

1226ruby
|
প্রিয় রুবি,
আশা করি, লিপন ভাই সহ বাংলা বিভাগের সব বন্ধুদের নিয়ে ভালো আছেন।
৫ ডিসেম্বর প্রচারিত হালশৈলী অনুষ্ঠানের আনন্দময় জীবন পর্ব শুনছিলাম। শপিংয়ের জন্য সেরা শহরগুলোর তালিকায় চীনের মূল ভূ-খন্ডের কোন শহর নেই জেনে অবাকই হলাম, এমনকি ইংল্যান্ড-আমেরিকার কোন শহরও নেই! কিন্তু স্পেনের আছে দুটি শহর!
আমি শুনেছি হংকংয়ের নিকটবর্তী দক্ষিণ চীনের বিভিন্ন শহরের মানুষ প্রতিমাসে হংকং যায় কেনাকাটা করতে। পণ্যের দাম মূল ভূখন্ডের চেয়ে সস্তা হওয়ায় একই সাথে তাদের লাভ এবং ভ্রমণও হয়ে যায়!
তবে চীনের বেশির ভাগ মানুষ অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে বলে আমার ধারণা। এখানে আমার সব বন্ধুরা অনলাইনে কেনাকাটা করে। মেয়েরা এমনকি চুলের ব্যান্ডও ওয়েবসাইট থেকে কেনে! কারণ ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই অসংখ্য দোকানের অসংখ্য পণ্য দেখে পছন্দ করার সুযোগ আছে। দামও যাচাই করা যায় অন্যান্য দোকানের সাথে।
আমি নিজেও বেশ কিছু জিনিস ওয়েবসাইট থেকে কিনেছি। অনলাইন শপিং সময় এবং পরিশ্রম থেকে রক্ষা করে। আশা করি, বাংলাদেশে সীমিত পরিসরে চালু হওয়া অনলাইন শপিং আর অনলাইন অর্থ লেনদেন দিন দিন জনপ্রিয় ও নিরাপদ হবে। তাহলে আজ আর নয়।
ভালো থাকবেন। আবার কথা হবে।
এরপর বাংলাদেশের প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন তাঁর চিঠিতে লিখেছেন:
হাল শৈলী অনুষ্ঠানে ওয়াং তান হোং রুবী আপু ও সাইদুর রহমান লিপন ভাইয়ের উপস্থাপনায় (ক) চাপ কমানোর পদ্ধতি, চীনা গান (খ) বিশ্বের বিজ্ঞান-প্রযুক্তির গতিধারা সম্পর্কে পুর্বাভাস করেছে আইডিসি শিরোনামের দু'টি প্রতিবেদন শুনলাম।
জ্ঞান থেরাপি প্রয়োগের মাধ্যমে তিনটি প্রশ্নের কৌশল আমার কাছে অত্যন্ত চমত্কার লেগেছে। সত্যি সত্যি একজন ব্যক্তির এই তিনটি প্রশ্ন করার মধ্যে দিয়ে তার রাগ কমে যেতে পারে এবং স্বাভাবিক কর্মকান্ডে দিনযাপন করতে পারবেন। তবে আমি মনে করি চাপ কমানোর সব চাইতে গুরুত্বপূর্ণ কৌশল হলো গুছিয়ে নিয়ম মাফিক সকল কাজ সমাপ্ত করা, কোন কাজ বুঝতে সমস্যা হলে বসের কাছ থেকে তা বুঝে নেওয়া এবং গুণ গুণ করে গান গাওয়ার মধ্যে দিয়ে আনন্দ চিত্তে কাজ করলে মানুষের চাপ থাকার কথা নয়।
হঠাত্ করে পারিবারিক কোন কারণে চাপ তৈরি হলে বন্ধুর সাথে কথা বলে বা পরিবারের পরামর্শ অনুযায়ী দ্রুত সমাধান করলেও চাপ কমে। মদ্দাকথা হলো নিজে নিজে যে কোন বিষয় চাপ নিয়ে দিন পার করা উচিত নয়। এতে ক্ষতির পরিমাণ বেশি হয়।
বিজ্ঞান-প্রযুক্তির গতিধারার ১০টি পূর্বাভাষ জেনে ভালো লাগল। কিছু মিলবে বাকীগুলো সময়ে আবর্তে না মিলতে পারে। তবে এই সকল জরিপ ব্যবসা ক্ষেত্রে বেশি কাজে লাগে।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত আর চাপ কমানো ক্ষেত্রে আপনার অতি সুন্দর পরামর্শের জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
এরপর ভারতের পশ্চিমবঙ্গের মহ: হাফিজুর রহমান চিঠিতে লিখেছেন:
ম্যাডাম ওয়াং তান হং রুবি আপু ও লিপন ভাই ,
হাল শৈলী,
রুবি আপু,
আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভীষণ ভালো আর সুন্দর আছেন। প্রথমেই একটা খুবই জরুরি বিষয় জানাতে চাই। আমি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার বিজয়ী শ্রোতা। আমি এখনো এই প্রতিযোগিতার পুরস্কার পাইনি। আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব যে আমার প্রাপ্য পুরস্কার পাঠানোর জন্য। পুরস্কারটি অবিশ্যই পাঠিয়ে উত্সাহিত করবেন। আপনারা নিশ্চয় জানেন এই পুরস্কার আমাদের কাছে বিরাট সম্মান ও মর্যাদার প্রতীক। আমি স্থানীয় পোষ্ট অফিসের সাথে সবসময়ই যোগাযোগ রেখে চলেছি। প্লিজ রুবি আপু ও লিপন ভাই, পাঠিয়ে দেবেন। না পাঠাতে পারলে জানায়ে দেবেন প্রাপ্য পুরস্কারের জন্য আর অনুরোধ করব না।
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলির মধ্যে আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান হলো আনন্দময় জীবন ও তথ্য প্রযুক্তি জগতের হালচাল নিয়ে সুন্দর ও আকর্ষনীয় অনুষ্ঠান হালশৈলী। আনন্দময় জীবন ও তথ্য প্রযুক্তি জগতের হালচাল বিভাগে যে বিষয়গুলি পরিবেশন করেন তা আমাদের জীবনের চলার পথে অত্যন্ত জরুরি ও কার্যকর। রুবি আপু আর লিপন ভাইয়ের সুন্দর উপস্থাপনা দারুন লাগে । খুবই সুন্দর , খুবই সুন্দর। সুন্দর ও আকর্ষনীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য ওয়াং তানহং রুবি আপু ও লিপন ভাই কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা । সবশেষে আমি আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। অনেক অনেক ভালো আর সুন্দর থাকবেন । চায় চিয়েন ।




