Web bengali.cri.cn   
পাঠ-৩৪ তুমি কোথায় পড়াশোনা করো?
  2013-01-23 18:31:46  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

ক: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আবার জানিয়ে দিচ্ছি। ডিসেম্বর মাসের শেষ অনুষ্ঠান, অর্থাত্ ২৯ ডিসেম্বরের অনুষ্ঠানে আমরা আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ভাগ্যবান ১৫জন শ্রোতার নাম ঘোষণা করবো। আশা করি, যারা এ অনুষ্ঠান নিয়মিত শুনছেন তারা প্রতিটি অনুষ্ঠানের শেষ দিকে দেওয়া প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন ইমেলের মাধ্যমে।

খ: ইমেলের টাইটেলে লিখে দিতে হবে অনুষ্ঠানের নাম - কনফুসিয়াস ক্লাসরুম। ইমেলে স্পষ্টভাবে লিখতে হবে আপনার মেল ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বর, যাতে আমরা উপহার পৌঁছাতে পারি আপনাদের কাছে। আচ্ছা, স্বর্ণা, আজকের ক্লাসে কী শিখাবেন?

ক: গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম, তুমি কোথায় কাজ করো। আর আজকের ক্লাসে শিখাবো, তুমি কোথায় পড়াশোনা করো।

খ: আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান।

ক: হ্যাঁ, এখনই শুরু করছি। প্রথমে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: নি জাই না লি শাং শুয়ে?

খ: ওয়া জাই দা খা দা শুয়ে শাং শুয়ে। নি না?

ক: ওয়া জাই পেইচিং তা শুয়ে শাং শুয়ে।

**********

ক: শিহাব আপনি কোথায় পড়াশোনা করেছিলেন?

খ: আমি পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আপনি?

ক: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা শিখেছি। শিহাব আপনি খেয়াল করেছেন, দু'জন মানুষ আলাপ করার সময় যদি দেখা যায় যে, তারা আসলে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, তাহলে কিছুটা আপন আপন অনুভূতি হয় এবং অবশ্যই অনেক বিষয় নিয়ে আলাপ করা যায়। তাই না?

খ: হ্যাঁ, অবশ্যই, একই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে থাকলে তা নিয়ে খুব তাড়াতাড়ি দু'জন অপরিচিত মানুষের মধ্যেও কিছু আলাপ করার মতো বিষয় চলে আসে।

ক: তাই আমরা এখন শিখাবো চীনা ভাষা এ কথা কীভাবে বলা হয়।

খ: আচ্ছা, খুব ভাল হয়।

ক: গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম, তুমি কোথায় কাজ করো, তার চীনা ভাষা হল, 'নি জাই না লি কুং জুও'। আর পড়াশোনা করা, তার চীনা ভাষায় হলো 'শাং শুয়ে'। আর তুমি কোথায় পড়াশোনা করো, চীনা ভাষায় বলা হয়, 'নি জাই না লি শাং শুয়ে'।

খ: আচ্ছা, পড়াশোনার চীনা ভাষা হলো 'শাং শুয়ে'। আর তুমি কোথায় পড়াশোনা করো, চীনা ভাষায় বলা হয়, 'নি জাই না লি শাং শুয়ে'। 'নি' মানে তুমি, 'জাই না লি' মানে কোথায়, 'শাং শুয়ে' মানে পড়াশোনা করা। 'নি জাই না লি শাং শুয়ে', তুমি কোথায় পড়াশোনা করো।

ক: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তার চীনা ভাষা হলো 'ওয়া জাই দা খা দা শুয়ে শাং শুয়ে'। 'ঢাকা'র চীনা ভাষায় হলো 'দা খা', আর বিশ্ববিদ্যালয়-এর চীনা ভাষা হলো 'দা শুয়ে'। ঢাকা বিশ্ববিদ্যালয়, 'দা খা দা শুয়ে'। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তার চীনা ভাষা হলো 'ওয়া জাই দা খা দা শুয়ে শাং শুয়ে'।

খ: আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তার চীনা ভাষা হলো 'ওয়া জাই দা খা দা শুয়ে শাং শুয়ে'। 'ওয়া' মানে আমি, 'জাই' মানে ইংরেজিতে at বা in এর মতো। 'দা খা' মানে ঢাকা, আর 'দা শুয়ে' মানে বিশ্ববিদ্যালয়। 'ওয়া জাই দা খা দা শুয়ে শাং শুয়ে'।

ক: উত্তর দেওয়ার পর আপনি উল্টো জিজ্ঞাস করতে পারেন, 'নি না?', মানে তুমি?

খ: আচ্ছা, এটা আগে শিখেছিলাম, 'নি না', আর তুমি?

ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অবস্থানে আছে পেইচিং বিশ্ববিদ্যালয়। পেইচিং বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা হলো 'পেইচিং দা শুয়ে'। আমি পেইচিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, চীনা ভাষায় বলতে পারেন, 'ওয়া জাই পেইচিং দা শুয়ে শাং শুয়ে'।

খ: আচ্ছা, 'ওয়া জাই পেইচিং দা শুয়ে শাং শুয়ে', আমি পেইচিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। 'ওয়া' মানে আমি, 'জাই' মানে ইংরেজিতে at বা in এর মতো। 'পেইচিং দা শুয়ে' মানে পেইচিং বিশ্ববিদ্যালয়। 'শাং শুয়ে' মানে পড়াশোনা করা। 'ওয়া জাই পেইচিং দা শুয়ে শাং শুয়ে'।

******প্রধান প্রধান বাক্য

ক: নি জাই না লি শাং শুয়ে?

খ: ওয়া জাই দা খা দা শুয়ে শাং শুয়ে। নি না?

ক: ওয়া জাই পেইচিং তা শুয়ে শাং শুয়ে।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'তুমি কোথায় পড়াশোনা করো' চীনা ভাষায় কীভাবে বলা হয়?

খ: 'তুমি কোথায় পড়াশোনা করো' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে আমাদের ইমেল পাঠাতে পারেন। আমাদের দুইটা ইমেল ঠিকানায় হচ্ছে: yangweiming@cri.com.cn, আর ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক