Web bengali.cri.cn   
এ্যভরিবডি'স ফাইন
  2014-01-23 11:06:07  cri

প্রিয় শ্রোতা,এই লম্বা যাত্রা শেষ করার পর ফ্র্যানক তাঁর নিজের বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে, স্ত্রীর মুখে শোনা সন্তানদের সব খবর আসলে সত্যি না।

অবশেষে ফ্র্যানক এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সন্তানদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন।

পরের বছরের বড় দিনে ফ্র্যানক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একসাথে খাবার খেলেন। মিলে হাসিখুশিতে খাচ্ছিলেন।এদিন ফ্র্যানক সত্যিকারের এক পারিবারিক মজা উপভোগ করলেন।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তার নাম হলো 'ক্রিসমাস টুগেদার'।

সবশেষে চলচ্চিত্রের একেবারে শেষে স্ত্রীর কবরের সামনে দাঁড়িয়ে ফ্র্যানক বলেন, আমাদের পরিবারের সবাই এখন অনেক ভালো ।

প্রিয় শ্রোতা, সঙ্গীত শুনতে শুনতে আজকের 'আলোছায়া' অনুষ্ঠান এখানেই প্রায় শেষ হলো। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের আলোছায়া অনুষ্ঠান শোনার পর কোনো মতামত বা উপলব্ধি প্রকাশ করতে চাইলে অবশ্যই আমাদেরকে চিঠি বা ইমেইল লিখে পাঠাবেন। আমার ব্যক্তিগত ই-মেইল ঠিকানা হলো lyyui@cri.com.cn এবং আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। দয়া করে দুটো ঠিকানাতেই আপনার ই-মেইল পাঠাবেন। রেডিওয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানো হলো Bengali.cri.cn। আজকের অনুষ্ঠান থেকে এবার আমার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

লিলি


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক