অনেক অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে বাস করত খুবই রূপসী একটা মেয়ে। দেখতে সে ছিল টুকটুকে পরির মতো। মেয়েটির ছিল আশ্চর্য সুন্দর একটি গুণ। সে কাপড়ের মধ্যে সুঁই-সুতো দিয়ে বিভিন্ন ধরনের নকশা বানাতে পারত। চমত্কার চমত্কার সব নকশা। তার হাতে-বোনা নকশার ফুল, ঘাস, লতা-পাতা, পাখি সবই যেন জীবন্ত হয়ে উঠত। রং-বেরঙের কত নকশা যে তৈরি করতে জানত সে, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এ বিশেষ গুণ তাঁর জীবনে কী আনেছে? তা জানার জন্য আমাদের এ গল্প শুনুন।