Web bengali.cri.cn   
১০টি নতুন প্রযুক্তি
  2014-01-09 16:34:36  cri










মার্কিন প্রযুক্তি বিষয়ক ব্লগ বিজনেস ইনসাইডার'এ সম্প্রতি প্রকাশিত একটি নিবন্ধে ১০টি নতুন প্রযুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এ সকল প্রযুক্ত আজও সাধারণের কাছে অতি পরিচিত নয়। যেমন-

এক: মাইন্ড কন্ট্রোল রোবট প্রসথেটিক্স

মার্কিন প্রযুক্তি বিষয়ক ব্লগ জিগমোডো'র লেখক জেসাস ডিয়াজ বলেন, চ্যান নামক একটি মেয়ের মাথায় দু'টি মটর কর্টেক্সে দু'টি মাইক্র মাইক্রোইলেক্ট্রোড স্থাপন করা হয়েছে। মটর কর্টেক্স মন্তিস্কের একটি অংশ। যা দিয়ে রোবট প্রসথেটিক্সর চর্চা নিয়ন্ত্রণ করা যায়। প্রযুক্তিবিদরা জানান, এ পরীক্ষা সফল হওয়ায় তারা বিস্মিত হয়েছে। চ্যান দ্রুততার সাথে রোবট প্রসথেটিক্সের চর্চা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, এতে তারা সত্যি অবাক হয়েছেন।

দুই: মহাকাশে এক ধরণের বিশেষ উপাদান আছে যা মুহুর্তেই ভীষণ গরম হয়, কিন্তু পরবর্তী এক সেকেন্ডের মধ্যে সেটা স্পর্শ করা যায়।

তিন: লেভেল থেকে ঘুরিয়ে উল্লম্বে বা সোজা খাঁড়া অবস্থায় দাঁড় করে ফেলতে পারে এমন জাহাজ

মার্কিন নৌবাহিনীর এমন একটি বিশেষ জাহাজ আছে যা লেভেল থেকে ঘুরিয়ে উল্লম্বে বা সোজা খাঁড়া অবস্থায় দাঁড় করিয়ে ফেলতে পারে। শ্রোতা, এই জাহাজটির বয়স কিন্তু প্রায় ৫০। উল্লম্ব অবস্থায় দেখলে মনে হবে যে, জাহাজটি ডুবে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়।

চার: তারের সংযোগ ছাড়াই ঘরের সব ব্যাটারি চালিত সরঞ্জামে চার্জ দেওয়া যায়।

এ প্রযুক্তির উদ্ভাবক মেরিডিথ প্রে বলেন, 'আল্ট্রাসনিক ওয়েভ'র মাধ্যমে বাতাসের পাশাপাশি পিজিওইলেক্ট্রিক কনভার্টারে ঝাকুনি দিবে। আর এভাবে বিদ্যুত্ উত্পাদন করে চার্জ দেয়া যায়।

পাঁচ: জিভকে ব্যবহার করে অন্ধদের জন্য বিশেষ একধরণের গ্লাস তৈরী করা হয়েছে। এ ধরণের গ্লাস জিনিসপত্রের অবকাঠামোর পরিবর্তে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করে। এবং তা দিয়ে অন্ধদের জিভের মাধ্যমে সে সব জিনিসপত্রের পরিস্কার তথ্য পাওয়া যায়।

ছয়: বহু ফকাস বহুল ক্যামেরা

লিট্রো নামের ক্যামেরা বহু তথ্যসহ ছবি তুলতে পারে এবং ছবি তোলার পর ব্যবহারকারী ছবির ফোকাস পরিবর্তন করতে পারেন।

সাত: শরীরের ক্ষুদ্র অঙ্গ প্রিন্ট করা যায়

প্রযুক্তিবিদরা ক্ষুদ্র অরগান প্রিন্ট করার উপায় বের করেছেন এবং প্রিন্ট করা অরগান শরীরের অরগান পরিবর্তন করতে পারে।

আট: ভাষা বোঝে এমন একধরণের বিশেষ বন্দুক

এ বন্দুকের মাধ্যমে মানুষের কথপোকথনকে নানভাবে প্রভাবিত করতে পারে। যার ফলে তাদের কথাবার্তা আলোমেলো হয়ে যাবে।

নয়: স্বচ্ছ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি গ্লাস, যা ভাঙ্গা যায় না।

স্বচ্ছ অ্যালুমিনিয়াম উত্পাদন প্রচুর ব্যয় বহুল। কিন্তু গুলি প্রতিরোধমূলক গ্লাস বা বুলেট প্রুফ গ্লাস তৈরী করতে চাইলে এটি হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়।

দশ: উইট্রিসিটি কোম্পানি তারহীন চার্জার উদ্ভাবন করছে

এ প্রযুক্তি যদিও সাধারণের ব্যবহারে খুব বেশি প্রচলতি হয়নি, তবে ভবিষ্যতে এ প্রযুক্তি বিদ্যুত্ লাইনের পরিবর্তে চার্জ দিতে পারবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক