

0703genwoxue
|
天(tiān)蓝(lán)如(rú)海(hǎi) 奔(bēn)向(xiàng)未(wèi)来(lái)
সমুদ্রের মতো নীল আকাশ, ভবিষ্যত পানে ছুটে চলি দূর বহুদূরে।
现(xiàn)实(shí)很(hěn)近(jìn) 梦(mèng)还(hái)很(hěn)远(yuǎn) 未(wèi)拆(chāi)
স্বপ্ন সে তো দূরের, কিন্তু বাস্তবতায় জড়িয়ে থাকে আমায় সর্বক্ষণ।
带(dài)着(zhe)期(qī)待(dài) 想(xiǎng)过(guò)走(zǒu)开(kāi)
প্রত্যাশার মালা পরে চলে যেতে চেয়েছিলাম।
年(nián)轻(qīng)是(shì)自(zì)卑(bēi)自(zì)大(dà) 较(jiào)劲(jìn)的(de)比(bǐ)赛(sài)
যৌবনে সহজে হীনমন্যতা বোধ করে আবার সহজে আত্মম্ভরি হয়ে যায়, নিজের সঙ্গে প্রতিযোগিতা করে
一(yí)路(lù)走(zǒu)来(lái) 总(zǒng)有(yǒu)人(rén)会(huì)说(shuō) 要(yào)忍(rěn)耐(nài)
বড় হওয়ার পথে ছুটে চলে সবাই, ধৈর্য্য ধরো।
到(dào)後(hòu)来(lái) 你(nǐ)才(cái)明(míng)白(bái) 你(nǐ)模(mó)仿(fǎng)不(bù)来(lái) 别(bié)人(rén)的(de)存(cún)在(zài)
অবশেষে বুঝলাম, অন্য মানুষের মতো হতে পারি না কখনো ।
该(gāi)来(lái)的(de)会(huì)来(lái) 想(xiǎng)爱(ài)的(de)去(qù)爱(ài)
যে আসবার সে আসুক, যে ভালবাসবার সে বাসুক।
就(jiù)让(ràng)笑(xiào)容(róng) 和(hé)伤(shāng)口(kǒu) 一(yí)样(yàng)绽(zhàn)开(kāi)
হাসিমুখ তখন হৃদয়ের ক্ষতিচহ্নের মতো খুলে থাকুক।
天(tiān)蓝(lán)如(rú)海(hǎi) 化(huà)不(bù)开(kāi) 若(ruò)有(yǒu)所(suǒ)待(dài)
সমুদ্রের মতো নীল আকাশ, যেন কারো জন্যে অপেক্ষায়।
如(rú)无(wú)意(yì)外(wài) 我(wǒ)不(bù)离(lí)开(kāi)
যদি কিছু না হয়, আমি আর কোথাও যাবো না।
天(tiān)蓝(lán)如(rú)海(hǎi) 你(nǐ)为(wéi)谁(shuí) 留(liú)白(bái)
ওগো সমুদ্রের মতো নীল আকাশ, তুমি কার তরে বিছিয়েছো তোমার নীল জমিন?
সুপ্রিয় শ্রোতা, আশা করি গানটি আপনাদের ভাল লেগেছে। আজকের কনফুসিয়াস ক্লাসরুম এখানে শেষ হচ্ছে। আগামী বুধবার আবার কথা হবে। ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (স্বর্ণা/এসআর)




