চীনে কুংফুর আরেকটি নাম আছে। সেটি হলো 'উ শু'। ইংরেজিতে এটাকে বলা হয় 'মার্শাল আর্টস'। চীনে 'উ শুর অনেক সম্প্রদায় আছে। কিন্তু এর উদ্ভব মূলত শরীরচর্চা ও আত্মরক্ষার জন্য।
'উ শুর ইতিহাস কয়েক হাজার বছরের। এবং কিছু কিছু 'উ শু' আবার চিকিত্সার পদ্ধতিও। যেমন চীনের প্রাচীনকালে সুবিখ্যাত চিকিত্সক হুয়া থুও পাঁচটি পশুপ্রাণীর কর্ম অনুসারে 'উ ছিন শি' নামক এক ধরনের ব্যায়াম সৃষ্টি করেন। এটার চর্চা এখনো ভোরে পার্কে মানুষের মধ্যে দেখা যায়।
'উ শু' এখনো চীনে এতো জনপ্রিয় কারণ এটা কেবল আত্মরক্ষা কিংবা শরীরকে আরো সুস্থ ও শক্তিশালী করার উপায় নয়, এর চর্চার মাধ্যমে মানুষের ইচ্ছাশক্তি বেড়ে যায়।
আরেকটি চীনা কুংফু সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এটা হলো 'থাই চি'। 'থাই চি' মার্শাল আর্টস এবং চীনের তাওবাদের 'ইন ইয়াং' দর্শনকে খুব সুন্দরভাবে সংযুক্ত করেছে। এটা চীনের 'উ শুর' একটা শ্রেষ্ঠ নমুনা।
সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা চীনের কুংফু নিয়ে আলাপ করলাম। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আগামী আসরে আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)