চলচ্চিত্র উত্সব-চলচ্চিত্র পরিচয়
2012-08-31 15:29:19 cri
৬.সিটি অব লাইফ এ্যান্ড ডেথ
জীবন মৃত্যুর শহর
সিটি অব লাইফ এ্যান্ড ডেথ ছবির পটভূমি ১৯৩৭ সালের নানকিং শহর। দ্বিতীয় চীন জাপান যুদ্ধ শুরুর কিছু পরের ঘটনা। জাপানি সেনাবাহিনী গণচীনের তত্কালীন রাজধানী নানকিং দখল করে নেয়। নানকিং গণহত্যা নামে কুখ্যাত হামলায় জাপানি সেনাদের হাতে নির্মমভাবে নিহত হন চীনের বিপুল সংখ্যক যুদ্ধবন্দী ও সাধারণ নাগরিক। কয়েক সপ্তাহ ধরে চলা এই নির্মম গণহত্যার ঘটনাই প্রতিফলিত হয়েছে সিটি অব লাইফ এ্যান্ড ডেথ চলচ্চিত্রে।
ছবিটি ২০০৯ সালে সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উত্সবে গোল্ডেন শেল পুরস্কার এবং সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জয় করে।
মন্তব্য
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক