Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ 雾霾(wù mái)
  2014-03-03 20:15:20  cri

সুপ্রিয় শ্রোতা, আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে সম্প্রতি পেইচিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ雾霾wù mái –এর কথা আপনাদেরকে জানাবো আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

গত সপ্তাহে পেইচিংয়ের আবহাওয়া অধিদপ্তর টানা ৯৬ ঘণ্টার কোমলা পূর্বাভাস প্রচার করে। একারণে অনেক কারখানা, নির্মাণ শিল্প এমন কি বার্বিকিউও বন্ধ ঘোষণা করা হয়। শিশুবিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের সবধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেয়। আর এসবই হয়েছে 雾霾wù mái আবহাওয়ার কারণে।

雾霾wù mái শব্দের দুটো অর্থ আছে। এর মধ্যে 雾wù অর্থ হল ইংরেজি smog-এর মত, মানে ধোঁয়া যুক্ত কুয়াশা , আর 霾mái অর্থ হল ইংরেজি haze-এর মত, মানে কুয়াশা। বেশির ভাগ শহরে এ আবহাওয়া দেখা যায়। সম্প্রতি চীনের বেশ কয়েকটি শহরে এধরনের আবহাওয়া দেখা দিলে তাকে ক্ষতিকর আবহাওয়া হিসেবে পূর্বাভাস দেওয়া হয়। এ ধরনের আবহাওয়াকে বলা হয়雾(wù)霾(mái)天(tiān)气(qì), 'থিয়েন ছি' মানে আবহাওয়া।

পেইচিংয়ে গত সপ্তাহের ২১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত টানা ৪ দিন এমন আবহাওয়া ছিল। রাস্তায় পথচারি থেকে শুরু করে পোষা কুকুর পর্যন্ত সবারই মুখে মাস্ক পরা ছিলো। অদ্ভূত বিষয় হলো এসময় কুকুরের মুখেও মাস্ক দেখে মানুষ এতটুকু অবাক হয়নি। এমন কি এ ধরনের আবহাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পেইচিং বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কয়েকজন বিখ্যাত ব্যক্তির ভাস্কর্যের মুখেও মাস্ক পরানো হয়।

এবারের এ আবহাওয়ার মধ্যে ক্ষতিকর পদার্থের পরিমাণ বেশি থাকায় তা অতীতের সব খারাপ আবহাওয়ার রেকর্ডকে ছাপিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে।

সাম্প্রতিক বছরগুলোতে বায়ুর গুণগতমান খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে 'উ মাই' আবহাওয়া আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে এবং এতে ক্ষতির পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাগরিকগণ বাধ্য হয়ে তাদের ক্ষতির পরিমাণ কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে শুরু করেছে। যেমন এমন আবহাওয়ায় জানালা কম সময়ের জন্য খুলে রাখা, ঘরের বাইরে বেশিক্ষণ না থাকা, মাস্ক পড়ে বাইরে বের হওয়া, প্রচুর শাক-সব্জি খাওয়া এবং বেশি করে পানি পান করা ইত্যাদি। এছাড়া সরকার গাড়ির ধোঁয়া এবং আতশবাজি পোড়ানোর উপরও একধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চালাচ্ছে।

এমন আবহাওয়ায় যদি কেউ খুশি হয় তারা হলো মাস্ক তৈরী করার কোম্পানিগুলো। জানা যায় যে, গত কয়েক মাসে মাস্ক বিক্রির পরিমান প্রায় ৪ গুণ বেড়েছে। বিশেষ করে গত সপ্তাহে মাস্কের চাহিদা হঠাত করে বেড়ে যাওয়ার কারণে অনেক দোকানেরই মাস্ক শেষ হয়ে যায়।

দূষণমুক্ত পরিবেশ সবারই প্রত্যাশা। আশা করি অদূর ভবিষ্যতে নীল আকাশ আর সাদা মেঘ শুধু আমাদের স্বপ্নের মধ্যেই থাকবেনা, বাস্তবেও তা আমরা দেখতে পাবো বলে তাকিয়ে আছি।

আজকের অনুষ্ঠানে 'উ মাই' সম্পর্কে কিছু কথা জানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সোমবার আবার কথা হবে। (ইয়াং ওয়েই মিং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক