Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: চীনা মানুষের পছন্দ ও অপছন্দের সংখ্যা
  2012-09-18 18:45:49  cri

    সুপ্রিয় শ্রোতা, প্রত্যেক দেশের সংস্কৃতিতে পছন্দ বা অপছন্দের সংখ্যা থাকে। আজকে চীনা মানুষদের পছন্দ ও অপছন্দের সংখ্যা নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং, স্বর্ণা। ওয়া শি স্বর্ণা। নি মেন হাও!

    আজকাল এটাকে কুসংস্কার বলা হলেও বিশেষ সংখ্যা শুনলে মানুষের কিন্তু বিশেষ অনুভূতি হয়। যেমন পশ্চিমা সংস্কৃতিতে ১৩ হলো একটা খারাপ সংখ্যা, এটা হলো দুর্ভাগ্যের প্রতীক। আর ৭কে বলা হয় ভাগ্যের সংখ্যা। আর অনেক মুসলমান মনে করে ৬, ৭, ৮ হলো ভাগ্যের সংখ্যা।

    চীনা মানুষের ধারণায় জোড় সংখ্যাগুলো হলো ভাগ্যের সংখ্যা। বিশেষ করে ৮ চীনা মানুষের সবচেয়ে প্রিয় সংখ্যা। আট চীনা উচ্চারণ হলো 'পা'। ক্যান্টনিজ ভাষায় ধনী হওয়া বুঝাতে যে শব্দমালা অর্থাত্ 'ফা ছাই' বলা হয়, তার সঙ্গে এর উচ্চারণগত মিল আছে। এ সংখ্যাটি প্রথমে দক্ষিণ চীনে ভাগ্যের সংখ্যা হয়ে ওঠে। আস্তে আস্তে সারা চীনে তা জনপ্রিয় হয়ে ওঠে। অনেক মানুষ মনে করে ৮ সংখ্যাটি তাদের জন্য সুভাগ্য বয়ে আনতে পারে। টেলিফোন, মোবাইল ফোন বা গাড়ির সংখ্যা বেছে নেওয়ার সময় অনেকেই ৮সহ নম্বর পছন্দ করে। এমন কি এ কারণে ৮সহ টেলিফোন নম্বর পাওয়ার জন্য অতিরিক্ত টাকা দিতেও অনেকে ইচ্ছুক থাকে। ২০০৮ সালে পেইচিং অলিম্পিকের সময় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় আগস্ট মাসের ৮ তারিখে রাত ৮টা ৮ মিনিটে। এটা হলো চীনা মানুষের এ ধারণার একটি প্রতিফলন।

     ৬ সংখ্যাটি চীনা মানুষেরা খুব পছন্দ করে। কারণ ৬-এর চীনা প্রতিশব্দ যে 'লিউ' সেটির অর্থ আবার কাজ সুষ্ঠুভাবে চলা।

    চীনা মানুষেরা বিয়ে করার তারিখ সাধারণত জোড় সংখ্যায় বেছে নেয়। কারণ বিয়ে হলো দু'জন মানুষের একত্রিত হওয়া। তাই জোড় সংখ্যা হলো দু'জন সব সময় একসাথে থাকার কামনা। আর চীনা মানুষেরা আবার ৯ সংখ্যাটিও খুব পছন্দ করে। নয়কে চীনা ভাষায় বলা হয় 'চিউ', যার উচ্চারণ 'সুদীর্ঘ' শব্দের চীনা প্রতিশব্দের উচ্চারণের মতো। তাই বিয়ে করার সময় ৯ সংখ্যাসহ উপহার বা টাকা দিলে নবদম্পতি খুশি হবে।

    এগুলো হলো চীনা মানুষের পছন্দের সংখ্যা। এখন চীনা মানুষের অপছন্দের সংখ্যাগুলি একটু বলি। চীনা অঙ্কে ২ হলো জোড় সংখ্যা। এটা বিয়ের জন্য খুব ভাল সংখ্যা। কিন্তু মৌলিক ভাষায় যদি কাউকে 'আর' বলা হয়, তার মানে মানুষটি বোকা।

    চার সংখ্যাটির চীনা উচ্চারণ হলো 'সি'। এটার সঙ্গে 'মৃত্যু'র চীনা প্রতিশব্দের উচ্চারণে মিল আছে। তাই চীনা মানুষ ৪ সংখ্যাটি খুব অপছন্দ করে। কোনো কোনো ভবনে ৪ তলা থাকলে তাকে ৩+ বা অন্যভাবে বোঝানো হয়।

    সুপ্রিয় শ্রোতা, এগুলো হলো চীনা মানুষের সংখ্যা নিয়ে কিছু কথা। আচ্ছা, আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আগামী আসরে আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক