Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: কবিতা-অলস বসবাস
  2013-08-07 15:18:45  cri

সুপ্রিয় শ্রোতা, চীনের সাহিত্য মহলে কবিতা লেখা প্রাচীনকাল থেকে একটি খুব সুরুচিসম্মত কাজ। বিশেষ করে থাং এবং সুং রাজবংশের সময় চীনের কবিতা সর্বোচ্চ মানে পৌঁছায় বলে মনে করা হয়। আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে থাং রাজবংশের একজন খুব বিখ্যাত কবি - পাই চিউই ই'র লেখা কবিতা 'শিয়ান চিউই' অর্থাত 'অলস বসবাস' আপনাদেরকে শুনাবো, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

《闲居》(xiánjū)-白居易(báijūyì)

অলস বসবাস- পাই চিউই ই

心(xīn)足(zú)即(jí)为(wéi)富(fù),

সম্পদকে সন্তষ্টি হিসেবে চিত্রণ করা চলে

身(shēn)闲(xián)乃(nǎi)当(dāng)贵(guì)。

উদারতাকে স্বাধীনতা বলে বিবেচনা করা চলে

富贵(fùguì)在此(zàicǐ)中(zhōng),

সম্পদ ও উদারতা সব এতে লুকায়

何必(hébì)居(jū)高位(gāowèi)?

কেন উচ্চপদে বন্দীদশা?

চীনের থাং রাজবংশের সুবিখ্যাত কবি পাই চিউই ই জন্মগ্রহণ করেন ৭৭২ খ্রিস্টাব্দে এবং মারা যান ৮৪৬ খ্রিস্টাব্দে। তাঁর জন্মস্থান হলো বর্তমান মধ্য চীনের হ্য নান প্রদেশ। তাঁর লেখা অনেক কবিতায় সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে তখনকার সামাজিক বা সমসাময়িক সমস্যাগুলোর সমালোচনা করা হয়। তিনি সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তিনটি প্রদেশে গভর্নর হিসেবে কাজ করেন। তার কবিতার মধ্যে কিছু কিছু সরকারি চাকরির অভিজ্ঞতা-নিসৃত।

তাঁর লেখা কবিতার ভাষা সরল; সাধারণ মানুষের জন্য সহজে বোধগম্য। তাই তাকে 'কবির রাজা' বলে আখ্যায়িত করা হয়।

যুক্তরাষ্ট্রের সুবিখ্যাদ অনুবাদক এবং চীনতত্ত্ববিদ বার্টন ওয়াটসন বলেছিলেন, পাই চিউই ই'র কবিতার নিজস্ব সরল ও সাবলীল স্টাইল আছে, যেটাকে সাধারণ মানুষের কাছে খুব আপন মনে হয়। তাই বংশপরম্পরায় মানুষ তাঁর কবিতা পছন্দ করে এবং তাঁকে সবচেয়ে জনপ্রিয় কবির অন্যতম বলে মনে করা হয়। তাঁর লেখা কবিতা শুধু চীনে নয়; জাপান ও পশ্চিমা দেশেও খুব সমাদৃত, বিশেষ করে জাপানের সাহিত্যে তাঁর কবিতা সুগভীর ও প্রগাঢ় প্রভাব ফেলেছে।

আচ্ছা, প্রিয় শ্রোতা, এটা হলো চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি পাই চিউই ই'র একটি কবিতার কথা। চীনের সংস্কৃতি সম্পর্কে আরো কী বিষয় জানতে চান - ইমেলে আমাকে জানাবেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে। (ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক