0101genwoxue
|
১.中(zhōng)国(guó)梦(mèng) চীনের স্বপ্ন
'চীনের স্বপ্ন' হলো চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং উত্থাপিত লক্ষ্য। ২০১২ সালে চীনের জাতীয় যাদুঘরে 'পুনর্জাগরণ পথ' নামক এক প্রদর্শনী দেখার সময় তিনি প্রথম বার এ স্বপ্নের কথা উল্লেখ করেন। এটা হলো চীনের আরো শক্তিশালী হওয়া এবং জনগণের জীবন আরো সুখী হওয়ার একটি স্বপ্ন।
২.土(tǔ)豪(háo)Nouveau riche থু হাও - ধনী ও জাহির করতে পছন্দ এমন মানুষ
এ শব্দের আগেকার অর্থ হলো স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় এলাকার খুব ধনী ও শক্তিশালী লোক বা জমিদার। তারা অধিকাংশই কৃষকদের নির্যাতন করতেন। এ শব্দটিতে খারাপ অর্থ বোঝায়। বর্তমানে এ শব্দটির অর্থ হলো ধনী এবং নিজের কেনা বিলাসদ্রব্য ইন্টারনেটে প্রকাশ করতে পছন্দ করে এমন মানুষ।
৩.雾(wù)霾(mái) ধুলা ও কুয়াশা
২০১৩ সালে চীনের বেশ কয়েকটি শহরে ধুলা ও কুয়াশাময় আবহাওয়া দেখা দেয়। এর কারণ শুধু কুয়াশা নয়; বায়ুদূষণও এর অন্যতম কারণ। এ দূষণ পেইচিং, হ্য পেই, শাংহাই ও নান চিংসহ কয়েকটি শহরে জনসাধারণের জীবনকে প্রভাবিত করে। ইন্টারনেটে মুখোশ বিক্রিও আগের তুলনায় অনেক বাড়ে। যদিও চীন এখন পরিবেশের দূষণমুক্তির দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, তবে সবাই জানেন এটি একটা দীর্ঘ পথ।
৪.大(dà)妈(mā) Big mama বয়স্ক নারী
২০১৩ সালের প্রথম দিকে চীনের বয়স্ক নারীদের সোনা কেনার প্রবণতা দেখে 'ওয়াল স্ট্রিট জার্নাল' পত্রিকায় এ চীনা শব্দটি উল্লেখ করা হয়। তার অর্থ হলো বয়স্ক নারী। তাদের হাতে অনেক সঞ্চয় থাকে এবং সবসময় সস্তা জিনিস পাওয়ার চেষ্টা করে। যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে গেছে, তারা সবাই মার্কেটে যান সোনা কিনতে।
সুপ্রিয় শ্রোতা, ২০১৩ সালে চীনে ইন্টারনেটে জনপ্রিয় কয়েকটি শব্দের কথা বললাম। বাকিগুলো পরের ক্লাসে জানাবো। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। (ইয়াং ওয়েই মিং/এসআর)