Web bengali.cri.cn   
জ্ঞানী ব্যক্তি আফান্দি সম্পর্কে
  2014-01-28 15:28:08  cri
এক মাতব্বরের ছিল মহাজনি কারবার, ওই কারবারেই ফুলে-ফেঁপে ধনী হয়েছে সে। একদিন দুপুরে দোকানে বসে ভেড়ার এক আস্ত ঠ্যাং কাবার বানিয়ে মজাসে খাচ্ছিল ওই মাতব্বর। তবে মন তার পুরোপুরি খাওয়াতে ছিল না। দেনা-পাওনার হিসাস কষছিল সে মজা-খরচের খাতায়। হঠাত খেয়াল হল, আজ তার তাগাদায় যাওয়ার কথা। কয়েকজন দেনাদার পালিয়ে বাড়াচ্ছে , সময় পেরিয়ে গেলেও আসছে না দেনা শুধতে। মাথায় উঠল কাবার খাওয়া। দোকান থেকে বেরিয়ে ঘোড়ায় চাপলো মাতব্বর, ছুটল শহরের বাইরে এক মেলার দিকে। ওই মেলায় কয়েকজন দেনাদার দোকান খুলে বসেছে--- এ রকম একটা খবর তার কানে এসেছে আজ সকালেই। পথে আফান্দির সঙ্গে দেখা। তাকে দেখেই মেজাজ চড়ে গেল মাতব্বরের । বলল, কি ব্যাপার আফান্দি, তুমি মসজিদে য়াওয়া ছেড়ে দিয়েছ নাকি? আল্লাহ'র গজব পড়বে তোমার ওপর। মোটেও না। আফান্দি বললেন। এইমাত্র আমি মসজিদ থেকে এলাম। আমার ব্যাপার নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। বুঝেছি , তুমি এখন শয়তানের দোসর হয়েছ। মাতব্বর বলল, তা বলো তো শয়তান ব্যাটা দেখতে ঠিক কেমন? পাশের দোকান থেকে একটা আয়না চেয়ে নিয়ে আফান্দি মাতব্বরকে বললেন, এই আয়নায় একবার নিজের চেহারাটা দেখুন, শয়তানকে খুব স্পষ্ট দেখতে পাবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক