0210genwoxue
|
৮.嫦(cháng)娥(é)三(sān)号(hào) 'ছাং এ-৩' চাঁদ অনুসন্ধান যন্ত্র
'ছাং এ-৩' চাঁদ অনুসন্ধান যন্ত্র গত বছরের ডিসেম্বর মাসে চাঁদে সফলতার সঙ্গে অবতরণ করে। তারপর 'ইয়ুয়ে থু' নামক অনুসন্ধান গাড়ি তার ভিতর থেকে বের হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর চীন হল চাঁদে অনুসন্ধান যন্ত্র অবতরণ করাতে সক্ষম হওয়া বিশ্বের তৃতীয় দেশ। 'ছাং এ-৩' মহাকাশযান খুব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চীনা জনগণের দেশপ্রেম ও জাতির গৌরববোধকে আরো শানিত করেছে। এটিকে 'চীনা স্বপ্নের' একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
৯.房(fáng)姐(jiě) মিস অ্যাপার্টমেন্ট অধিকারী
চীনের শান সি প্রদেশের একজন নারী, কুং আই আই, পেইচিংয়ে ৪৪টি অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন। একারণে অনেকেই তাকে 'মিস অ্যাপার্টমেন্ট অধিকারী' বলে অভিহিত করে। আবাসন সব সময় চীনা মানুষের উদ্বেগের বিষয়।
আসলে 'মিস অ্যাপার্টমেন্ট অধিকারী' হোন কিংবা 'মিস্টার, চাচা, দাদা অ্যাপার্টমেন্ট অধিকারী' হোন, যারা বিশেষ সুযোগ-সুবিধার মাধ্যমে একাধিক অ্যাপার্টমেন্টের অধিকারী হয়েছেন তাদের কারণে পেইচিংয়ে আবাসন ব্যবস্থাপনা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যার সমাধান না হলে চীনের ধনী-দরিদ্র বৈষম্য আরো বাড়বে।
১০.大(dài)黄(huáng)鸭(yā) বড় হলুদ হাঁস
এ বড় আকারের হলুদ রাবার হাঁস নেদারল্যান্ডের শিল্পী ফ্লোরেনটিন হোফম্যানের সৃষ্টি। ২০১৩ সালে এ হাঁসকে অনেক দূর থেকে চীনে আনা হয়। মে মাসে হংকংয়ের ভিক্টোরিয়া পোতাশ্রয়ে পৌঁছায় এ হাঁস। হংকংবাসীরা তাকে ভীষণ পছন্দ করে। তারপর বড় হাঁস পেইচিংয়ে আসে।
সুপ্রিয় শ্রোতা, ২০১৩ সালে চীনে ইন্টারনেটে জনপ্রিয় কয়েকটি শব্দের কথা জানালাম আপনাদেরকে। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। (ইয়াং ওয়েই মিং/এসআর)