Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: বিজনেস কার্ড সংক্রান্ত শিষ্টাচার
  2012-10-09 19:59:21  cri

    সুপ্রিয় শ্রোতা, প্রত্যেক দেশের ব্যবসায়ীদের মধ্যে বিজনেস কার্ড বিনিময় হলো একটা নিয়মিত ব্যবসায়িক শিষ্টাচার। আজকে চীনে বিজনেস কার্ড সংক্রান্ত শিষ্টাচার নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং, স্বর্ণা। ওয়া শি স্বর্ণা। নি মেন হাও!

    চীনে এখন বিজনেস কার্ড শুধু একটা কাগজ নয়, বরং ব্যবসায়ীদের নিজের একটি অংশ পরিণত হয়েছে।

    বিজনেস কার্ড এখন চীনা সমাজে পরস্পরের পরিচয় বা তথ্য বিনিময়ের একটি কার্যকর পদ্ধতিতে পরিণত হয়েছে। চীনারা বিজনেস কার্ড দুই হাত দিয়ে নিবেদন করেন। দুই হাতে কার্ডটি ধরে কাউকে দেওয়ার অর্থ হলো তার প্রতি সম্মান দেখানো। আর নেওয়ার সময়ও দুই হাত দিয়ে কার্ডটি নিতে হয়।

    আর কার্ডটি হাতে পাওয়ার পর কিছু সময় নিয়ে কার্ডের ওপরে কী লেখা আছে সেগুলো একটু ভাল করে দেখে নিতে হয়। আপনি যদি একটুও না দেখে সরাসরি পকেটে রেখে দেন তার মানে কার্ডদাতাকে নিয়ে আপনার কোনো আগ্রহ নেই অথবা তাকে গুরুত্বপূর্ণ মানুষ মনে করেন নি। তাই এমন ভুল ইঙ্গিত না দেওয়াই ভাল।

    কার্ড দেওয়ার সময় আরেটি ব্যাপারের প্রতি একটু নজর রাখতে হয়। সেটা হলো কার্ডের লেখা যেন কার্ড গ্রহিদার দিকে থাকে। তাহলে তার পড়তে সুবিধা হয়। এসব ছোটখাটো বিষয়ের প্রতি আপনি যদি নজর রাখতে পারেন, তাহলে মানুষের মনে আপনার সম্পর্কে ভাল ধারণা হবে।

    কার্ড হাতে পাওয়ার পর আরেকটা বিষয়ের ওপর নজর রাখতে হয়। সেটা হলো আপনি যদি কার্ডটি টেবিলের ওপর রাখেন, তাহলে কার্ডে মানুষের নামসম্বলিত পিঠ যেন ওপরে থাকে। নামসম্বলিত পিঠ যদি নিচে রাখেন তাও অসম্মান দেখানো হয়।

    সুপ্রিয় শ্রোতা, এটাই হলো চীনা মানুষের বিজনেস কার্ড সম্পর্কিত শিষ্টাচার। আচ্ছা, আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আগামী আসরে আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক