
*****
ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাস ধরে আমরা কিভাবে অন্য মানুষের প্রশংসা করা হয়, সে সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়েছি। আরো শিখিয়েছি, 'আমি তোমার জন্য খুশি', এর চীনা ভাষা। তৌহিদ, বাক্যটির চীনা ভাষা মনে আছে কি?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'ওয়া হেন শিয়ান মু নি'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'ওয়া হেন শিয়ান মু নি'। আজকের ক্লাসে অন্য মানুষকে কীভাবে অভিনন্দন জানানো হয় সেই সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?
খ: নিশ্চয়ই। আসুন, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
A:合同(hétong)终于(zhōngyú)签(qiān)了(le)。
ক: হ্য থুং জুং ইয়ু ছিয়ান ল্য।
B:祝贺(zhùhè)你(nǐ)!
খ: জু হ্য নি!
A:下周(xiàzhōu)我(wǒ)要(yào)结婚(jiéhūn)了(le)。
ক: শিয়া চৌ ওয়া ইয়া চিয়ে হুন ল্য।
B:恭喜(gōngxǐ)你(nǐ)!
খ: কুং সি নি!
**********
ক: তৌহিদ, আমাদের প্রত্যেকের জীবনেই ভাল ঘটনা ঘটে, ভাল খবর হয় এবং সব মানুষই সুখবর শুনতে চায়। অন্যদের সুখবর শুনে কিভাবে অভিনন্দন জানাতে হয়, তা জানা খুব প্রয়োজন। তাই না?
খ: হ্যাঁ, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অভিনন্দন মূলক শব্দগুলো শিখলে আপনার জন্য তা অনেক সহায়ক হবে। স্বর্ণা, অভিনন্দনের চীনা ভাষা কী?
ক: অভিনন্দন জানানো, এর চীনা ভাষায় হল 'জু হ্য'। তোমাকে অভিনন্দন, চীনা ভাষায় বলতে পারেন, 'জু হ্য নি'। ব্যবসা- বাণিজ্যের ক্ষেত্রে, যেমন- অবশেষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সে সময় অভিনন্দন জানাতে পারেন। অবশেষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর চীনা ভাষা হল 'হ্য থুং জুং ইয়ু ছিয়ান ল্য'। চুক্তি, চীনা ভাষায় বলা হয় 'হ্য থুং'। অবশেষে, বলতে পারেন, 'জুং ইয়ু'। স্বাক্ষর করা, চীনা ভাষায় বলা হয় 'ছিয়ান', স্বাক্ষরিত হয়েছে, 'ছিয়ান ল্য'। চুক্তি অবশেষে স্বাক্ষরিত হয়েছে, এর চীনা ভাষা হল 'হ্য থুং জুং ইয়ু ছিয়ান ল্য'।
খ: আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করা বড় সাফল্য। অবশেষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর চীনা ভাষা হল 'হ্য থুং জুং ইয়ু ছিয়ান ল্য'। 'হ্য থুং' মানে চুক্তি, 'জুং ইয়ু' মানে অবশেষে, 'ছিয়ান ল্য' মানে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অবশেষে স্বাক্ষরিত হয়েছে, এর চীনা ভাষা হল 'হ্য থুং জুং ইয়ু ছিয়ান ল্য'।
ক: হ্যাঁ, তখন অভিনন্দন জানানোর সময় বলতে পারেন, 'জু হ্য নি', তোমাকে অভিনন্দন। অভিনন্দন, চীনা ভাষায় বলা হয় 'জু হ্য'। তোমাকে, চীনা ভাষায় বলা হয় 'নি'। 'জু হ্য নি', তোমাকে অভিনন্দন।
খ: 'জু হ্য নি', তোমাকে অভিনন্দন। 'জু হ্য' মানে অভিনন্দন। 'নি' মানে তুমি, এখানে মানে তোমাকে। 'জু হ্য নি', তোমাকে অভিনন্দন।
ক: ব্যবসার ক্ষেত্রে অভিনন্দন জানানোর কথা আমরা শিখালাম। আর আমাদের দৈন্যদিন জীবনে আর কোথায় কোথায় অভিনন্দন ব্যবহার করা হয়?
খ: জীবনে যেমন আমার একজন বন্ধু বা সহকর্মী যদি বিয়ে করবে তাহলে তাকে অভিনন্দন জানানোর কথা জানতে হয়।
ক: হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে অভিনন্দন জানানোর সময় 'জু হ্য' বলতে পারেন অথবা 'কুং সি' বলতে পারেন।
খ: আচ্ছা, 'কুং সি' আর 'জু হ্য' এর পার্থক্য কী, স্বর্ণা?
ক: আসলে 'জু হ্য' অভিনন্দন জানানোর সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর 'কুং সি' বিশেষ করে, বিয়ে করার সময় বা উত্সবের সময় শুভেচ্ছা হিসেবে বলা হয়। এবং 'কুং সি' বেশির ভাগ মৌখিক ভাষা হিসেবে ব্যবহার করা হয়। 'জুং হ্য' লিখিত ভাষা হিসেবেও ব্যবহার করা যায়।
খ: আচ্ছা, বুঝলাম। স্বর্ণা, আমি যদি বলি, আগামী সপ্তাহে আমি বিয়ে করবো, তাহলে চীনা ভাষায় কীভাবে বলতে হয়?
ক: আগামী সপ্তাহে আমি বিয়ে করবো, চীনা ভাষায় বলা হয় 'শিয়া চৌ ওয়া ইয়াও চিয়ে হুন ল্য'। বিয়ে করা, চীনা ভাষায় বলা হয় 'চিয়ে হুন'। আগামী সপ্তাহ, চীনা ভাষায় বলা হয় 'শিয়া চৌ'। আমি করব, চীনা ভাষায় বলা হয় 'ওয়া ইয়াও', এখানে 'ইয়াও' ভবিষ্যত কাল বোঝায়। আগামী সপ্তাহে আমি বিয়ে করবো, 'শিয়া চৌ ওয়া ইয়াও চিয়ে হুন ল্য'।
খ: 'শিয়া চৌ ওয়া ইয়াও চিয়ে হুন ল্য', আগামী সপ্তাহে আমি বিয়ে করবো। 'শিয়া চৌ' মানে আগামী সপ্তাহ। 'ওয়া ইয়াও' মানে আমি করবো। 'চিয়ে হুন' মানে বিয়ে করা। 'শিয়া চৌ ওয়া ইয়াও চিয়ে হুন ল্য', আগামী সপ্তাহে আমি বিয়ে করবো।
ক: তোমাকে অভিনন্দন, 'কুং সি নি'।
খ: 'কুং সি নি', তোমাকে অভিনন্দন।
ক: আচ্ছা, তৌহিদ, আজকের নতুন শব্দগুলোর উচ্চারণ আমরা আরেকবার চর্চা করি। 'হ্য থুং' মানে চুক্তি।
খ: 'হ্য থুং' ।
ক: 'জুং ইয়ু' মানে অবশেষে।
খ: 'জুং ইয়ু' ।
ক: 'ছিয়ান ল্য' মানে স্বাক্ষরিত হয়েছে।
খ: 'ছিয়ান ল্য'।
ক: 'জু হ্য নি' মানে তোমাকে অভিনন্দন।
খ: 'জু হ্য নি'।
ক: 'শিয়া চৌ' মানে আগামী সপ্তাহ।
খ: 'শিয়া চৌ'।
ক: 'চিয়ে হুন' মানে বিয়ে করা।
খ: 'চিয়ে হুন'।
ক: 'কুং সি নি' মানে তোমাকে অভিনন্দন।
খ: 'কুং সি নি'।
******প্রধান প্রধান বাক্য
A:合同(hétong)终于(zhōngyú)签(qiān)了(le)。
ক: হ্য থুং জুং ইয়ু ছিয়ান ল্য।
B:祝贺(zhùhè)你(nǐ)!
খ: জু হ্য নি!
A:下周(xiàzhōu)我(wǒ)要(yào)结婚(jiéhūn)了(le)。
ক: শিয়া চৌ ওয়া ইয়া চিয়ে হুন ল্য।
B:恭喜(gōngxǐ)你(nǐ)!
খ: কুং সি নি!
**********
ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'তোমাকে অভিনন্দন' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'তোমাকে অভিনন্দন' - চীনা ভাষায় কিভাবে বলা হয়? জানা থাকলে আমাদের ইমেইলে উত্তর পাঠাতে পারেন। আমাদের দুটো ইমেইল ঠিকানা হল: yangweiming@cri.com.cn, আর ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পাবেন কিছু ছোট্ট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)




