খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
*****
ক: শিহাব, গত ক্লাসে ফোনে আলাপের জন্য আমরা কিছু চীনা বাক্য শিখিয়েছিলাম। ফোন ধরে প্রথমে কী বলতে হয় মনে আছে?
খ: হ্যাঁ, মনে আছে। ফোন ধরার পর প্রথমে বলা হয় 'ওয়েই, নিন হাও'।
ক: হ্যাঁ, ঠিকই বলছেন, 'ওয়েই, নিন হাও'। ফোন করে লি সাহেবের সঙ্গে কথা বলতে চাইলে কী বলতে হয়?
খ: 'লি শিয়ান শেং জাই মা', লি সাহেব আছেন?
ক: বাহ, সব মনে আছে। লি সাহেব আছেন? চীনা ভাষায় বলা হয় 'লি শিয়ান শেং জাই মা'? তিনি কখন ফিরে আসবেন, চীনা ভাষায় কী বলে?
খ: চীনা ভাষায় বলা হয় 'থা শেন মা শি হৌ হুই লাই'।
ক: হ্যাঁ, তিনি কখন ফিরে আসবেন, চীনা ভাষায় বলা হয় 'থা শেন মা শি হৌ হুই লাই'। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে ফোনে আলাপ সম্পর্কে আমরা আরো কিছু চীনা ভাষা শিখিয়ে দেবো। কেমন?
খ: খুব ভাল হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।
******প্রধান প্রধান বাক্য
ক: ওয়েই, নিন হাও, লি শিয়ান শেং জাই মা?
খ: ছিং ওয়েন নিন শি না ওয়েই?
ক: ওয়া শি শিয়াও ওয়াং।
খ: ছিং শাও তেং।
**********
ক: হ্যালো, লি সাহেব আছেন, চীনা ভাষায় বলা হয় 'ওয়েই, নিন হাও, লি শিয়ান শেং জাই মা'। চীনে ফোনে আলাপের আগে, সাধারণত বলা হয় 'ওয়েই, নিন হাও'। তারপর লি সাহেব, চীনা ভাষায় বলা হয় 'লি শিয়ান শেং'। আছে, চীনা ভাষায় বলা হয় 'জাই'। আর 'মা' হলো প্রশ্নবোধক শব্দ। হ্যালো, লি সাহেব আছেন? চীনা ভাষায় বলা হয় 'ওয়েই, নিন হাও, লি শিয়ান শেং জাই মা'?
খ: আচ্ছা, 'ওয়েই, নিন হাও, লি শিয়ান শেং জাই মা'? হ্যালো লি সাহেব কী আছেন? এখানে 'ওয়েই, নিন হাও' মানে হ্যালো। 'লি শিয়ান শেং' মানে লি সাহেব। 'শিয়ান শেং' মানে সাহেব। আর 'জাই' মানে আছে বা থাকা। 'মা' হলো প্রশ্নবোধক শব্দ। 'ওয়েই, নিন হাও, লি শিয়ান শেং জাই মা'?
ক: জিজ্ঞাস করতে পারি আপনি কে? চীনা ভাষায় বলতে পারেন, 'ছিং ওয়েন নিন শি না ওয়েই'। আগে আমরা শিখেছি, কে, চীনা ভাষায় বলা হয় 'শুই'। কিন্তু এখানে 'না ওয়েই' মানে কোন ব্যক্তি। 'না' তৃতীয় টোনে মানে কোন, 'ওয়েই' মানে ব্যক্তি। 'শি' মানে ইংরেজিতে be-এর মতো। 'ছিং ওয়েন' মানে জিজ্ঞাস করতে পারি কী? 'ওয়েন' মানে জিজ্ঞাস করা। 'ছিং ওয়েন নিন শি না ওয়েই', দয়া করে আপনি কোন ব্যক্তি, আপনি কে বলছেন।
খ: যখন কে বলছেন সেটা জানতে চাইলে বলতে পারেন 'নিন শি না ওয়েই', অর্থ হলো আপনি কোন ব্যক্তি, আপনি কে বলছেন। এখানে 'নিন' মানে আপনি, 'শি' মানে ইংরেজীতে be-এর মতো। 'না ওয়েই' মানে কোন ব্যক্তি, কে। 'নিন শি না ওয়েই'? আপনি কে বলছেন?
ক: আমি শিয়াও ওয়াং, 'ওয়া শি শিয়াও ওয়াং'। আগে আমরা শিখিয়েছিলাম, চীনে পারিবারিক পদবীর আগে, বয়স অনুযায়ী, জুনিয়ার বা সিনিয়ার বোঝানোর জন্য 'লাও' এবং 'শিয়াও' যোগ দেওয়া হয়। 'লাও' মানে প্রবীণ বা সিনিয়র, সাধারণত বয়স্ক মানুষের পারিবারিক পদবীর আগে যোগ দেওয়া হয়। আর 'শিয়াও' মানে ছোট, কম বয়সী বা জুনিয়র, সাধারণত কম বয়সের মানুষের পারিবারিক পদবীর আগে যোগ দেওয়া হয়। আমি জুনিয়র ওয়াং, চীনা ভাষায় বলা হয় 'ওয়া শি শিয়াও ওয়াং'।
খ: আচ্ছা, 'শিয়াও' মানে ছোট, এখানে কম বয়সের অর্থ বোঝায়, পারিবারিক পদবীর সঙ্গে যোগ দিলে ইংরেজি সিনিয়র অর্থ বোঝায়। 'শিয়াও ওয়াং' মানে জুনিয়ার ওয়াং। আমি জুনিয়ার ওয়াং, 'ওয়া শি শিয়াও ওয়াং'।
ক: একটু ধরুন, একটু অপেক্ষা করুন, চীনা ভাষায় বলা হয় 'ছিং শাও তেং'। 'ছিং' মানে দয়া করে, 'শাও' মানে একটু, 'তেং' মানে অপেক্ষা করা। একটু ধরুন, 'ছিং শাও তেং'।
খ: 'ছিং শাও তেং', একটু অপেক্ষা করুন বা একটু ধরুন। 'ছিং' মানে দয়া করে, 'শাও তেং' মানে একটু অপেক্ষা করা। 'তেং' মানে অপেক্ষা করা।
******প্রধান প্রধান বাক্য
ক: ওয়েই, নিন হাও, লি শিয়ান শেং জাই মা?
খ: ছিং ওয়েন নিন শি না ওয়েই?
ক: ওয়া শি শিয়াও ওয়াং।
খ: ছিং শাও তেং।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'জিজ্ঞাস করতে পারি কি আপনি কে বলছেন' চীনায় কীভাবে বলা হয়?
খ: 'জিজ্ঞাস করতে পারি কি আপনি কে বলছেন' চীনায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)
চীনা সংস্কৃতি: মোবাইলের গল্প
সুপ্রিয় শ্রোতা, মোবাইল ফোন এখন খুব সাধারণ টেলিযোগাযোগ যন্ত্র হয়ে উঠেছে। চীনে এখন প্রায় প্রত্যেক মানুষের হাতে একটি মোবাইল আছে। মোবাইল ফোন এখন চীনা মানুষের দৈন্যদিন জীবনের সঙ্গে এতো ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে, এটি ছাড়া কীভাবে থাকা যায় তাও অনেকের জন্য একটি প্রশ্ন হয়ে উঠেছে। আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে মোবাইল-ফোন ব্যবহার সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি***। তা চিয়া হাও!
চীনা মানুষের মোবাইল ফোনের রিং টোন খুব বৈচিত্রময়। মানুষ নিজের নিজস্ব বৈশিষ্ট দেখানোর জন্য মাঝে মাঝে খুব মজার রিং টোন বেছে নেয় কিংবা নিজেই তৈরি করে। আমার এমন একটি অভিজ্ঞতা ছিল। একদিন আমি ছুটি নিয়ে দূরপাল্লার বাসে করে বাইরে বেড়াতে গিয়েছিলাম। দূপুরের দিকে প্রায় সব পর্যটক বাসে ঘুমিয়ে পড়েছিল। আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক সেই সময় একজন মানুষের চিত্কার কানে আসে, 'চোর, চোর, চোর ধরো! চোর আমার মোবাইল চুরি করছে' এ আওয়াজ শুনে হঠাত্ আমার ঘুম ভেঙে গেছে। তারপর উঠে চারদিকে খুঁজি। বোঝার চেষ্টা করি কে চোর, কার মোবাইল চুরি করছে। কিন্তু চারপাশের পর্যটক সবাই শান্তিতে ঘুমাচ্ছে, কেউ উঠেনি, বা চোর ধরার চেষ্টাও করেনি। আমি তখন ভাবছিলাম, ঘটনা কী, স্বপ্ন দেখেছি না কি। ঠিক সেই সময়, আওয়াজটি আবার শুরু হয়, আগের চেয়ে বেশি জোরে। তখন সামনের পর্যটক ঘুম থেকে উঠে তার মোবাইল বের করেন। তারপর বুঝতে পারি, এ আওয়াজটি তার মোবাইল ফোনের রিং টোন।
চীনে এসএমএস বা শর্ট মেসেজ বিনিময় খুব জনপ্রিয়। কোনো লোক-সমাবেশে গেলে দেখতে পাবেন, অনেকে মাথা নিচু করে হাতের মধ্যে মোবাইলে এসএমএস দেখছে বা পাঠাচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোতে মানুষ সাধারণত সরাসরি ফোনে আলাপ করে, এসএমএস খুব কম পাঠায়। এক পরিসংখ্যান থেকে দেখা গেছে, একজন আমেরিকান এক বছরে যত এসএমএস পাঠায়, একজন চীনা মাত্র ৭ দিনে ততগুলো এসএমএস। এটাও সংস্কৃতির সঙ্গে জড়িত। চীনা সংস্কৃতি একটু সংরক্ষিত ধরনের। তাই এখানকার মানুষ সরাসরি ফোনে কথা বলার তুলনায় এসএমএস পাঠানোকে সুবিধাজনক মনে করে।
সুপ্রিয় শ্রোতা, এই হলো মোবাইল-ফোন ব্যবহার সম্পর্কিত কিছু তথ্য। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আগামী আসরে আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)