Web bengali.cri.cn   
পাঠ-৩৩ রেস্তোঁরায় অর্ডার দেওয়া
  2013-01-16 17:24:16  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

*****

ক: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আবার জানিয়ে দিচ্ছি। আমরা ডিসেম্বর মাসের শেষ অনুষ্ঠান, অর্থাত্ ২৯ ডিসেম্বরের অনুষ্ঠানে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ভাগ্যবান ১৫জন শ্রোতার নাম ঘোষণা করবো। আশা করি, যারা এ অনুষ্ঠান নিয়মিত শুনছেন তারা প্রতিটি অনুষ্ঠানের শেষ দিকে দেওয়া প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন ইমেলের মাধ্যমে।

খ: ইমেলের টাইটেলে লিখে দিতে হবে অনুষ্ঠানের নাম - কনফুসিয়াস ক্লাসরুম। ইমেলে স্পষ্টভাবে লিখতে হবে আপনার মেল ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বর, যাতে আমরা উপহার পৌঁছাতে পারি আপনাদের কাছে। আচ্ছা, স্বর্ণা, আজকের ক্লাসে কী শিখাবেন?

ক: আগে আমরা শিখিয়েছিলাম 'তুমি কী চাকরি করো' সেটা চীনা ভাষা কীভাবে বলা হয়। আজকের ক্লাসে শিখাবো 'তুমি কোথায় কাজ করো' এর চীনা ভাষা কী। প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: নি জাই না লি কুং জুও?

খ: ওয়া জাই মেই থি কুং জুও।

ক: থা জাই না লি কুং জুও?

খ: থা জাই ইন হাং কুং জুও।

ক: থা না?

খ: থা জাই ওয়াই ছি কুং জুও।

**********

ক: শিহাব, মনে আছে, তুমি কী চাকরি করো, চীনা ভাষায় কী বলা হয়?

খ: হ্যাঁ, মনে আছে, 'নি জুও শেন মা কুং জুও'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'নি জুও শেন মা কুং জুও' । এখানে 'নি' মানে তুমি, 'জুও' মানে করা, 'শেন মা' মানে কী, আর 'কুং জুও' মানে কাজ বা চাকরি।

খ: আমি যদি জানতে চাই 'তুমি কোথায় কাজ করো', তাহলে চীনা ভাষায় কী বলতে হয়?

ক: তাহলে বলতে পারেন, 'নি জাই না লি কুং জুও'। 'নি' মানে তুমি, 'জাই'এর অর্থ ইংরেজি at এর মতো, 'না লি' মানে কোথায়, 'কুং জুও' মানে কাজ করা বা চাকরি করা।

খ: 'নি জাই না লি কুং জুও', তুমি কোথায় কাজ করো। 'নি' মানে তুমি, 'জাই'এর অর্থ ইংরেজি at এর মতো, 'না লি' মানে কোথায়, 'কুং জুও' মানে কাজ করা বা চাকরি করা।

ক: উত্তর দেওয়ার সময় আপনি বলতে পারেন, আমি সংবাদমাধ্যমে কাজ করি। 'সংবাদমাধ্যম'-এর চীনা প্রতিশব্দ হলো 'মেই থি'। 'ওয়া জাই মেই থি কুং জুও', আমি সংবাদমাধ্যমে কাজ করি।

খ: আচ্ছা, 'ওয়া জাই মেই থি কুং জুও', 'ওয়া' মানে আমি, 'জাই' এর অর্থ ইংরেজি at এর মতো, 'মেই থি' মানে সংবাদমাধ্যম, 'কুং জুও' মানে কাজ করা।

ক: আর যদি জানতে চান সে কোথায় কাজ করে, তাহলে চীনা ভাষায় বলতে পারেন, 'থা জাই না লি কুং জুও'। 'থা' মানে তিনি বা সে, 'জাই না লি' কোথায়, 'কুং জুও' কাজ করে। 'থা জাই না লি কুং জুও'।

খ: 'থা জাই না লি কুং জুও', সে কোথায় কাজ করে । 'থা' মানে তিনি বা সে, 'জাই না লি' কোথায়, 'কুং জুও' কাজ করে। 'থা জাই না লি কুং জুও'।

ক: সে কাজ করছে ব্যাংকে, 'থা জাই ইন হাং কুং জুও'। ব্যাংক-কে চীনা ভাষায় বলা হয় 'ইন হাং', 'থা' মানে সে বা তিনি, 'জাই ইন হাং' মানে ব্যাংকে, 'কুং জুও' মানে কাজ করা।

খ: বাহ, ব্যাংকে কাজ করা তো খুব ভাল চাকরি। ব্যাংক-কে চীনা ভাষায় বলা হয় 'ইন হাং', 'থা' মানে সে বা তিনি, 'জাই ইন হাং' মানে ব্যাংকে, 'কুং জুও' মানে কাজ করা। 'থা জাই ইন হাং কুং জুও'।

ক: হ্যাঁ, ব্যাংকে কাজ করা খুব ভাল। আরেকটি জায়গায় কাজ করাও খুব ভাল, সেটা হলো বিদেশি কোম্পানিতে। বিদেশি কোম্পানি-কে চীনা ভাষায় বলা হয় 'ওয়াই ছি'। বাংলাদেশেও অবশ্যই অনেক বিদেশি কোম্পানি আছে, তাই না শিহাব? বাংলাদেশে বিদেশি কোম্পানিতে কাজ করার বিষয়টি মানুষ কীভাবে দেখে?

খ: আপনি যদি বহুজাতিক কোম্পানির কথা বলে থাকেন, তাহলে বলার অপেক্ষা রাখে না সেখানকার চাকরিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হয় বাংলাদেশে। কারণে সেখানে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা যেমন ভাল, তেমনি সামাজিক মর্যাদাও ভাল। আর অন্য বিদেশি কোম্পানির চাকরিকেও বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় কোম্পানির চাকরির চেয়ে ভাল মনে করা হয়।

ক: আচ্ছা, বুঝতে পেরেছি। সে বিদেশি কোম্পানিতে কাজ করে - এর চীনা ভাষা হলো 'থা জাই ওয়াই ছি কুং জুও'। 'থা' মানে তিনি বা সে, 'জাই ওয়া ছি' মানে বিদেশি কোম্পানিতে, 'কুং জুও' মানে কাজ করা। 'থা জাই ওয়াই ইয়ু কুং জুও', সে বিদেশি কোম্পানিতে কাজ করে।

খ: 'থা জাই ওয়াই ছি কুং জুও', সে বিদেশি কোম্পানিতে কাজ করে। 'থা' মানে তিনি বা সে, 'জাই ওয়াই ছি' মানে বিদেশি কোম্পানিতে, 'কুং জুও' মানে কাজ করা।

******প্রধান প্রধান বাক্য

ক: নি জাই না লি কুং জুও?

খ: ওয়া জাই মেই থি কুং জুও।

ক: থা জাই না লি কুং জুও?

খ: থা জাই ইন হাং কুং জুও।

ক: থা না?

খ: থা জাই ওয়াই ছি কুং জুও।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'তুমি কোথায় কাজ করো' চীনা ভাষায় কীভাবে বলা হয়?

খ: 'তুমি কোথায় কাজ করো' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক