Web bengali.cri.cn   
পাঠ-২৬: পুরনো পাঠ পর্যালোচনা
  2012-11-13 18:52:03  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

খ: স্বর্ণা, গত কয়েকটি ক্লাসে আমরা বেশ কয়েকটি নতুন বিষয় শিখেছি। কিন্তু নতুন কিছু শেখার পর পুরনো অনেক কিছু স্মৃতি থেকে চলে যায়। আজকের ক্লাসে কি গত কয়েকটি ক্লাসের বিষয় একটু পর্যালোচনা করা যায়?

ক: হ্যাঁ, অবশ্যই। আপনি ঠিকই বলেছেন, নতুন বিষয়গুলো শেখার সঙ্গে সঙ্গে পুরনো বিষয়গুলোও একটু পর্যালোচনা করা উচিত। কারণ ভাষা তো না বললে ভুলে যেতেই হয়। তাহলে আসুন গত তিনটি ক্লাসের বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করি।

******

ক: নিন জুও শেন মা কুং জুও?

খ: ওয়া শি জি জ্য।

ক: থা জুও শেন মা কুং জুও?

খ: থা শি লাও শি।

ক: থা না?

খ: থা শি ই শেং।

**********

ক: এর আগে আমরা শিখেছিলাম চাকরি সম্পর্কে। আপনি কী কাজ করেন, চীনা ভাষায় বলা হয় 'নিন জুও শেন মা কুং জুও'। এখানে 'নিন' মানে আপনি, 'জুও' মানে করা, 'শেন মা' মানে কী, 'কুং জুও' মানে কাজ, চাকরি। 'নিন জুও শেন মা কুং জুও', আপনি কী কাজ করেন।

খ: আমি সাংবাদিক, 'ওয়া শি জি জ্য'। 'ওয়া' আমি, 'শি' হই, 'জি জ্য' সাংবাদিক। 'ওয়া শি জি জ্য', আমি সাংবাদিক।

ক: তিনি কি কাজ করেন, চীনা ভাষায় বলা হয় 'থা জুও শেন মা কুং জুও'। এখানে 'থা' মানে তিনি বা সে, 'জু' মানে করা, 'শেন মা' মানে কী, 'কুং জুও' মানে কাজ, চাকরি। 'থা জুও শেন মা কুং জুও', তিনি কী কাজ করেন।

খ: তিনি শিক্ষক, 'থা শি লাও শি'। 'থা' তিনি বা সে, 'শি' হন, 'লাও শি', শিক্ষক। 'থা শি লাও শি', তিনি শিক্ষক।

ক: আর তিনি, 'থা না'?। 'থা', তিনি বা সে। 'থা না', আর তিনি?

খ: তিনি চিকিত্সক, 'থা শি ই শেং'। 'থা' তিনি বা সে। 'শি', হন। 'ই শেং', চিকিত্সক। 'থা শি ই শেং', তিনি চিকিত্সক।

ক: তারপর আমরা শিখেছি প্রয়োজনীয় জায়গা কোথায়, তা কীভাবে জিজ্ঞাস করতে হয়।

******

ক: ছিং ওয়েন, ইও চিয়ু জাই না লি?

খ: ছিং ওয়েন, ইন হাং জাই না লি?

ক: ছিং ওয়েন, জুই চিন দ্য ই ইউয়ান জাই না লি?

খ: ছিং ওয়েন, জুই চিন দ্য ছাও শি জাই না লি?

**********

ক: কাউকে কিছু প্রশ্ন করার আগে 'ছিং ওয়েন' বললে ভাল। 'ছিং ওয়েন' মানে মাফ করবেন বা আমি কি একটু জিজ্ঞাস করতে পারি? মাফ করবেন, ডাকঘর কোথায়, এর চীনা ভাষা হলো, 'ছিং ওয়েন, ইও চিয়ু জাই না লি'। 'ছিং ওয়েন' মাফ করবেন, 'ইও চিয়ু' ডাকঘর, 'জাই না লি' কোথায়। 'ইও চিয়ু জাই না লি', ডাকঘর কোথায়?

খ: মাফ করবেন, ব্যাংক কোথায়? চীনা ভাষায় বলা হয় 'ছিং ওয়েন, ইন হাং জাই না লি'। 'ইন হাং' মানে ব্যাংক, 'জাই না লি' মানে কোথায়।

ক: আর আপনি যদি জানতে চান সবচেয়ে কাছের হাসপাতাল কোথায়, তাহলে বলতে পারেন, 'ছিং ওয়েন, জুই চিন দ্য ই ইউয়ান জাই না লি'। 'ছিং ওয়েন, মাফ করবেন। 'জুই চিন দ্য' মানে সবচেয়ে কাছের, 'জুই' মানে সবচেয়ে, 'চিন' মানে কাছে'। 'ই ইউয়ান' মানে হাসপাতাল, 'জাই না লি' মানে কোথায়। 'ছিং ওয়েন, জুই চিন দ্য ই ইউয়ান জাই না লি', মাফ করবেন, সবচেয়ে কাছের হাসপাতাল কোথায়?

খ: আর, আপনি যদি জানতে চান সবচেয়ে কাছের সুপারমার্কেট কোথায়, তাহলে বলতে পারেন, 'ছিং ওয়েন, জুই চিন দ্য ছাও শি জাই নালি'। 'ছিং ওয়েন, মাফ করবেন, 'জুই চিন দ্য' মানে সবচেয়ে কাছের, 'ছাও শি' মানে সুপারমার্কেট, 'জাই না লি' মানে কোথায়।

ক: আর গত ক্লাসে আমরা শিখেছি, অমুক জায়গা কত দূর – তা কীভাবে জিজ্ঞাস করতে হয়।

******

ক: ই ইউয়ান লি জ্য তুও ইউয়ান?

খ: ওয়াং ছিয়ান জৌ লিয়াং পাই মি।

ক: ছাও শি লি জ্য তুও ইউয়ান?

খ: পু ইউয়ান, জিউ জাই ছিয়ান মিয়ান।

**********

ক: হাসপাতাল এখান থেকে কত দূর, এর চীনা ভাষা হলো, 'ই ইউয়ান লি জ্য তুও ইউয়ান'। 'ই ইউয়ান' মানে হাসপাতাল, 'লি জ্য' এখান থেকে, 'তুও ইউয়ান' মানে কত দূর, 'ইউয়ান' মানে দূর। 'ই ইউয়ান লি জ্য তুও ইউয়ান', হাসপাতাল এখান থেকে কত দূর।

খ: সামনে সোজা যান দুই শ' মিটার, চীনা ভাষায় বলা হয় 'ওয়াং ছিয়ান জৌ লিয়াং পাই মি'। 'ওয়াং ছিয়ান' মানে সামনের দিক, 'জৌ' মানে হাঁটা বা যাওয়া, 'লিয়াং পাই' মানে দুই শ', 'মি' মানে মিটার।

ক: সুপারমার্কেট এখান থেকে কত দূর, চীনা ভাষায় বলা হয় 'ছাও শি লি জ্য তুও ইউয়ান'। 'ছাও শি' মানে সুপারমার্কেট, 'লি জ্য' মানে এখান থেকে, 'তুও ইউয়ান' মানে কত দূল। 'ছাও শি লি জ্য তুও ইউয়ান', সুপারমার্কেট এখান থেকে কত দূর।

খ: বেশি দূর না, ঠিক সামনে, চীনা ভাষায় বলা হয় 'পু ইউয়ান, জিউ জাই ছিয়ান মিয়ান'। 'পু ইউয়ান' মানে বেশি দূরে না, 'জিউ' মানে ঠিক, 'জাই' মানে at, 'ছিয়ান মিয়ান' মানে সামনে। 'পু ইউয়ান, জিউ জাই ছিয়ান মিয়ান', বেশি দূর না, ঠিক সামনে।

ক: সুপ্রিয় শ্রোতা, একটু পর্যালোচনা করে কি বিষয়গুলো মনে পড়েছে। আশা করি সব মনে থাকবে। আজকের প্রশ্ন হলো 'সবচেয়ে কাছের সুপারমার্কেট এখান থেকে কত দূর' চীনা ভাষায় কীভাবে বলা হয়?

খ: 'সবচেয়ে কাছের সুপারমার্কেট এখান থেকে কত দূর' চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!(স্বর্ণা/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক