খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
*****
ক: সুপ্রিয় শ্রোতা, গত কয়েক ক্লাসে আমরা শিখেছি, অসুস্থ হলে কী বলতে হয়। আজকের ক্লাসে আমরা একটু পর্যালোচনা করি।
খ: হ্যাঁ, অবশ্যই। তাহলে প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।
******প্রধান প্রধান বাক্য
ক: নি জেন মা লা?
খ: ওয়া ইয়ো তিয়েন থো থেং।
ক: থা জেন মা লা?
খ: থা শুয়াই শাং লা।
ক: থা দেই ছু ই ইউয়ান।
খ: ই ইউয়ান জাই না লি?
ক: চিউ জাই ছিয়েন মিয়ান।
**********
ক: শিহাব, মনে আছে, তোমার কী হয়েছে, চীনা ভাষায় কী বলা হয়?
খ: হ্যাঁ, মনে আছে, 'নি জেন মা লা'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন। 'নি জেন মা লা' মানে তোমার কী হয়েছে। 'নি' মানে তুমি, 'জেন মা লা' মানে কী হয়েছে। 'নি জেন মা লা', তোমার কী হয়েছে।
খ: আমার একটু মাথা ব্যাথা করছে, 'ওয়া ইয়ো তিয়েন থো থেং'। 'ওয়া' মানে আমি, 'ইয়ো তিয়েন' মানে একটু আছে, 'থো থেং' মানে মাথাব্যাথা। 'ওয়া ইয়ো তিয়েন থো থেং', আমার একটু মাথা ব্যাথা করছে।
ক: আমার একটু মাথা ব্যাথা করছে, 'ওয়া ইয়ো তিয়েন থো থেং'। 'ইয়ো তিয়েন' মানে একটু আছে। 'থো থেং' মানে মাথাব্যাথা। 'ওয়া ইয়ো তিয়েন থো থেং', আমার একটু মাথা ব্যাথা করছে।
খ: আর তার কী হয়েছে কীভাবে বলা হয়?
ক: তার কী হয়েছে, 'থা জেন মা লা'। তিনি বা সে চীনা ভাষায় বলা হয় 'থা'। কী হয়েছে, চীনা ভাষায় বলা হয় 'জেন মা লা'। 'থা জেন মা লা', তার কী হয়েছে।
খ: আচ্ছা, তার কী হয়েছে, চীনা ভাষায় বলা হয় 'থা জেন মা লা'। 'থা' মানে তিনি, বা সে। 'থা জেন মা লা', তার কী হয়েছে।
ক: সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, 'থা শুয়াই শাং লা'। 'শুয়াই' মানে পড়ে যাওয়া, 'শাং' মানে আঘাত পাওয়া। 'থা শুয়াই শাং লা', সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।
খ: সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, চীনা ভাষায় বলা হয় 'থা শুয়াই শাং লা'। 'শুয়াই' মানে পড়ে যাওয়া, 'শাং' মানে আঘাত পাওয়া। 'থা শুয়াই শাং লা' , সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।
ক: তাকে হাসপাতালে যেতে হবে। 'যেতে হবে' চীনা ভাষায় কী বলা হয় মনে আছে?
খ: হ্যাঁ, 'দেই ছু' মানে যেতে হবে।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন। 'থা দেই ছু ই ইউয়ান', তাকে হাসপাতালে যেতে হবে। 'থা' মানে তিনি, সে। 'দেই ছু' মানে যেতে হবে, 'ই ইউয়ান' মানে হাসপাতাল। 'থা দেই ছু ই ইউয়ান' তাকে হাসপাতালে যেতে হবে।
খ: তাকে হাসপাতালে যেতে হবে, চীনা ভাষায় বলা হয় 'থা দেই ছু ই ইউয়ান'। 'থা' মানে তিনি, সে। 'দেই ছু' মানে যেতে হবে, 'ই ইউয়ান' মানে হাসপাতাল।
ক: আচ্ছা, হাসপাতালে যেতে হবে, কিন্তু হাসপাতাল কোথায়? 'ই ইউয়ান জাই না লি'। 'ই ইউয়ান' মানে হাসপাতাল, 'জাই না লি' মানে কোথায়।
খ: হাসপাতাল কোথায়, চীনা ভাষায় বলা হয় 'ই ইউয়ান জাই না লি'। 'ই ইউয়ান' মানে হাসপাতাল, 'জাই না লি' মানে কোথায়।
ক: ঠিক সামনেই, 'চিউ জাই ছিয়ান মিয়ান'। 'চিউ' মানে ঠিক, 'জাই' মানে at , 'ছিয়ান মিয়ান' মানে সামনে।
খ: 'চিউ জাই ছিয়ান মিয়ান', ঠিক সামনেই। 'চিউ' মানে ঠিক, 'জাই' মানে at , 'ছিয়ান মিয়ান' মানে সামনে।
******প্রধান প্রধান বাক্য
ক: নি জেন মা লা?
খ: ওয়া ইয়ো তিয়েন থো থেং।
ক: থা জেন মা লা?
খ: থা শুয়াই শাং লা।
ক: থা দেই ছু ই ইউয়ান।
খ: ই ইউয়ান জাই না লি?
ক: চিউ জাই ছিয়েন মিয়ান।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'তোমার কী হয়েছে' চীনা ভাষায় কীভাবে বলা হয়?
খ: 'তোমার কী হয়েছে' - চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)