Web bengali.cri.cn   
চীনা গান: 'জাই শি ওয়াং ত্য থিয়েন ইয়ে শাং' – আশার খেতে
  2013-07-24 18:19:57  cri

    সুপ্রিয় শ্রোতা, ফেং লি ইউয়ান হলেন চীনের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। তিনি চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন ফিংয়ের স্ত্রী। তার গাওয়া অনেক দেশপ্রেমের গান আছে, যা এখনো চীনা মানুষের মধ্যে খুব প্রিয়। আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে আমরা ফেং লি ইউয়ানের একটি গান শুনবো, গানের শিরোনাম 'জাই শি ওয়াং ত্য থিয়েন ইয়ে শাং', মানে আশার খেতে।

我们(wǒmen)的(de)家乡(jiāxiāng) 在(zài)希望(xīwàng)的(de)田野(tiányě)上(shàng)

আমাদের গ্রামেরবাড়ি এ আশার খেতে

炊烟(chuīyān)在(zài)新建(xīnjiàn)的(de)住房(zhùfáng)上(shàng)飘荡(piāodàng)

রান্নার ধোঁয়া সদ্যতোলা ঘরের ওপরে ওড়ে

小河(xiǎohé)在(zài)美丽(měilì)的(de)村庄(cūnzhuāng)旁(páng)流淌(liútǎng)

সুন্দর গাঁয়ের পাশ দিয়ে নদীখাল বয়ে চলে

一(yī)片(piàn)冬麦(dōngmài) 那个(nàgè)一(yī)片(piàn)高粱(gāoliang)

এক খেতে শীতকালীন গম, আরেক খেতে Chinese sorghum

十(shí)里(lǐ)哟(yō)荷塘(hétáng) 十(shí)里(lǐ)果(guǒ)香(xiāng)

দশ মাইল জুড়ে শাপলাদল, দশ মাইল জুড়ে নানা ফলের গাছ

哎(āi)咳(hāi)哟(yō)嗬(hē) 呀(ya)儿(ér)咿(yī)儿(ér)哟(yō) 咳(hāi)

আই হাই ইয়ো হো, ইয়ার ইয়া ইয়ো, হাই

我们(wǒmen)世世代代(shìshìdàidài)在(zài)这(zhè)田野(tiányě)上(shàng)生活(shēnghuó)

আমরা প্রজন্মের পর প্রজন্ম এ খেতে বসবাস করি

为(wéi)她(tā)富裕(fùyù) 为(wéi)她(tā) 兴(xīng)旺(wàng)

তার সমৃদ্ধ ও উন্নতি লাভে কাজ করি।

我们(wǒmen)的(de)未来(wèilái) 在(zài)希望(xīwàng)的(de)田野(tiányě)上(shàng)

আমাদের ভবিষ্যত এ আশার খেতের ওপর

人们(rénmen)在(zài)明媚(míngmèi)的(de)阳光(yángguāng)下(xià)生活(shēnghuó)

সুন্দর সুর্যালোকে মানুষ জীবনযাপন করে

生活(shēnghuó)在(zài)人们(rénmen)的(de)劳动(láodòng)中(zhōng)变样(biànyàng)

পরিশ্রমে জীবনও বদলে যায়।

老(lǎo)人们(rénmen)举杯(jǔbēi)那个(nàgè) 孩子们(háizimen)欢笑(huānxiào)

প্রবীণেরা আড্ডা মারে, বাচ্চারা হাসি-আনন্দে থাকে

小伙儿(xiǎohuǒer)哟(yō)弹琴(tánqín) 姑娘(gūniang)歌唱(gēchàng)

ছেলেরা তবলা বাজায় আর মেয়েরা গান গায়

哎(āi)咳(hāi)哟(yō)嗬(hē)呀(ya)儿(ér)咿(yī)儿(ér)哟(yō) 咳(hāi)

আই হাই ইয়ো হো, ইয়ার ইয়া ইয়ো,হাই

我们(wǒmen)世世代代(shìshìdàidài)在(zài)这(zhè)田野(tiányě)上(shàng)奋斗(fèndòu)

আমরা প্রজন্মের পর প্রজন্ম এ খেতে পরিশ্রম করি

为(wéi)她(tā)幸福(xìngfú) 为(wéi)她(tā)争光(zhēngguāng)

তার সুখ আর গর্বের জন্য চেষ্টা করি।

    সুপ্রিয় শ্রোতা, আশা করি গানটি আপনাদের ভাল লেগেছে। আজকের কনফুসিয়াস ক্লাসরুম এখানে শেষ হচ্ছে। আগামী বুধবার আবার কথা হবে। ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (স্বর্ণা/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক