খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।
ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।
ক: শিহাব, কত ক্লাসে উপহার দেওয়া সম্পর্কে যে চীনা বাক্যগুলো শিখিয়েছিলাম সেগুলো মনে হয় একটু কঠিন ছিল। কারণ শ্রোতারা যে উত্তর পাঠিয়েছেন সেগুলোর অধিকাংশেরই উচ্চারণ ঠিক হয়নি। যেমন অনেকেই লিখেছিলেন, ওয়া ছুং মিং লি চিয়াং লি উ। সঠিক উত্তর হলো: ওয়া সুং নি ই চিয়েন লি উ।
খ: হ্যাঁ, আমরা আবার বলছি, ওয়া সুং নি ই চিয়েন লি উ।
ক: 'সুং' মানে দেওয়া, 'ই চিয়েন' মানে একটা, 'লি উ' উপহার। ওয়া সুং নি ই চিয়েন লি উ।
খ: আর স্বর্ণা, আজকের অনুষ্ঠানে আমরা নতুন কী বিষয় শিখাবো?
ক: আজকের ক্লাসে আমরা কেনাকাটায় থাকবো, কেমন? এটির দাম কত চীনা ভাষায় কিভাবে বলা হয় তা শিখাবো। প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।
******প্রধান প্রধান বাক্য
ক: জ্য ক্য তুও শাও ছিয়ান?
খ: জ্য ক্য লিয়াং খুয়াই উ।
ক: ফিং কুও তুও শাও ছিয়ান?
খ: ফিং কুও সি খুয়াই।
কঃ শিয়াং চিয়াও তু শাও ছিয়ান?
খঃ শিয়াং চিয়াও সান খুয়াই ছি।
**********
ক: শিহাব, আমরা প্রথমে সংখ্যা শিখার সময় চীনা মুদ্রা সম্পর্কে কিছু শব্দ শিখিয়েছিলাম। মনে আছে?
খ: হ্যাঁ, মনে আছে, আমরা টাকা পয়সা এসব শব্দ শিখিয়েছিলাম।
ক: হ্যাঁ, যেমন ১ টাকা চীনা ভাষায় বলা হয়, 'ই ইউয়ান' অথবা 'ই খুয়াই'। আর ১ পয়সা বলা হয়, 'ই ফেন', ১০ পয়সা বলা হয় 'ই চিয়াও' অথবা 'ই মাও'।
খ: হ্যাঁ, এবং এখন পয়সা খুব কম ব্যবহৃত হয়, তাই না, স্বর্ণা?
ক: হ্যাঁ, তাই মনে রাখুন 'ইউয়ান, খুয়াই এবং চিয়াও আর মাও'।
খ: এটার দাম কত তাহলে কিভাবে বলা হয়?
ক: 'এটা' চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য'। আর 'ওটা' চীনা ভাষায় বলা হয় 'না ক্য'।
খ: 'জ্য ক্য' মানে এটা, আর 'না ক্য' মানে ওটা।
ক: 'তুও শাও' মানে কত। 'তুও' মানে বেশি, আর 'শাও' মানে কম। কমবেশি একসাথে থাকলে মানে 'কত'।
খ: ও আচ্ছা, কমবেশি একসাথে থাকলে মানে 'কত'। শ্রোতারা মনে থাকবে তো? 'তুও' মানে বেশি, 'শাও' মানে কম, আর 'তুও শাও' মানে কত।
ক: 'ছিয়ান' মানে টাকা। 'তুও শাও ছিয়ান' মানে কত টাকা, দাম কত।
খ: 'ছিয়ান' মানে টাকা। আর 'কত টাকা' চীনা ভাষায় বলা হয় 'তুও শাও ছিয়ান'।
ক: এটা কত টাকা, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য তুও শাও ছিয়ান'।
খ: 'জ্য ক্য তুও শাও ছিয়ান' মানে এটা কত টাকা। আর ওটা কত টাকা চীনা ভাষায় বলা হয় 'না ক্য তুও শাও ছিয়ান', তাই না স্বর্ণা?
ক: হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা আড়াই টাকা চীনা ভাষায় কি বলে?
খ:আড়াই টাকা হল, 'আর ইউয়ান উ চিয়াও', তাই না স্বর্ণা?
ক: তাও ঠিন, কিন্তু বাজারে বেশির ভাগ সময় এভাবে বলা হয় 'লিয়াং খুয়াই উ'। দাম বলার সময় বেশির ভাগ ক্ষেত্রে 'আর'কে 'লিয়াং' বলা হয়। আর 'চিয়াও বা মাও' না বললেও মানুষ বুঝতে পারে, তাই বাদ দেওয়া যায়। আড়াই টাকা সংক্ষেপে আপনি বলতে পারেন 'লিয়াং খুয়াই উ'।
খঃ আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ২ টাকা ৪০ পয়সা আমি বলতে পারি 'লিয়াং খুয়াই সি'।
ক: হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা এখন কয়েকটি ফলের নাম শিখবো। শিখার পর আপনি বাজারে এগুলো ফল কিনতে পারবেন।
খ: আচ্ছা, খুব ভাল হয় তাহলে। এখন তো শরত্কাল, চীনের বাজারে অনেক আপেল আছে। আপেলকে চীনা ভাষায় কী বলা হয়?
ক: আপেলকে চীনা বাষায় বলা হয় 'ফিং কুও'।
খ: আচ্ছা, 'ফিং কুও' মানে আপেল। আর কলাকে কী বলা হয়?
ক: কলাকে চীনা ভাষায় বলা হয় 'শিয়াং চিয়াও'।
খ: আচ্ছা, 'শিয়াং চিয়াও' মানে কলা। আমি কলা খুব পছন্দ করি, 'ওয়া হেন শি হুয়ান শিয়াং চিয়াও'। ঠিক বলেছি, স্বর্ণা?
ক: হ্যাঁ, ঠিক। এবং আমি আপেল খুব পছন্দ করি, 'ওয়া হেন শি হুয়ান ফিং কুও'।
খ: তাহলে আপেল কত টাকা কি এভাবে বলা যায়, 'ফিং কুও তুও শাও ছিয়ান?'
ক: খুব ভাল বলেছেন, 'ফিং কুও তুও শাও ছিয়ান' , আপেল কত টাকা। আপেলের দাম ৪টাকা, 'ফিং কুও সি খুয়াই'।
খ: আচ্ছা, আপেলের দাম ৪ টাকা, চীনা ভাষায় বলা হয় 'ফিং কুও সি খুয়াই'। আর কলা কত টাকা চীনা ভাষায় বলা যায়, 'শিয়াং চিয়াও তুও শাও ছিয়ান'।
ক: 'শিয়াং চিয়াও তুও শাও ছিয়ান' মানে কলা টাকা কত। কলার দাম ৩.৭ টাকা। চীনা ভাষায় বলা হয় 'সান খুয়াই ছি'।
খ: কলার দাম ৩.৭ টাকা, চীনা ভাষায় বলা হয় 'শিয়াং চিয়াও সান খুয়াই ছি'।
******প্রধান প্রধান বাক্য
ক: জ্য ক্য তুও শাও ছিয়ান?
খ: জ্য ক্য লিয়াং খুয়াই উ।
ক: ফিং কুও তুও শাও ছিয়ান?
খ: ফিং কুও সি খুয়াই।
কঃ শিয়াং চিয়াও তু শাও ছিয়ান?
খঃ শিয়াং চিয়াও সান খুয়াই ছি।
**********
ক: সুপ্রিয় শ্রোতা, কিভাবে দাম জিজ্ঞাস করা হয় শিখেছেন তো? এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো 'আপেল কত টাকা' চীনা ভাষায় কিভাবে বলা হয়?
খ: 'আপেল কত টাকা' - চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn
ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)