Web bengali.cri.cn   
পাঠ-৪১ তুমি কী ফল কিনতে চাও?
  2013-03-20 20:17:21  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

*****

ক: শিহাব, গত ক্লাসে শাকসবজি কেনা সম্পর্কিত কিছু চীনা ভাষা শিখিয়েছিলাম, মনে আছে? টমেটো আর বেগুনের চীনা নাম কী?

খ: টমেটোর চীনা নাম হলো 'সি হোং শি', আর বেগুন হলো 'ছিয়ে জি'।

ক: হ্যাঁ, ঠিক। তাহলে টমেটো এক চিন কত টাকা, এর চীনা ভাষা কী?

খ: 'সি হোং শি ই চিন তুও শাও ছিয়ান', তাই না?

ক: হ্যাঁ, 'সি হোং শি ই চিন তুও শাও ছিয়ান'। খুব ভাল, শিহাব। তাহলে আজকের ক্লাসে ফল কেনার শব্দ ও বাক্যগুলো শিখিয়ে দেবো, কেমন?

খ: হ্যাঁ, খুব ভাল হয় তাহলে। আসুন প্রথমে শুনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: নি ইয়াও মাই শেন মা শুই কুও?

খ: ফিং কুও তুও শাও ছিয়ান ই চিন?

ক: ফিং কুও শি খুয়াই ছিয়ান ই চিন।

খ: সি কুয়া না?

ক: সি কুয়া উ খুয়াই ছিয়ান ই চিন।

খ: ওয়া ইয়াও লিয়াং চিন ফিং কুও, ই ক্য সি কুয়া।

ক: ই কুং সি শি উ খুয়াই।

ক: গত ক্লাসে শিখিয়েছিলাম, তুমি কী সবজি কিনতে চাও - তার চীনা ভাষা হলো 'নি ইয়াও মাই শেন মা শু ছাই'। 'ইয়াও' মানে চাওয়া, 'মাই' মানে কেনা, 'শেন মা' মানে কী, 'শু ছাই' মানে শাকশবজি। তাই যদি জিজ্ঞাস করতে চান, তুমি কী ফল কিনতে চাও, তাহলে বলতে পারেন, 'নি ইয়াও মাই শেন মা শুই কুও'। ফল, চীনা ভাষায় বলা হয় 'শুই কুও'।

খ: আচ্ছা, তুমি কী ফল কিনতে চাও, চীনা ভাষায় বলা হয় 'নি ইয়াও মাই শেন মা শুই কুও'। 'মাই' মানে কেনা, 'শেন মা' মানে কী, 'শুই কুও' মানে ফল।

ক: গত ক্লাসে শিখিয়েছিলাম, চীনের নিজস্ব ওজন ইউনিট 'চিন'। এক 'চিন' মানে ৫০০ গ্রাম, আধা কেজি। আপনি যদি আপেলের দাম জানতে চান, তাহলে বলতে পারেন, 'ফিং কুও তুও শাও ছিয়ান ই চিন'? আপেল, চীনা ভাষায় বলা হয় 'ফিং কুও'। কত দাম, চীনা ভাষা বলা হয় 'তুও শাও ছিয়ান'।

খ: 'ফিং কুও তুও শাও ছিয়ান ই চিন', মানে আধা কেজি টমেটো দাম কত? 'ফিং কুও' মানে আপেল, 'তুও শাও ছিয়ান' মানে কত দাম, 'ই চিন' মানে আধা কেজি। 'ফিং কুও তুও শাও ছিয়ান ই চিন', আধা কেজি আপেল দাম কত?

ক: আধা কেজি আপেল দশ ইউয়ান, এর চীনা ভাষা বলা হয় 'ফিং কুও শি খুয়াই ছিয়ান ই চিন'। 'শি খুয়াই ছিয়ান' মানে দশ ইউয়ান, মৌখিক ভাষায় 'ইউয়ান'-এর চেয়ে 'খুয়াই' বেশি ব্যবহৃত হয়। 'ফিং কুও শি খুয়াই ছিয়ান ই চিন'।

খ: 'ফিং কুও শি খুয়াই ছিয়ান ই চিন', আধা কেজি আপেল দশ ইউয়ান। এখানে 'খুয়াই' এবং ইউয়ান একই অর্থ। 'ফিং কুও' মানে আপেল, 'শি খুয়াই ছিয়ান' মানে দশ ইউয়ান।

ক: আর তরমুজ? চীনা ভাষায় বলা হয় ' শি কুয়া না'। তরমুজ, তার চীনা ভাষা হলো 'শি কুয়া'।

খ: আচ্ছা, এবার তরমুজের দাম জিজ্ঞাস করতে চাইলে সংক্ষেপে বলা যায়, 'শি কুয়া না'। তরমুজের চীনা প্রতিশব্দ হলো 'শি কুয়া'।

ক: তরমুজের দাম আধা কেজে পাঁচ ইউয়ান, তার চীনা ভাষা বলা হয় 'শি কুয়া উ খুয়াই ই চিন'। 'শি কুয়া' মানে তরমুজ, 'উ খুয়াই' মানে পাঁচ ইউয়ান।

খ: আচ্ছা, 'শি কুয়া উ খুয়াই ই চিন', মানে তরমুজ এক 'চিন' পাঁচ ইউয়ান। 'শি কুয়া' মানে তরমুজ, 'উ খুয়াই' মানে পাঁচ ইউয়ান, 'ই চিন' মানে এক চিন, অর্থাত আধা কেজি।

ক: আমি দুই চিন আপেল আর একটি তরমুজ চাই। আপেল, চীনা ভাষায় বলা হয় 'ফিং কুও', আর তরমুজের চীনা প্রতিশব্দ হলো 'সি কুয়া'। দুই চিন আপেল, চীনা ভাষায় বলা হয় 'লিয়াং চিন ফিং কুও', আর একটি তরমুজ, চীনা ভাষা বলা হয় 'ই ক্য সি কুয়া'। আমি চাই, চীনা ভাষা বলা হয় 'ওয়া ইয়াও'। তাই পুরো বাক্য বলা হয় 'ওয়া ইয়াও লিয়াং চিন ফিং কুও, ই ক্য সি কুয়া'।

খ: আচ্ছা, এ বাক্যটি একটু লম্বা। আমরা ভেঙে ভেঙে বলবো। প্রথমে আপেল, চীনা ভাষায় বলা হয় 'ফিং কুও', আর তরমুজের চীনা প্রতিশব্দ হলো 'সি কুয়া'। দুই চিন আপেল, চীনা ভাষা বলা হয় 'লিয়াং চিন ফিং কুও', আর একটি তরমুজ, চীনা ভাষা বলা হয় 'ই ক্য সি কুয়া'। আমি চাই, চীনা ভাষা বলা হয় 'ওয়া ইয়াও'। তাই পুরো বাক্যটি হলো 'ওয়া ইয়াও লিয়াং চিন ফিং কুও, ই ক্য সি কুয়া'।

ক: তাহলে কত টাকা দিতে হবে? মোট দিতে হবে পঁয়তাল্লিশ ইউয়ান। 'ই কুং সি শি উ খুয়াই', মোট পঁয়তাল্লিশ ইউয়ান। 'ই কুং' মানে মোট, 'সি শি উ খুয়াই' মানে পঁয়তাল্লিশ ইউয়ান। 'ই কুং সি শি উ খুয়াই', মোট পঁয়তাল্লিশ ইউয়ান।

খ: 'ই কুং সি শি উ খুয়াই', মোট পঁয়তাল্লিশ ইউয়ান। 'ই কুং' মানে মোট, 'সি শি উ খুয়াই' মানে পঁয়তাল্লিশ ইউয়ান। 'ই কুং সি শি উ খুয়াই', মোট পঁয়তাল্লিশ ইউয়ান।

******প্রধান প্রধান বাক্য

ক: নি ইয়াও মাই শেন মা শুই কুও?

খ: ফিং কুও তুও শাও ছিয়ান ই চিন?

ক: ফিং কুও শি খুয়াই ছিয়ান ই চিন।

খ: সি কুয়া না?

ক: সি কুয়া উ খুয়াই ছিয়ান ই চিন।

খ: ওয়া ইয়াও লিয়াং চিন ফিং কুও, ই ক্য সি কুয়া।

ক: ই কুং সি শি উ খুয়াই।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রশ্ন হলো 'এক চিন আপেলের দাম কত' চীনা ভাষায় কী বলতে হয়?

খ: 'এক চিন আপেলের দাম কত' চীনা ভাষায় কীভাবে বলা হয় তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক