0428xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম'শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আরও আছি তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।
*****
ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাসে আমরা ডাকঘর সম্পর্কিত বেশ কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'সম্ভবত কত দিন পৌঁছাতে পারবে?', এর চীনা ভাষা কি মনে আছে?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে, সেটা হলো 'তা কাই চি থিয়েন নেং তাও'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'তা কাই চি থিয়েন নেং তাও'। আজকের ক্লাসে আমরা- কিভাবে অন্য মানুষকে প্রশংসা করা হয়, সে সংক্রান্ত শব্দ ও বাক্য শিখাবো। কেমন?
খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
ক: নি চিন থিয়েন খান শাং ছুই জেন পু ছুও।
খ: শিয়ে শিয়ে।
ক: নি ছুয়ান জ্য জুং ইয়ান স্য ই ফু হেন হাও খান।
খ: জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য ইয়ান স্য।
**********
ক: আজ তোমাকে দেখতে খুব ভাল লাগছে, চীনা ভাষায় বলা হয় 'নি চিন থিয়েন খান শাং ছুই জেন পু ছুও'। তুমি, চীনা ভাষায় বলা হয় 'নি'। এখানে 'তোমাকে' বুঝাতে 'নি' ব্যবহৃত হয়। চীনা ভাষায় 'নি' দিয়ে তুমি এবং তোমাকে দুটোই বোঝায়। আজকে, চীনা ভাষায় বলা হয় 'চিন থিয়েন'। বন্ধুরা আমরা 'খান শাং ছুই' শব্দটি বলেছি। যার মানে হলো, দেখতে। খুব ভাল, চীনা ভাষায় বলা হয় 'জেন পু ছুও', 'জেন' মানে সত্যি, 'পু ছুও' মানে খারাপ না। আজ তোমাকে খুব ভাল লাগছে, চীনা ভাষায় বলা হয় 'নি চিন থিয়েন খান শাং ছুই জেন পু ছুও'।
খ: 'নি চিন থিয়েন খান শাং ছুই জেন পু ছুও', আজ তোমাকে খুব ভাল লাগছে। 'নি' মানে তুমি, এ বাক্যে 'নি' মানে 'তোমাকে'। 'চিন থিয়েন' মানে আজকে। 'খান শাং ছুই' মানে দেখতে। 'জেন পু ছুই' মানে সত্যি খুব ভাল। 'নি চিন থিয়েন খান শাং ছুই জেন পু ছুও', আজ তোমাকে খুব ভাল লাগছে।
ক: ধন্যবাদ, চীনা ভাষায় বলা হয় 'শিয়ে শিয়ে'।
খ: 'শিয়ে শিয়ে' মানে ধন্যবাদ।
ক: তুমি এ রংয়ের কাপড় পরলে দেখতে খুব সুন্দর লাগে, চীনা ভাষায় বলা হয় 'নি ছুয়ান জ্য জুং ইয়ান স্য ই ফু হেন হাও খান'। রং, চীনা ভাষায় বলা হয় 'ইয়ান স্য'। এ রং, চীনা ভাষায় বলা হয় 'জ্য জুং ইয়ান স্য'। কাপড়, চীনা ভাষায় বলা হয় 'ই ফু'। এ রংয়ের কাপড়, চীনা ভাষায় বলা হয় 'জ্য জুং ইয়ান স্য ই ফু'। পরা, চীনা ভাষায় বলা হয় 'ছুয়ান'। দেখতে সুন্দর, চীনা ভাষায় বলা হয় 'হাও খান', দেখতে খুব সুন্দর, চীনা ভাষায় বলা হয় 'হেন হাও খান'। তুমি এ রংয়ের কাপড় পরলে দেখতে খুব সুন্দর, চীনা ভাষায় বলা হয় 'নি ছুয়ান জ্য জুং ইয়ান স্য ই ফু হেন হাও খান'।
খ: 'নি ছুয়ান জ্য জুং ইয়ান স্য ই ফু হেন হাও খান', তুমি এ রংয়ের কাপড় পরলে দেখতে খুব সুন্দর লাগে। 'নি' 'মানে তুমি, 'ছুয়ান' মানে পরা, 'জ্য জুং' মানে এ রকমের, 'ইয়ান স্য' মানে রং, 'ই ফু' মানে কাপড়, 'হেন' মানে খুব, 'হাও' মানে ভাল, 'খান' মানে দেখা। 'নি ছুয়ান জ্য জুং ইয়ান স্য ই ফু হেন হাও খান', তুমি এ রংয়ের কাপড় পরলে দেখতে খুব সুন্দর লাগে।
ক: এটা আমার সবচেয়ে পছন্দের রং, চীনা ভাষায় বলা হয় 'জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য ইয়ান স্য'। এটা, চীনা ভাষায় বলা হয় 'জ্য শি'। সবচেয়ে, চীনা ভাষায় বলা হয় 'জুই'। পছন্দ, চীনা ভাষায় বলা হয় 'শি হুয়ান'। রং, চীনা ভাষায় বলা হয় 'ইয়ান স্য'। সবচেয়ে পছন্দের রং, চীনা ভাষায় বলা হয় 'জুই শি হুয়ান ত্য ইয়ান স্য'। এটা আমার সবচেয়ে পছন্দের রং, চীনা ভাষায় বলা হয় 'জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য ইয়ান স্য'।
খ: 'জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য ইয়ান স্য', এটা আমার সবচেয়ে পছন্দের রং। 'জ্য শি' মানে এটা হচ্ছে, 'ওয়া' মানে আমি, 'জুই' মানে সবচেয়ে, 'শি হুয়ান' মানে পছন্দ, 'ত্য' মানে এর, 'ইয়ান স্য' মানে রং। 'জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য ইয়ান স্য', এটা আমার সবচেয়ে পছন্দের রং।
******প্রধান প্রধান বাক্য
ক: নি চিন থিয়েন খান শাং ছুই জেন পু ছুও।
খ: শিয়ে শিয়ে।
ক: নি ছুয়ান জ্য জুং ইয়ান স্য ই ফু হেন হাও খান।
খ: জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য ইয়ান স্য।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো, 'আজ তোমাকে খুব ভাল লাগছে' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'আজ তোমাকে খুব ভাল লাগছে' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে আমাদেরকে ইমেইল পাঠাতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, এবং ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন ছোট্ট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)