Web bengali.cri.cn   
পাঠ-২৩ আপনি কী চাকরি করেন?
  2012-10-23 16:19:15  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

খ: স্বর্ণা, আমি একজন শ্রোতার চিঠি পেয়েছি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সুমনা বেরা। চিঠিতে তিনি লিখেছেন, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। আমি প্রতিটি অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনে থাকি। বন্ধুবান্ধবদেরও আপনাদের কথা জানাই এবং আমি যা শিখি তাদেরকেও তাই শেখাই।

ক: সুপ্রিয় সুমনা বেরা, আপনার চিঠি পেয়ে আমরা খুব আনন্দিত। জানলাম আপনি আমাদের অনুষ্ঠান কেবল নিয়মিত শুনছেন না, বন্ধুবান্ধবদের মধ্যে চীনা ভাষার শিক্ষকও হয়েছেন? বাহ, খুব ভাল তো। কনফুসিয়াস অনুষ্ঠান শুনতে থাকবেন, তাহলে আপনিও আমাদের ভাগ্যবান শ্রোতাদের একজন হতে পারেন।

খ: হ্যাঁ, সুমনা বেরা, ভাল করে শিখুন চীনা ভাষা, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। আচ্ছা, স্বর্ণা, আমরা কয়েকটি ক্লাস ধরে আবহাওয়া সম্পর্কিত বিষয় শিখলাম। আজকের ক্লাসে কী বিষয় থাকবে?

ক: আজকের ক্লাসে চাকরি নিয়ে কিছু শব্দ ও বাক্য শিখাবো। শেখার পর আপনি চীনা বন্ধুদের সাথে চাকরি নিয়ে কথা বলতে পারবেন।

খ: হ্যাঁ, খুব ভাল হয় তাহলে।

ক: আগের মতো প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: নিন জুও শেন মা কুং জুও?

খ: ওয়া শি জি জ্য।

ক: থা জুও শেন মা কুং জুও?

খ: থা শি লাও শি।

ক: থা না?

খ: থা শি ই শেং।

**********

ক: শিহাব, নিন জুও শেন মা কুং জুও?

খ: আগে তো অনেকেই আমাকে চীনা ভাষায় এ প্রশ্ন করেছে, কিন্তু কিছুই বুঝতে পারি নি। এর অর্থ কী?

ক: অর্থ হলো আপনি কী চাকরি করেন?

খ: আচ্ছা।

ক: 'নিন' আমরা আগেই শিখেছি, মানে আপনি। 'জুও' চীনা ভাষায় খুব গুরুত্বপূর্ণ একটি ক্রিয়াপদ, মানে, করা, তৈরি করা বা বানানো। 'শেন মা' মানে কী, আর 'কুং জুও' মানে চাকরি, কাজ। আপনি কী কাজ করেন, চীনা ভাষায় বলা হয়, 'নিন জুও শেন মা কুং জুও'।

খ: আচ্ছা, 'নিন জুও শেন মা কুং জুও' মানে আপনি কী চাকরি করেন বা আপনি কী কাজ করেন। 'নিন' মানে আপনি, 'জুও' মানে করা, আর 'শেন মা' মানে কী, 'কুং জুও' মানে কাজ, চাকরি। 'নিন জুও শেন মা কুং জুও'।

ক: শিহাব, নিন জুও শেন মা কুং জুও?

খ: স্বর্ণা, সাংবাদিক চীনা ভাষায় কী বলা হয়?

ক: সাংবাদিক চীনা ভাষায় বলা হয়, 'জি জ্য'।

খ: কঠিন! 'জি জ্য', 'ওয়া শি জি জ্য'। আমি সাংবাদিক। স্বর্ণা, 'নিন জুও শেন মা কুং জুও'? আপনি কী কাজ করেন?

ক: আমিও সাংবাদিক, 'ওয়া ইয়ে শি জি জ্য'। 'ইয়ে' আমরা আগে শিখেছি, মানে 'ও'। 'ওয়া ইয়ে শি', মানে আমিও। 'ওয়া ইয়ে শি জি জ্য', আমিও সাংবাদিক।

খ: আচ্ছা, তিনি কী কাজ করেন, চীনা ভাষায় কীভাবে বলা হয়?

ক: সে, আমরা আগেই শিখেছি, 'থা'। তুমি-নি, আমি-ওয়া, সে বা তিনি-থা। তিনি কী কাজ করেন বা সে কী কাজ করে - 'থা জুও শেন মা কুং জুও'। মনে রাখতে হবে, চীনা ভাষায় ক্রিয়াপদ থাকে কর্তার পেছনে, আর কর্মবাচ্য পদ থাকে ক্রিয়াপদের পর। কর্তা বলার পর ক্রিয়াপদ বলতে হয়। যেমন, বাংলায় বলা হয়, আমি রান্না করি, ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে। কিন্তু চীনা ভাষায় বলা হয় 'ওয়া জুও ফান', আমি করি রান্না।

খ: ও, আচ্ছা, বাংলা ভাষায় যেমন ক্রিয়াপদ বাক্যের শেষে থাকে, চীনা ভাষায় সে রকম নয়; চীনা ভাষায় ক্রিয়াপদ থাকে কর্তার পর। তিনি কী কাজ করেন, চীনা ভাষায় বলা হয় , 'থা জুও শেন মা কুং জুও', 'থা' মানে তিনি, 'জুও' মানে করা, 'শেন মা' মানে কী, 'কুং জুও' মানে কাজ, চাকরি।

ক: তিনি শিক্ষক - এটা চীনা ভাষায় এভাবে বলা হয়, 'থা শি লাও শি'। শিক্ষক-কে চীনা ভাষায় বলা হয় 'লাও শি'।

খ: আচ্ছা, 'থা শি লাও শি' মানে তিনি শিক্ষক। 'থা' মানে তিনি, 'লাও শি' মানে শিক্ষক।

ক: আমরা তো এখন শ্রোতাদের চীনা ভাষা শেখার 'লাও শি', শিহাব।

খ: হ্যাঁ, তাই তো। ইয়াং লাও শি, নি হাও!

ক: শিহাব লাও শি, নি হাও!

খ: আচ্ছা, শিক্ষক হিসেবে তো আরো শিখাতে হয়। চাকরির দিকে আরো কিছু শব্দ জানা দরকার। যেমন, চিকিত্সককে চীনা ভাষা কী বলা হয়?

ক: চিকিত্সক, চীনা ভাষায় বলা হয় 'ই শেং'।

খ: আচ্ছা, 'ই শেং' মানে চিকিত্সক। 'থা শি ই শেং', তিনি ডক্টর। আর ব্যবসায়ী?

ক: ব্যবসায়ী, চীনা ভাষায় বলা হয় 'শাং রেন'। তিনি ব্যবসায়ী, 'থা শি শাং রেন'।

খ: আচ্ছা, 'শাং রেন' মানে ব্যবসায়ী।

******প্রধান প্রধান বাক্য

ক: নিন জুও শেন মা কুং জুও?

খ: ওয়া শি জি জ্য।

ক: থা জুও শেন মা কুং জুও?

খ: থা শি লাও শি।

ক: থা না?

খ: থা শি ই শেং।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'আপনি কী কাজ করেন' – সেটা চীনা ভাষায় কীভাবে বলা হয়?

খ: 'আপনি কি কাজ করেন' চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!(স্বর্ণা/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক