Web bengali.cri.cn   
নকশি কন্যার রংধনু
  2013-06-09 19:27:08  cri


অনেক অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে বাস করত খুবই রূপসী একটা মেয়ে। দেখতে সে ছিল টুকটুকে পরির মতো। মেয়েটির ছিল আশ্চর্য সুন্দর একটি গুণ। সে কাপড়ের মধ্যে সুঁই-সুতো দিয়ে বিভিন্ন ধরনের নকশা বানাতে পারত। চমত্কার চমত্কার সব নকশা। তার হাতে-বোনা নকশার ফুল, ঘাস, লতা-পাতা, পাখি সবই যেন জীবন্ত হয়ে উঠত। রং-বেরঙের কত নকশা যে তৈরি করতে জানত সে, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এ বিশেষ গুণ তাঁর জীবনে কী আনেছে? তা জানার জন্য আমাদের এ গল্প শুনুন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক