খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
ক: গত কয়েকটি ক্লাস ধরে আমরা রেস্তোঁরা সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়েছি। আজকের ক্লাসে আমরা বাজারে কেনাকাটা সম্পর্কিত কিছু চীনা ভাষা শেখাবো। কেমন?
খ: আচ্ছা, খুব ভাল হয়। খাবার নিয়ে অনেক কথা শিখলাম, এবার কেনাকাটা সম্পর্কিত চীনা ভাষা শেখা যাক।
ক: কেনাকাটার বিষয়েও অনেক ব্যবহৃত চীনা ভাষা আছে, আমরা আস্তে আস্তে শিখবো। প্রথমে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।
******প্রধান প্রধান বাক্য
ক: নি ইয়াও মাই শেন মা?
খ: ওয়া ইয়াও মাই শু ছাই।
ক: নি ইয়াও মাই শেন মা?
খ: ওয়া ইয়াও মাই শুই কুও।
ক: নি ইয়াও মাই শেন মা?
খ: ওয়া ইয়াও মাই রো।
**********
ক: সুপার মার্কেটে গিয়ে জিনিসপত্র কিনতে আমার খুব ভাল লাগে, বিশেষ করে খাবার জিনিসগুলো কিনতে। তখন মনে হয় সব খাবার যদি আমি নিয়ে যেতে পারতাম তাহলে ভাল হতো।
খ: সবারই সেই ইচ্ছে হয়, কিন্তু রাখার জায়গা কোথায়?
ক: আমি শুধু ইচ্ছের কথা বলছি। আর আপনি খেয়াল করেছেন, আপনি যদি লাঞ্চ বা ডিনার করার আগে সুপারমার্কেটে যান, তাহলে অজ্ঞাতে অনেক বেশি খাবার কেনা হয়ে যায়। আর যদি ভর পেটে সেখানে যান, তাহলে আপনার পকেটের টাকা সাশ্রয় হয়।
খ: তাই তো, আগে আমি এটা কখনো খেয়াল করিনি। আসলে তাই। কারণ ক্ষুধা পেটে কেনাকাটা করতে গেলে সব খাবার দেখেই কেনার ইচ্ছা হয়। ক্ষুধা মেটানোর পর আর তেমন বেশি আগ্রহ থাকে না।
ক: শ্রোতাদের তাহলে আমরা একটি পরামর্শ দেই। আপনারা যদি টাকা সাশ্রয় করতে চান তবে পেট ভরে খাওয়ার পর সুপারমার্কেটে যাবেন।
খ: আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করা যাক।
ক: হ্যাঁ, অবশ্যই। বাজারে গিয়ে দোকানিকে জানাতে হবে কী কিনতে চান। তুমি কী কিনতে চাও, চীনা ভাষায় বলা হয় 'নি ইয়াও মাই শেন মা'? 'ইয়াও' আমরা আগে শিখেছি, মানে চাওয়া, 'মাই' মানে কেনা, 'শেন মা' মানে কী। তুমি কি কিনতে চাও, 'নি ইয়াও মাই শেন মা'?
খ: 'নি ইয়াও মাই শেন মা', তুমি কী কিনতে চাও। 'ইয়াও' মানে চাওয়া, আমি চাই-'ওয়া ইয়াও', তুমি চাও-'নি ইয়াও', সে চায়-'থা ইয়াও'। দেখুন, চীনা ভাষা কত সহজ, কর্তার পরিবর্তনের কারণে ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। 'মাই' মানে কেনা, 'শেন মা' মানে কী। 'নি ইয়াও মাই শেন মা', তুমি কী কিনতে চাও।
ক: আমি শাকসবজি কিনতে চাই, 'ওয়া ইয়াও মাই শু ছাই'। শাকসবজি, চীনা ভাষায় বলা হয় 'শু ছাই'। 'ওয়া ইয়াও মাই' মানে আমি কিনতে চাই। 'ওয়া ইয়াও মাই শু ছাই', আমি শাকসবজি কিনতে চাই।
খ: 'ওয়া ইয়াও মাই শু ছাই', আমি শাকসবজি কিনতে চাই। এখানে শাকসবজি চীনা ভাষায় বলা হয় 'শু ছাই', 'ওয়া ইয়াও মাই' মানে আমি কিনতে চাই। কী কিনতে চাই? শাকসবজি, 'শু ছাই'। 'ওয়া ইয়াও মাই শু ছাই'।
ক: 'নি ইয়াও মাই শেন মা', শিহাব?
খ: আমি ফল কিনতে চাই। ফলকে কী বলা হয়?
ক: ফল, চীনা ভাষায় বলা হয় 'শুই কুও'। আমি ফল কিনতে চাই, 'ওয়া ইয়াও মাই শুই কুও'। 'শুই কুও' ফল, 'ওয়া ইয়াও মাই' মানে আমি কিনতে চাই। আমি ফল কিনতে চাই, 'ওয়া ইয়াও মাই শুই কুও'।
খ: আচ্ছা, ফল, চীনা ভাষায় বলা হয় 'শুই কুও', আমি ফল কিনতে চাই, 'ওয়া ইয়াও মাই শুই কুও'। 'নি ইয়াও মাই শেন মা', স্বর্ণা?
ক: আমি মাংস কিনতে চাই। মাংস, চীনা ভাষায় বলা হয় 'রো'। 'ওয়া ইয়াও মাই রো', আমি মাংস কিনতে চাই।
খ: আচ্ছা, আমি মাংস কিনতে চাই, তার চীনা ভাষা বলা হয় 'ওয়া ইয়াও মাই রো'। মাংস, চীনা ভাষায় বলা হয় 'রো'। 'ওয়া ইয়াও মাই' মানে আমি কিনতে চাই। 'ওয়া ইয়াও মাই রো', আমি মাংস কিনতে চাই।
******প্রধান প্রধান বাক্য
ক: নি ইয়াও মাই শেন মা?
খ: ওয়া ইয়াও মাই শু ছাই।
ক: নি ইয়াও মাই শেন মা?
খ: ওয়া ইয়াও মাই শুই কুও।
ক: নি ইয়াও মাই শেন মা?
খ: ওয়া ইয়াও মাই রো।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'তুমি কী কিনতে চাও' চীনা ভাষায় কীভাবে বলা হয়?
খ: 'তুমি কী কিনতে চাও' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে আমাদের ইমেল পাঠাতে পারেন। আমাদের দুইটা ইমেল ঠিকানায় হচ্ছে: yangweiming@cri.com.cn, আর ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)