Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: মিয়ান জি-সম্মান
  2012-10-30 20:07:15  cri

    সুপ্রিয় শ্রোতা, 'মিয়ান জি' চীনা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এর আক্ষরিক অর্থ হলো মুখ। কিন্তু এর আসল অর্থ সম্মান বা মর্যাদা। আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে আমরা চীনা মানুষের 'মিয়ান জি' নিয়ে কথা বলবো।

    মুখ তো সবার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনা মানুষের ধারণায় মুখ যেন সম্মান, গর্ব আর মর্যাদার প্রতিশব্দ। কেউ যদি কোনো সাফল্য অর্জন করে তাহলে বলা হয় 'তার মুখের আলো বেড়েছে'।

    আপনারা জানেন, কনফুসিয়াস দর্শনে 'সমন্বিত সম্পর্ক বজায় রাখা' হলো একটা প্রধান বিষয়। আর 'মিয়ান জি' চীনা মানুষের আদান-প্রদানের সময় 'সমন্বিত সম্পর্ক' বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    ইংরেজিতে যেমন 'saving face' আর 'losing face'এমন শব্দ আছে, চীনা ভাষাও তাই। যেমন 'losing face'চীনা ভাষায় বলা হয় 'তিউ মিয়ান জি', অথবা 'মেই মিয়ান জি', মুখ হারানো। যখন কেউ কোনো ভুল কাজ করে, বা কেউ যদি তাকে খেলো করে, এবং তা যদি আরো বেশি মানুষ জেনে যায়, তাহলে বলা হয় 'তিউ মিয়ান জি' বা 'মেই মিয়ান জি'। মানে অন্য মানুষের সামনে তার মর্যাদা বা সম্মানের ক্ষতি হয়েছে।

    কিন্তু কেউ তো তার সম্মান বা মর্যাদার ক্ষতি করতে চায় না। তাই সম্মান রক্ষা করতে হবে, তাতে চীনা ভাষায় বলা হয় 'ওয়ান হুই মিয়ান জি' বা 'পাও ছুয়ান মিয়ান জি'। আর যখন কেউ তার ভ্রান্তি থেকে মুক্ত হয়, বা প্রমাণ করতে পারে যে, আসলে কোনো ভুল হয়নি বা কারও সাহায্যে আবার সংশোধন করতে পেরেছে, তখন বলা যায় 'ওয়ান হুই মিয়ান জি'।

    মানুষ যদি অনেকের সম্মান বা শ্রদ্ধা পায়, তার কথা শুনে বলা হয় 'ইয়ো মিয়ান জি'। এমন মানুষ সাধারণত বিশ্বাসযোগ্য হয় এবং তার অনেক বন্ধুবান্ধব থাকে; সবার সাথেই তার খুব ভাল সম্পর্ক থাকে। একজন চীনা মানুষকে যদি সম্মান করার কারণে তাকে সাহায্য করা বা কোনো বিপদ থেকে রক্ষা করা হয় তাতে বলা হয় 'কেই মিয়ান জি'। আপনি যদি একজনকে রক্ষা করেন, তাহলে ভবিষ্যতে তিনিও আপনাকে সাহায্য করতে পারেন। এভাবে মানুষের মুখ রক্ষা হয়, সম্মান রক্ষা হয় এবং সম্পর্কও আরো ভাল ও সমন্বিত হয়।

    মুখ তো একজন মানুষের মর্যাদা ও খ্যাতি। চীনে হোক বিদেশে হোক সবাই তো নিজের খ্যাতি ও মর্যাদা রক্ষা করতে চায়। পরস্পরকে সম্মান করলে এবং পরস্পরকে সাহায্য করলে, নিজের কৃতিত্ব বা খ্যাতিও বেড়ে যায়।

    সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা চীনা মানুষের 'মিয়ান জি' নিয়ে আলাপ করেছি। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আগামী আসরে আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক