Web bengali.cri.cn   
"পালোয়ানের বুদ্ধি"
  2013-12-18 16:43:15  cri
একদিন এক পালোয়ান এল নাসিরুদ্দিন আফান্দির কাছে। পালোয়ান আফান্দিকে বলল, "আপনার জোর আছে মাথায়, আর আমার জোর আছে গায়ে। আসুন, আমরা বন্ধু হয়ে যাই।" আফেন্দি পালোয়ানকে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, "তোমার গায়ে কত জোর আছে?" পালোয়ান বলল, "এক হাতে ১৭ মণ ওজনের পাথর তুলে দেয়ালের ওপর দিয়ে ওই শহরের মধ্যে ছুড়ে ফেলতে পারি।' আফান্দি হেসে বললেন, "এত বাড়িয়ে বলার দরকার কি? আগে একটু পরীক্ষা হয়ে যাক।" পালোয়ান বলল: "ঠিক আছে। যত খুশি তত পরীক্ষা নিন।" আফান্দি তখন তার পকেট থেকে একটা রেশমি রুমাল বের করে বললেন, "ঠিক আছে, এই ছোট রুমাল এখান থেকে ওই দেয়ালের ওপারে ছুড়ে ফেল দেখি।" হেসে ফেলল পালোয়ান, এ তো খুব সোজা কাজ! কিন্তু গায়ের সমস্ত জোর খাটিয়েও রুমালটাকে দেয়ালের ওপারে ছুড়ে ফেলতে পারলো না সে। এমন কি আঙিনার বাইরেই সেটা গেল না। আফান্দি হাসলেন প্রাণ খুলে। বললেন: "দেয়ালের ওপারে শুধু এই রুমালটা নয়, একই সঙ্গে ছোট একটা পাথরও ছুড়ে ফেলতে পারি আমি।" এ কথা বলে তিনি একটা পাথর কুড়িয়ে সেটাকে রুমাল দিয়ে পেঁচিয়ে নিলেন, তারপর খুব সহজেই তা পার করে দিলেন দেয়ালের ওপারে। পালোয়ান কথা না-বাড়িয়ে পা বাড়ালো অন্য পথে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক