Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি:জুং ছিউ চিয়ে – মধ্য শরত্ উত্সব
  2013-09-18 15:39:48  cri

    সুপ্রিয় শ্রোতা, আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে চীনের মধ্য শরত্ উত্সব – জুং ছিউ চিয়ের কথা আপনাদেরকে জানাবো আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

    চন্দ্রবর্ষে অষ্টম মাসের পনেরোতম দিনে চীনের জুং ছিউ উত্সব। এ উত্সব সাধারণত চীনের শরত্কালের মাঝামাঝি সময় হয়, তাই তার চীনা নাম 'জুং ছিউ' মানে শরত্কালের মাঝখানে।

    এ উত্সব হয় শরত্কালে। কৃষকদের এক বছরের পরিশ্রমের মধ্য দিয়ে ফসল তোলার পর এ উত্সব উদযাপিত হয়। চীনের চান্দ্রবর্ষের পনেরোতম দিনে পূর্ণিমা থাকে। চীনে পূর্ণিমা চাঁদ আবার পরিবারের আত্মীয়স্বজনদের মিলিত হওয়ার প্রতীক। তাই এ উত্সবকে আবার বলা হয় 'থুয়ান ইউয়ান চিয়ে', মানে মিলনের উত্সব।

    প্রাচীনকালে চাঁদ দেবতার নামে উত্সর্গ দেওয়ার প্রথা ছিল। মানুষ মুনকেক, তরমুজ, আপেল ইত্যাদি উত্সর্গ করতো দেবতার উদ্দেশে। আস্তে আস্তে এ উত্সব পরিবারের আত্মীয়স্বজনদের একসাথে মিলিত হয়ে খাওয়া-দাওয়া, চাঁদ দেখা এবং সুন্দর সময় কাটানোর এক উত্সবে পরিণত হয়।

    এ উত্সবের বিশেষ খাবার হল মুনকেক। মুনকেক গোল আকারের, চাঁদের মতো। এবং ভেতরে মিষ্টি পুর থাকে। মুনকেক সবাই মিলিত হয়ে মধুর সময় কাটানোর এক প্রতীকও।

    চাঁদ আবার চীনা সাহিত্যিকদের খুব প্রিয় লেখার বিষয়। এ সম্পর্কে চীনের সুং রাজবংশের সুবিখ্যাত কবি সু শি 'জুং ছিউ'-এর লেখা একটি কবিতা খুব সুন্দর। তিনি লিখেছেন:

人(rén)有(yǒu)悲欢离合(bēihuānlíhé),

People in joy or sorrow, in reunion or parting.

মানুষের সুখ-দুঃখে মিলন আর বিরহের মতো পরিক্রমা থাকে

月(yuè)有(yǒu)阴晴圆缺(yīnqíngyuánquē),

Like the moon waxes or wanes, bright or dim.

যেমন চাঁদের অর্ধচন্দ্রাকার পূর্ণিমা আর অমাবস্যা আকার আছে

此(cǐ)事(shì)古(gǔ)难(nán)全(quán)。

The way things have been since of old.

অজানা কাল থেকেই এ রকম, কখনো ব্যতিক্রম হয়না।

但愿(dànyuàn)人(rén)长久(chángjiǔ),

May those living far apart live long.

শুধু আশা করি, যারা বিরহে আছে তারা দীর্ঘজীবী হোক

千(qiān)里(lǐ)共(gòng)婵娟(chánjuān)

And share the bright moon with their beloved.

এবং দূরে থাকলেও এ উজ্জ্বল চাঁদের আলো উপভোগ করতে পারে।

    সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক