Web bengali.cri.cn   
নতুন জ্বালানি চালিত গাড়ি
  2014-01-23 14:30:44  cri


আমাদের অনুষ্ঠানে বেশ কয়েকবার চালকবিহীন গাড়ির কথা উল্লেখ করেছি। জানি না, চালকবিহীন গাড়ি কবে আমাদের সাধারণ জীবনে চলে আসবে। তবু সম্প্রতি নতুন জ্বালানি চালিত গাড়ির কথা আমরা উল্লেখ করতে পারি।

চলুন তাহলে ঘুরে আসি লাস ভেগাসে ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেক্ট্রনিকস প্রদর্শণী থেকে।

চালকবিহীন গাড়ি এবারের এ প্রদর্শনীর প্রতিপাদ্যের মধ্যে অন্যতম। কিন্তু এ প্রযুক্তি সারা বিশ্বে সম্প্রসারিত হলে বিশ্ব আরো কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ হবে। এদিকে এ প্রদর্শণীতে অনেক নতুন জ্বালানি চালিত গাড়ি রয়েছে, সে গাড়িগুলো আমাদের জীবন থেকে দূরে নয়।

সৌর শক্তি চালিত গাড়ি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীন গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ফর্ড সম্প্রতি এ প্রদর্শনীতে সৌর শক্তি চালিত গাড়ি সি-ম্যাক্স সোলার এনার্জি দেখা দিয়েছে। জানা গেছে, এ গাড়ি ফর্ড কোম্পানি, মার্কিন সৌর শক্তির প্যানেল নির্মাতা সানপাওয়ার কর্প এবং মার্কিন জর্জিয়া ইন্সটিউট অব টেকনোলজির যৌথ উদ্যাগে নির্মিত হয়। গাড়ির ছাদে স্থাপিত এক সৌর শক্তি প্যানেলের মাধ্যমে গাড়িটির জন্য চালিকা শক্তি প্রদান করে। এছাড়া, ফর্ড এ গাড়ির জন্য বিশেষ কার পর্ট ডিজাইন করেছে। ১৫ ইঞ্চি উঁচু কার পর্ট সৌর শক্তিকে গাড়ির ছাদের দিকে আকড়ে ধরে।

ফর্ড কোম্পানি জানায়, এ গাড়িকে চার্জ দিতে চাইলে ৭ ঘন্টা সময় লাগবে। পর্যাপ্ত চার্জ দেয়া হলে এ গাড়ি ২১ মাইল দূরে চালানো যায়, কিন্তু সৌর শক্তির মধ্য দিয়ে চার্জ পর্যাপ্ত দেওয়া না হলে এ গাড়ি মাত্র ৩ মাইল দূর পর্যন্ত যেতে পারবে।

সেজন্য ফর্ড কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, "আমরা বৃষ্টি ও তুষার পাতের মধ্যে এ জন্য নতুন পদ্ধতি বের করতে চাই। তা না হলে ভবিষ্যতে আরও অনেক কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ হতে হবে"।

হাইড্রোজেন গাড়ি

ফর্ড কোম্পানির সি-ম্যাক্স সোলার এনার্জি গাড়ি ছাড়া, জাপানের টয়োটা কোম্পানি এবারের প্রদর্শনীতে নিজের সবচেয়ে বৈচিত্র্যময় গাড়ি এফসিভি প্রকাশ করেছে। টয়োটা কোম্পানি বলে, এফসিভির সাথে স্থাপিত আছে ১১পাউডস ওজনের উচ্চ চাপ হাইড্রোজেন সঞ্চয়ের ট্যাংক। এ ট্যাংকে হাইড্রোজেনের পরিমাণে এক পরিবারের এক সপ্তাহের বিদ্যুতের চাহিদা মেটানো যায়। জানা গেছে, পর্যাপ্ত জ্বালানি থাকা হলে এফসিভি ৪৮০ কিলোমিটার দূরে যেতে পারে। পাশাপাশি এটি কোনো দূষণ সৃষ্টি করবে না। কেবল পানি ও বাষ্প নির্গমন করবে। তবু এ গাড়ির জন্য পর্যন্ত কোনো হাইড্রোজেন জ্বালানি স্টেশন নেই। তবে, মার্কিন ক্যালিফোর্নিয়া সরকার ২০১৫ সালের মধ্যে ২০টিরও বেশি হাইড্রোজেন শক্তি স্টেশন নির্মাণের লক্ষ্যে ২০ কোটি ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং ২০২৪ সালে এর সংখ্যা ১০০টিতে প্রসারিত হবে বলে আশা করছে।

টয়োটা কোম্পানির একজন উধ্বর্তন কর্মকর্তা জানায়, এ গাড়ির হাইড্রোজেন প্রাকৃতিক গ্যাস নিষ্কাশনের সময় অর্জন করা যায়। তেল পরিশোধসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এ প্রয়োগ করছে। জানা গেছে, এ গাড়ি ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় বাজারজাত করা হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক