Web bengali.cri.cn   
পাঠ-১৭: উপহার দেওয়া
  2012-09-11 16:08:36  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

ক: শিহাব, গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম কিভাবে শুভেচ্ছা জানাতে হয়। শুভ জন্মদিনের শুভেচ্ছা - চীনা ভাষায় কিভাবে বলা হয় মনে আছে?

খঃ হ্যাঁ, অবশ্যই মনে আছে। 'শং রি খুয়াই লা'।

কঃ 'শং রি খুয়াই লা', শুভজন্মদিন। আর প্রতিদিন খুশি আনন্দিত থাকার কামনা চীনা ভাষায় কিভাবে করা হয়?

খঃ তা হলো 'জু নি থিয়েন থিয়েন খুয়াই লা'।

কঃ 'জু নি থিয়েন থিয়েন খুয়াই লা', এর মানে হলো প্রতিদিন সুখী আনন্দিত থাকো কামনা করি। আর সুস্বাস্থ্য কামনা চীনা ভাষায় কিভাবে করা হয়?

খঃ সেটা হলো 'জু নি শেন থি চিয়েন খাং'।

কঃ 'জু নি শেন থি চিয়েন খাং', তোমার সুস্বাস্থ্য কামনা করি। আর বয়স্ক মানুষকে কিভাবে শুভেচ্ছা জানানো হয়?

খঃ বয়স্ক মানুষকে শুভেচ্ছা এভাবে জানাতে হয়, 'জু নিন চিয়েন খাং ছাং শৌ'।

কঃ ঠিক, 'জু নিন চিয়েন খাং ছাং শৌ' মানে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আর ব্যবসায়ীদের কিভাবে শুভেচ্ছা জানানো হয়?

খঃ ব্যবসায়ীদের জন্য শুভেচ্ছা জানাবো 'জু নি শং ই শিং লুং'।

কঃ হ্যাঁ, 'জু নি শং ই শিং লুং', আপনার ব্যবসা সুষ্ঠু ও ভাল হোক কামনা করি। আর ঈদ মুবারক চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খঃ চীনা ভাষায় বলা হয় 'খাই জাই চিয়ে খুয়াই লা'।

কঃ ঈদ মুবারক চীনা ভাষায় বলা হয় 'খাই জাই চিয়ে খুয়াই লা'। আচ্ছা, আমরা শুভেচ্ছা জানানো অনেক বাক্য শিখলাম। আজকে কিভাবে উপহার দিতে হয় সেটা শিখাবো। কেমন?

খ: হ্যাঁ, খুব ভাল হয় তাহলে।

ক: আচ্ছা, প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: ওয়া সুং নি ই চিয়েন লি উ, ছিং শো সিয়া।

খ: শিয়ে শিয়ে নি দ্য লি উ! নি থাই খ ছি লা।

ক: জ শি ওয়া দ্য ই দিয়েন শিন ই।

খ: ফেই ছাং ফিয়াও লিয়াং, ওয়া হেন শি হুয়ান।

**********

ক: শিহাব, উত্সবের সময় উপহার বিনিময় করা হয় অনেক জায়গায়। চীনেও তাই। উপহারকে চীনা ভাষায় বলা হয়, 'লি উ'। উপহার দেওয়া, চীনা ভাষায় বলা হয় 'সুং লি উ'।

খ: আচ্ছা, 'লি উ' মানে উপহার, আর 'সুং' মানে দেওয়া। আমি তোমাকে একটা উপহার দেবো, চীনা ভাষায় কিভাবে বলা হয়?

ক: চীনা ভাষায় বলা হয়, 'ওয়া সুং নি ই চিয়েন লি উ'। 'ওয়া সুং নি' আমি তোমাকে দেবো। 'ই চিয়েন' একটা, 'লি উ' উপহার।

খ: আচ্ছা, তেমন কঠিন না তো। 'ওয়া সুং নি' আমি তোমাকে দেবো। 'ই চিয়েন' একটা, 'লি উ', উপহার। 'ওয়া সুং নি ই চিয়েন লি উ', আমি তোমাকে একটা উপহার দেবো।

ক: 'অনুগ্রহ করে গ্রহণ করো', চীনা ভাষায় বলা হয়, 'ছিং শো সিয়া'। 'ছিং' অনেক জায়গায় ব্যবহার করা হয়, মানে 'প্লিজ', অনুগ্রহ প্রার্থনাব্যঞ্জক শব্দ। 'শো সিয়া' মানে গ্রহণ করা।

খ: দয়া করে গ্রহণ করো, চীনা ভাষায় বলতে পারেন, 'ছিং শো সিয়া'।

ক: তোমার উপহারের জন্য ধন্যবাদ, 'শিয়ে শিয়ে নি দ্য লি উ'। 'শিয়ে শিয়ে' ধন্যবাদ, 'নি দ্য' তোমার, 'লি উ', উপহার।

খ: 'শিয়ে শিয়ে নি দ্য লি উ', তোমার উপহারের জন্য ধন্যবাদ। 'শিয়ে শিয়ে' ধন্যবাদ, 'নি দ্য' তোমার, 'লি উ', উপহার।

ক: চীনা মানুষ ভদ্রতা ও বিনয়ের ওপরে অনেক গুরুত্ব দেয়। তাই উপহার গ্রহণের পর সাধারণত আরেকটি কথা যোগ দেয়। সে হলো 'তুমি খুবই দয়ালু', চীনা ভাষায় বলা হয়, 'নি থাই খ ছি লা'।

খ: 'খ ছি' মানে কী স্বর্ণা?

ক: 'খ ছি' মানে দয়ালু, বিনয়ী, ভদ্র। 'থাই' মানে বেশি, খুব। 'নি থাই খ ছি লা' মানে তুমি খুবই দয়ালু।

খ: তাহলে উপহার পাওয়ার পর সাধারণত 'নি থাই খ ছি লা' বলা হয়।

ক: হ্যাঁ, এটা হলো চীনা মানুষের বিনয় প্রকাশের একট উপায়। উপহার গ্রহণের সময় এটা বলা হয়। আর যিনি উপহার দেন, তিনি সাধারণত আবার বলেন, 'জ শি ওয়া দ্য ই দিয়েন শিন ই'।

খঃ 'জ শি ওয়া দ্য ই দিয়েন শিন ই', তার মানে কী স্বর্ণা?

কঃ 'জ' মানে এটা, 'শি' মানে হলো, 'ওয়া দ্য' আমার, 'ই দিয়েন' একটু, 'শিন ই' মানে ইচ্ছা বা আকঙ্খা।

খঃ ও, আচ্ছা, 'জ' মানে এটা, 'শি' মানে হলো, 'ওয়া দ্য' মানে আমার, 'ই দিয়েন' একটু, 'শিন ই' মানে ইচ্ছা বা আকঙ্খা।

ক: হ্যাঁ, আপনি এ কথা বলার পর, মানুষ আর আপনার উপহার প্রত্যাখ্যান করতে পারবে না।

খ: আচ্ছা, তাহলে এ কথাটি মনে রাখবো। আর স্বর্ণা, উপহারটি খুব সুন্দর হয়েছে। আমি খুব পছন্দ করেছি। এটা চীনা ভাষায় কিভাবে বলা হয়?

ক: আপনি বলতে পারেন, 'ফেই ছাং ফিয়াও লিয়াং, ওয়া হেন শি হুয়ান'।

খঃ 'ফেই ছাং ফিয়াও লিয়াং, ওয়া হেন শি হুয়ান'।

ক: হ্যাঁ, 'ফেই ছাং' মানে অসাধারণ, খুব, 'ফিয়াও লিয়াং' মানে সুন্দর। 'ফেই ছাং ফিয়াও লিয়াং' মানে খুব সুন্দর।

খ: আচ্ছা, খুব সুন্দর, চীনা ভাষায় বলা হয় 'ফেই ছাং ফিয়াও লিয়াং'।

ক: 'ওয়া হেন শি হুয়ান'। 'শি হুয়ান' মানে পছন্দ করা। 'হেন' মানে খুব। আমি খুব পছন্দ করি, 'ওয়া হেন শি হুয়ান'।

খ: আমি খুব পছন্দ করি, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হেন শি হুয়ান'। 'শি হুয়ান' মানে পছন্দ করা।

******প্রধান প্রধান বাক্য

ক: ওয়া সুং নি ই চিয়েন লি উ, ছিং শো সিয়া।

খ: শিয়ে শিয়ে নি দ্য লি উ! নি থাই খ ছি লা।

ক: জ শি ওয়া দ্য ই দিয়েন শিন ই।

খ: ফেই ছাং ফিয়াও লিয়াং, ওয়া হেন শি হুয়ান।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'আমি তোমাকে একটা উপহার দেবো' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আমি তোমাকে একটা উপহার দেবো' চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!(স্বর্ণা/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক