0612xuehanyu
|
খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
*****
ক: শিহাব, গত ক্লাসে চীন ভ্রমণ সম্পর্কে কিছু চীনা বাক্য শিখিয়েছিলাম। এটা কী আপনার প্রথম পেইচিং সফর? এর চীনা ভাষা কী মনে আছে?
খ: হ্যাঁ, মনে আছে, 'জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেই চিং মা?'।
ক: হ্যাঁ, ঠিকই বলছেন, 'জ্য শি নিন তি ই চ্ছ্যি লাই পেই চিং মা'। আর পেইচিংয়ে কী কী দর্শনীয় স্থান আছে, এর চীনা ভাষা কী?
খ: এর চীনা ভাষা হলো 'পেই চিং ইয়ৌ না শিয়ে চিং তিয়েন?' এখানে 'চিং তিয়েন' মানে দর্শনীয় স্থান।
ক: আপনার জানা মতে পেইচিংয়ে কী কী দর্শনীয় স্থান আছে?
খ: অনেক, যেমন মহাপ্রাচীর - ছাং ছেং, নিষিদ্ধ নগরী - কু কুং এবং সামার প্যালেস - ই হ্য ইউয়ান
ক: আচ্ছা, পেইচিংয়ে অনেক দর্শনীয় স্থান আছে। যাওয়ার জন্য আরো কিছু চীনা ভাষা শেখা দরকার। আজকের ক্লাসে আমরা তাহলে চীনে ভ্রমণ সম্পর্কে আরো কিছু চীনা ভাষা শিখবো। কেমন?
খ: খুব ভাল হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
ক: ছিং ওয়েন, পেইচিং জান জেন মা জৌ?
খ: নি খ্য ই জুও তি থিয়ে আর হাও শিয়েন।
ক: জুই চিন ত্য তি থিয়ে জান জাই না লি?
খ: ওয়াং ছিয়েন জৌ সান পাই মি।
**********
ক: পেইচিংয়ে এসে কোথাও যাওয়ার জন্য সাবওয়ে হলো সবচেয়ে সুবিধাজনক যানবাহন। মানুষকে সাবওয়ে দিয়ে চলাচলে উত্সাহিত করার জন্য কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন কোনো যাত্রী একবার সাবওয়ে নেটওয়ার্কে প্রবেশ করে যত খুশি লাইন পরিবর্তন করে যে কোনো গন্তব্যে যেতে পারেন মাত্র দুই ইউয়ান ব্যয়ে। এখন বিমানবন্দর থেকে বিশেষ লাইনও চালু হয়েছে। এ বিশেষ লাইনের ভাড়া অবশ্য দুই ইয়ান নয়; বেশ বেশি।
খ: হ্যাঁ, আমি নিজেও বিভিন্ন লাইনে চড়েছি। সাবওয়েতে অনেক মানুষ চলাচল করে। সেকারণে সেখানে খুব ভিড় হয়, বিশেষ করে সকালে অফিস শুরুর হওয়ার আগে এবং বিকেলে অফিস ছুটির সময়। কিন্তু সাবওয়ে চড়ার সবচেয়ে সুবিধা হলো এখানে কোনো যানজট নেই এবং খরচও খুব কম।
ক: সাবওয়ে দিয়ে যেমন পেইচিং রেল স্টেশনে যাওয়া যায়। আমি যদি একজন ভ্রমণকারী হিসেবে পেইচিং রেল স্টেশনে যেতে চাই, তাহলে কাউকে জিজ্ঞাস করতে পারি, 'ছিং ওয়েন, পেইচিং জান জেন মা জৌ', দয়া করে জিজ্ঞাস করতে পারি কী, পেইচিং রেলওয়ে স্টেশন কীভাবে যাবো। 'ছিন ওয়েন' মানে দয়া করে জিজ্ঞাস করতে পারি কী। 'পেইচিং জান' মানে পেইচিং রেলওয়ে স্টেশন। 'জেন মা' মানে কীভাবে। 'জৌ' মানে যাওয়া। 'ছিং ওয়েন, পেইচিং জান জেন মা জৌ'।
খ: 'ছিং ওয়েন, পেইচিং জান জেন মা জৌ', দয়া করে জিজ্ঞাস করতে পারি কী, পেইচিং রেলওয়ে স্টেশন কীভাবে যাবো। এখানে 'ছিং ওয়েন' মানে দয়া করে জিজ্ঞাস করতে পারি কী। 'পেইচিং জান' মানে পেইচিং রেলওয়ে স্টেশন। 'জেন মা' মানে কীভাবে। 'জৌ' মানে যাওয়া। 'ছিং ওয়েন, পেইচিং জান জেন মা জৌ'।
ক: তুমি সাবওয়ে দুই নম্বর লাইন ধরতে পারো, 'নি খ্য ই জুও তি থিয়ে আর হাও শিয়েন'। তুমি, চীনা ভাষায় বলা হয় 'নি'। সাবওয়ে, চীনা ভাষায় বলা হয় 'তি থিয়ে'। 'লাইন' চীনা ভাষায় বলা হয় 'শিয়ান'। নম্বর, চীনা ভাষায় বলা হয় 'হাও'। লাইন দুই নম্বর, চীনা ভাষায় বলা হয় 'আর হাও শিয়ান'। বসা, চীনা ভাষায় বলা হয় 'জুও'। পারা, চীনা ভাষায় বলা হয় 'খ্য ই'। তুমি সাবওয়ে দুই নম্বর লাইন ধরতে পারো, 'নি খ্য ই জুও তি থিয়ে আর হাও শিয়েন'।
খ: আচ্ছা, চীনা ভাষায় সাবওয়ে ধরার পরিবর্তে সাবওয়ে বসা বলা হয়। 'নি খ্য ই জুও তি থিয়ে আর হাও শিয়েন', তুমি সাবওয়ে দুই নম্বর লাইন ধরতে পারো। এখানে, 'নি' মানে তুমি। 'খ্য ই' মানে পারা। 'জুও' মানে বসা। 'তি থিয়ে' মানে সাবওয়ে। 'আর' মানে দুই। 'হাও' মানে নম্বর। 'শিয়েন' মানে লাইন। 'আর হাও শিয়েন' মানে দুই নম্বর লাইন। 'নি খ্য ই জুও তি থিয়ে আর হাও শিয়েন'।
ক: তাহলে সবচেয়ে কাছের সাবওয়ে স্টেশন কোথায়? 'জুই চিন ত্য তি থিয়ে জান জাই না লি?'। 'সবচেয়ে' চীনা ভাষায় বলা হয় 'জুই'। কাছের, চীনা ভাষায় বলা হয় 'চেন ত্য'। সাবওয়ে, চীনা ভাষায় বলা হয় 'তি থিয়ে'। স্টেশন, চীনা ভাষায় বলা হয় 'জান'। কোথায়, চীনা ভাষায় বলা হয় 'জাই না লি'। 'জুই চিন ত্য তি থিয়ে জান জাই না লি?' সবচেয়ে কাছের সাবওয়ে স্টেশন কোথায়?
খ: 'জুই চিন ত্য তি থিয়ে জান জাই না লি?' সবচেয়ে কাছের সাবওয়ে স্টেশন কোথায়? । 'জুই' মানে সবচেয়ে। 'চিন ত্য' মানে কাছের। 'তি থিয়ে জান' মানে সাবওয়ে স্টেশন। 'জাই না লি' মানে কোথায়। 'জুই চিন ত্য তি থিয়ে জান জাই না লি?'
ক: সামনের দিকে যান তিন শ' মিটার, 'ওয়াং ছিয়েন জৌ সান পাই মি'। সামনের দিকে, চীনা ভাষায় বলা হয় 'ওয়াং ছিয়েন'। যাওয়া, চীনা ভাষায় বলা হয় 'জৌ'। তিন শ', চীনা ভাষায় বলা হয় 'সান পাই'। 'মিটার', চীনা ভাষায় বলা হয় 'মি'। 'ওয়াং ছিয়েন জৌ সান পাই মি', সামনের দিকে যান তিন'শ মিটার।
খ: 'ওয়াং ছিয়েন জৌ সান পাই মি', সামনের দিকে যান তিন'শ মিটার। 'ওয়াং ছিয়েন' মানে সামনের দিকে। 'জৌ' মানে যাওয়া। 'সান পাই মি' মানে তিন'শ মিটার। 'ওয়াং ছিয়েন জৌ সান পাই মি'।
******প্রধান প্রধান বাক্য
ক: ছিং ওয়েন, পেইচিং জান জেন মা জৌ?
খ: নি খ্য ই জুও তি থিয়ে আর হাও শিয়েন।
ক: জুই চিন ত্য তি থিয়ে জান জাই না লি?
খ: ওয়াং ছিয়েন জৌ সান পাই মি।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'তুমি সাবওয়ে দুই নম্বর লাইন ধরতে পারো' চীনায় কীভাবে বলা হয়?
খ: 'তুমি সাবওয়ে দুই নম্বর লাইন ধরতে পারো' চীনায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী বুধবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)