Web bengali.cri.cn   
নেপালে 'চীনের বিশ্বকোষ' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত
  2015-04-20 12:07:53  cri

এপ্রিল ২০ : চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) নেপালী বিভাগ অনুদিত 'চীনের বিশ্বকোষ' শীর্ষক গ্রন্থের প্রকাশনা উত্সব ১৮ এপ্রিল নেপালের পোখারা শহরে অনুষ্ঠিত হয়েছে।

চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেং নিয়ান প্রকাশনা অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন, এই নতুন বইয়ের মাধ্যমে আরো বেশি নেপালী পাঠক চীনের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, জাতি ও সামাজিক জীবনের ওপর আগ্রহী হয়ে উঠবে।

চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেং নিয়ান

তিনি জানান, সিআরআই অব্যাহতভাবে চীন ও বিশ্বের শ্রোতা, ইন্টানেট ব্যবহারকারী ও পাঠকদের কাছে নেপালকে ভালোভাবে উপস্থাপন করবে। নেপালের বিভিন্ন সম্প্রদায়ের বন্ধুদের মধ্যে যৌথভাবে দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ও অগ্রসর হবে।

নেপালের সংস্কৃতি ও শিল্পকলা অ্যাকাডেমির চ্যান্সেলার সারুভোক্তা শ্রীশথা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সিআরআই দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও মৈত্রীর জন্য দীর্ঘকাল ধরে ইতিবাচক অবদান রেখে আসছে।

তিনি বিশ্বাস করেন, নেপাল ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে নেপারী ভাষায় 'চীনের বিশ্বকোষ' প্রকাশ করায় অবশ্যই দু'দেশের জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়াবে এবং দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রী সুসংবদ্ধ করার জন্য বড় ভূমিকা পালন করবে।

'চীনের বিশ্বকোষ' হলো সিআরআইয়ের বহু ভাষায় মাল্টি মিডিয়া বই বিদেশে প্রকাশ করা প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ভাষার মাধ্যমে বিভিন্ন দেশের পাঠকদের কাছে সার্বিকভাবে চীন সম্পর্কে জানানো এবং চীনের সংস্কৃতি সম্প্রচার করা। এ বই বিভিন্ন দেশের পাঠকের কাছে সমাদর পেয়েছে। (ইয়ু/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক