1002xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখে নিতে পারেন।
ক: শিহাব, গত ক্লাসে আমরা চলচ্চিত্র সম্পর্কিত কিছু চীনা বাক্য শিখিয়েছিলাম। 'এটা আমার সবচেয়ে পছন্দের চলচ্চিত্র', এর চীনা ভাষা কী মনে আছে, শিহাব?
খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে, তা হলো 'জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য তিয়েন ইং' ।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'জ্য শি ওয়া জুই শি হুয়ান ত্য তিয়েন ইং'। আজকের ক্লাসে আমরা শিখাবো চলচ্চিত্র সম্পর্কিত আরো কিছু চীনা শব্দ ও বাক্য। কেমন?
খ: আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
ক: জুই চিন ইয়ৌ শেন ম্য হাও ফিয়ান জি?
খ: ওয়া শাং ওয়াং ছা ই ছা।
ক: জ্য পু তা ফিয়ান ত্য ফিয়াও ফাং হাই পু ছুও।
খ: জান মেন ছুই খান পা।
**********
ক: আজকাল ভাল কী চলচ্চিত্র আছে? 'জুই চিন ইয়ৌ শেন ম্য হাও ফিয়ান জি?' বর্তমান, চীনা ভাষায় বলা হয় 'জুই চিন', ইংরেজিতে this days-এর মতো। চলচ্চিত্র, চীনা ভাষায় বলা হয় 'ফিয়ান জি'। কী, চীনা ভালায় বলা হয় 'শেন ম্য'। ভাল, 'হাও'। আছে বা থাকা, চীনা ভাষায় বলা হয় 'ইয়ৌ'। আজকাল ভাল কী চলচ্চিত্র আছে? 'জুই চিন ইয়ৌ শেন ম্য হাও ফিয়ান জি?'
খ: 'জুই চিন ইয়ৌ শেন ম্য হাও ফিয়ান জি?' আজকাল ভাল কী চলচ্চিত্র আছে? 'জুই চিন' মানে আজকাল, 'ইয়ৌ' মানে আছে বা থাকে, 'শেন ম্য' মানে কী, 'হাও' মানে ভাল, 'ফিয়ান জি' মানে চলচ্চিত্র। 'জুই চিন ইয়ৌ শেন ম্য হাও ফিয়ান জি?' আজকাল ভাল কী চলচ্চিত্র আছে?
ক: আমি ইন্টারনেটে একটু চেক করি, 'ওয়া শাং ওয়াং ছা ই ছা'। ইন্টারনেট সার্ফ করা, চীনা ভাষায় বলা হয় 'শাং ওয়াং', 'হু লিয়ান ওয়াং' মানে ইন্টারনেট, অন্য শব্দের সাথে যোগ দিলে সংক্ষেপে 'ওয়াং' বলা হয়, 'শাং' এখানে মানে যাওয়া। চেক করা, চীনা ভাষায় বলা হয় 'ছা', একটু চেক করি, 'ছা ই ছা'। অনেক চীনা ক্রিয়াপদ এভাবে ব্যবহার করা যায়, যেমন দেখা - 'খান', 'খান ই খান', একটু দেখি; শোনা-'থিং', 'থিং ই থিং', একটু শোনা। আমি ইন্টারনেটে একটু চেক করি, 'ওয়া শাং ওয়াং ছা ই ছা'।
খ: 'ওয়া শাং ওয়াং ছা ই ছা', আমি ইন্টারনেটে একটু চেক করি। 'ওয়া' মানে আমি, 'শাং ওয়াং' মানে ইন্টারনেটে সার্ফ করা, 'ছা' মানে চেক করা, 'ছা ই ছা' মানে একটু চেক করি। 'ওয়া শাং ওয়াং ছা ই ছা', আমি ইন্টারনেটে একটু চেক করি।
ক: এ ব্লকবাস্টারের বক্স অফিস খুব ভাল, 'জ্য পু তা ফিয়ান ত্য ফিয়াও ফাং হাই পু ছুও'। ব্লকবাস্টার, অর্থাত্ খুব সফল চলচ্চিত্র, চীনা ভাষায় বলা হয় 'তা ফিয়ান', 'তা' মানে বড়, 'ফিয়ান' মানে চলচ্চিত্র। বক্স অফিস, মানে চলচ্চিত্রের টিকিট বিক্রির আয়, চীনা ভাষায় বলা হয় 'ফিয়াও ফাং', 'ফিয়াও' মানে টিকিট, 'ফাং' মানে ঘর, অফিস। 'হাই পু ছুও' মানে খুব ভাল, 'পু ছুও' মানে খারাপ না, এখানে মানে খুব ভাল। এ ব্লকবাস্টারের বক্স অফিস খুব ভাল, 'জ্য পু তা ফিয়ান ত্য ফিয়াও ফাং হাই পু ছুও'।
খ: 'জ্য পু তা ফিয়ান ত্য ফিয়াও ফাং হাই পু ছুও', এ ব্লকবাস্টারের বক্স অফিস খুব ভাল। 'জ্য পু' মানে এটা, বিশেষ করে চলচ্চিত্রর সঙ্গে ব্যবহার করা হয়। 'তা ফিয়ান'মানে ব্লকবাস্টার, বড় চলচ্চিত্র। 'ফিয়াও ফাং' মানে বক্স অফিস, টিকিট বিক্রির অবস্থা। 'হাই পু ছুও' মানে খুব ভাল। 'জ্য পু তা ফিয়ান ত্য ফিয়াও ফাং হাই পু ছুও', এ ব্লকবাস্টারের বক্স অফিস খুব ভাল।
ক: আমরা দেখতে যাবো, কেমন? 'জান মেন ছুই খান পা'। আমরা, চীনা ভাষায় বলা হয় 'জান মেন'। দেখা, চীনা ভাষায় বলা হয় 'খান'। যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'ছুই'। 'পা' হল প্রস্তাব দেওয়ার সময় যোগ দেওয়া শব্দ। আমরা দেখতে যাবো, কেমন? 'জান মেন ছুই খান পা'।
খ: 'জান মেন ছুই খান পা', আমরা দেখতে যাবো, কেমন? 'জান মেন' মানে আমরা, 'ছুই' মানে যাওয়া, 'খান' মানে দেখা, 'পা' হল প্রস্তাব দেওয়ার সময় ব্যবহৃত শব্দ। 'জান মেন ছুই খান পা', আমরা দেখতে যাবো, কেমন?
******প্রধান প্রধান বাক্য
ক: জুই চিন ইয়ৌ শেন মা হাও ফিয়ান জি?
খ: ওয়া শাং ওয়াং ছা ই ছা।
ক: জ্য পু তা ফিয়ান ত্য ফিয়াও ফাং হাই পু ছুও।
খ: জান মেন ছুই খান পা।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'আজকাল ভাল কী চলচ্চিত্র আছে?' চীনা ভাষায় কীভাবে বলা হয়?
খ: 'আজকাল ভাল কী চলচ্চিত্র আছে?' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে আমাদের ইমেল পাঠাতে পারেন। আমাদের দুইটা ইমেল ঠিকানায় হচ্ছে: yangweiming@cri.com.cn, আর ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী বুধবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)