

0217xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখে নিতে পারেন।
*****
ক: শিহাব, গত কয়েকটি ক্লাস ধরে আমরা চীনের নববর্ষ সম্পর্কিত কতগুলো চীনা বাক্য ও শব্দ শিখিয়েছিলাম। 'প্রায় বারোটা বাজে, আতশবাজির জন্য প্রস্তুতি নাও', চীনা ভাষায় কীভাবে বলা হয়?
খ: 'প্রায় বারোটা বাজে, আতশবাজির জন্য প্রস্তুতি নাও', 'খুয়াই তাও শি আর তিয়েন ল্য, জুন পেই ফাং(f) পিয়ান ফাও(p)'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন। 'খুয়াই তাও শি আর তিয়েন ল্য, জুন পেই ফাং(f) পিয়ান ফাও(p)'। আজকের ক্লাসে আমরা হোটেল সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো। কেমন?
খ: হ্যাঁ খুব ভাল হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
ক: ওয়া নেং পাং নিন মা?
খ: ওয়া শিয়াং তিং ই ক্য ফাং চিয়েন।
ক: ছিং ওয়েন নিন জু চি থিয়েন?
খ: জু সি থিয়েন।
**********
ক: আমি কি আপনাকে সাহায্য করতে পারি? চীনা ভাষায় বলা হয় 'ওয়া নেং পাং নিন মা'। আমি, চীনা ভাষায় বলা হয় 'ওয়া'। আপনাকে, চীনা ভাষায় বলা হয় 'নিন'। সাহায্য করা, চীনা ভাষায় বলা হয় 'পাং'। পারা, চীনা ভাষায় বলা হয় 'নেং'। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? 'ওয়া নেং পাং নিন মা'।
খ: 'ওয়া নেং পাং নিন মা', আমি কি আপনাকে সাহায্য করতে পারি? 'ওয়া' মানে আমি, 'নেং' মানে পারা, 'পাং' মানে সাহায্য করা, 'নিন' মানে আপনাকে, 'মা' হল প্রশ্নবোধক শব্দ। 'ওয়া নেং পাং নিন মা', আমি কি আপনাকে সাহায্য করতে পারি?
ক: আমি একটি রুম বুকিং করতে চাই, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শিয়াং তিং ই ক্য ফাং চিয়েন'। চাওয়া, চীনা ভাষায় বলা হয় 'শিয়াং'। বুকিং, চীনা ভাষায় বলা হয় 'ইয়ু তিং', সংক্ষেপে 'তিং'। রুম, চীনা ভাষায় বলা হয় 'ফাং চিয়েন'। একটি রুম, 'ই ক্য ফাং চিয়েন'। আমি একটি রুম বুকিং করতে চাই, 'ওয়া শিয়াং তিং ই ক্য ফাং চিয়েন'।
খ: 'ওয়া শিয়াং তিং ই ক্য ফাং চিয়েন', আমি একটি রুম বুকিং করতে চাই। 'ওয়া' মানে আমি, 'শিয়াং' মানে চাওয়া, 'তিং' মানে বুকিং করা, 'ই ক্য' মানে একটি, 'ফাং চিয়েন' মানে রুম। 'ওয়া শিয়াং তিং ই ক্য ফাং চিয়েন', আমি একটি রুম বুকিং করতে চাই।
ক: জানতে পারি, আপনি কত দিন থাকবেন? চীনা ভাষায় বলা হয় 'ছিং ওয়েন নিন জু চি থিয়েন'। জানতে পারি, চীনা ভাষায় বলা হয় 'ছিং ওয়েন'। কত দিন, চীনা ভাষায় বলা হয় 'চি থিয়েন'। থাকা, চীনা ভাষায় বলা হয় 'জু'। জানতে পারি, আপনি কত দিন থাকবেন? 'ছিং ওয়েন নিন জু চি থিয়েন'।
খ: 'ছিং ওয়েন নিন জু চি থিয়েন', জানতে পারি, আপনি কত দিন থাকবেন? 'ছিং ওয়েন' মানে জানতে পারি কি? 'নিন' মানে আপনি, 'জু' মানে থাকা, 'চি থিয়েন' মানে কত দিন। 'ছিং ওয়েন নিন জু চি থিয়েন', জানতে পারি, আপনি কত দিন থাকবেন?
ক: চার দিন থাকবো, চীনা ভাষায় বলা হয় 'জু সি থিয়েন'। থাকা, চীনা ভাষায় বলা হয় 'জু'। চার দিন, চীনা ভাষায় বলা হয় 'সি থিয়েন'। চার দিন থাকবো, 'জু সি থিয়েন'।
খ: 'জু সি থিয়েন', চার দিন থাকবো। 'জু' মানে থাকা, 'সি থিয়েন' মানে চার দিন। 'জু সি থিয়েন', চার দিন থাকবো।
******প্রধান প্রধান বাক্য
ক: ওয়া নেং পাং নিন মা?
খ: ওয়া শিয়াং তিং ই ক্য ফাং চিয়েন।
ক: ছিং ওয়েন নিন জু চি থিয়েন?
খ: জু সি থিয়েন।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'আমি একটি রুম বুকিং করতে চাই' চীনা ভাষায় কীভাবে বলা হয়?
খ: 'আমি একটি রুম বুকিং করতে চাই' চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)




