Web bengali.cri.cn   
চীনের যুদ্ধমান রাজ্য আমলের বিখ্যাত জলসেচ বিশেষজ্ঞ লি বিন সম্পর্কে
  2013-12-10 19:45:46  cri
লি বিন চীনের ইতিহাসে একজন বিখ্যাত জলসেচ বিশেষজ্ঞ। তার জ্ঞান ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি বিশেষ করে ভূগর্ভস্থ পানি এবং ভূগর্ভস্থ পানির উত্স সম্পর্কে ভালভাবে জানতেন। সে সময় তার নেতৃত্বে অনেক জলসেচ প্রকল্প নির্মাণ করা হয়। এ সব জলসেচের মধ্যে সবচেয়ে বিখ্যাত জলসেচ প্রকল্প হল: দুচিয়াংইয়েন জলসেচ প্রকল্প। চীনের ইতিহাসে জলসেচ ক্ষেত্রে লি বিনের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

একবার তত্কালীন রাজার নির্দেশে লি বিন একটি জায়গার গর্ভনর পদে নিয়োগ পান। জায়গাটি ছিল বতর্মান চীনের সিছুয়ান প্রদেশ। তিনি পরিবার নিয়ে সিছুয়ানে গেলেন। সেখানে পৌঁছার পর তিনি বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করলেন। একদিন তিনি একটি নদীর তীরে গেলেন। সেখানে তিনি দেখলেন, নদীর দু'পারে মোটা মোটা দেয়াল বসানো। তিনি একজন স্থানীয় কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন: "কেন নদীর দু'পারে এত মোটা মোটা দেয়াল তৈরি করা হয়েছে?" এই স্থানীয় কর্মকর্তা উত্তর দিলেন: "স্যার, এই পুরু দেয়াল শত্রুর আক্রমণ ঠেকায় এবং পাশাপাশি বন্যাও প্রতিরোধ করে। এ-জন্য এখানকার দেয়াল অন্য জায়গার দেয়ালের তুলনায় অধিক মোটা হয়।" "এখানে কি প্রতিবছর বন্যা হয়?" জিজ্ঞেস করলেন লি বিন। "জি, প্রতিবছর এখানে ছোট-বড় বন্যা দেখা দেয়।" উত্তর দিলেন এ স্থানীয় কর্মকর্তা। লি বিন আবার জিজ্ঞেস করলেন: "এ নদীর দু'পারে কোন জায়গায় বন্যা সবচেয়ে বেশি হয়?" এই স্থানীয় কর্মকর্তা বললেন: "গুওয়াং জেলার পরের কয়েকটি জেলায় প্রতিবছর বড় বন্যা দেখা দেয়।" তারপর এই স্থানীয় কর্মকর্তা আরও ব্যাখ্যা করে বললেন: "স্যার আপনি দেখুন, এখানে নদীর অদূরেই আছে উঁচু পাহাড়। বন্যার পানি বেশি দূরে যেতে পারে না। কিন্তু গুওয়ান জেলার পর কয়েকটি জেলায় কোনো পাহাড় নেই। সুতরাং বন্যা সহজেই সেখানে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এ সব জায়গায় প্রতিবছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।"

কয়েকদিন পর ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হলো। লি বিন কয়েকজন লোককে সঙ্গে নিয়ে গুওয়ান জেলা পরিদর্শনে গেলেন। সেখানে তিনি দেখলেন, অনেক কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীর উপকূলীয় অঞ্চলের গ্রামগুলোও বন্যা-কবলিত হয়েছে। তিনি স্থানীয় কর্মকর্তাকে বললেন: "কয়েকজন স্থানীয় কৃষককে ডেকে পাঠাও। আমি তাদের সঙ্গে এ-বিষয় নিয়ে আলোচনা করতে চাই।" কিছুক্ষণ পর দশ-বারো জন স্থানীয় কৃষক লি বিনের সামনে এসে দাঁড়াল। লি বিন তাদেরকে জিজ্ঞেস করলেন: "আগে এখানে বন্যা মোকাবিলার জন্য অনেক ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু তারপরও বন্যা পরিস্থিতি এতো গুরুতর কেন?" একজন বৃদ্ধ কৃষক বলল: "বন্যার পানি সরিয়ে নেওয়ার জন্য একটি প্রণালী তৈরি করা হয়েছে। কিন্তু এই একটি প্রণালী দিয়ে এতো বেশি পানি সরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বন্যা হচ্ছে।" লি বিন বললেন: "এ ব্যাপারে আপনার পরামর্শ আমাকে বলুন।" বৃদ্ধ একটু চিন্তা করে বললেন: "আমার মনে হয়, বন্যার পানি সরিয়ে নেওয়ার জন্য আরো কিছু বড় খাল খনন করা দরকার। খাল খনন করা হলে একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, তেমনি জলসেচের আওতাও বাড়ানো যাবে।" আপনার মতামত চমত্কার। আপনার মতামত অনুসারে আমরা একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করবো। বন্যা নিয়ন্ত্রণ করতে হবে।" বললেন লি বিন। লি বিনের কথা শুনে সবাই অভিন্ন কন্ঠে বলে উঠল: "চমত্কার! আমরা শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করবো।"

এই মিং নদীর খবরাখবর জানার জন্য লি বিন মাঝে মাঝে তার দু'জন সঙ্গীকে নিয়ে নদীর দু'পারের অঞ্চল পরিদর্শন করতে যেতেন। তারা একটানা এক বছর ধরে বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। তারা লক্ষ্য করলেন, গুওয়াং জেলার পশ্চিম দিকে একটি পাহাড় পানি প্রবাহে বাধা সৃষ্টি করে। তাই প্রতি গ্রীষ্ম ও শরত্কালে পাহাড়ের পশ্চিম দিকে বন্যা হয় এবং পাহাড়ের পূর্ব দিকে খরা দেখা দেয়। পাহাড়ের পূর্ব দিকের মাটি উঁচু বলে পশ্চিম দিকের পানি সেখানে সরে যেতে পারে না। সুতরাং পাহাড়ের পশ্চিম দিকে সবসময় বন্যা দেখা যায়। অনেক চিন্তা করার পর লি বিন অবশেষে মিন নদী সংস্কারের পদ্ধতি বের করলেন। তিনি আবারো কয়েক জন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে তার এই পরিকল্পনা নিয়ে আলোচনা করলেন। লি বিন তাদেরকে বললেন: "আমি একটি কৃত্রিম নদী খনন করার পরিকল্পনা করেছি। আমি এই নদীকে নাম দিয়েছি 'অভ্যন্তরীণ নদী'। এই নদী দিয়ে পাহাড়ের পশ্চিম দিকের পানি পূর্ব দিকে প্রবাহিত করা যাবে।" লি বিনের কথা শুনে একজন লোক জিজ্ঞেস করল: "অভ্যন্তরীণ নদীর পানি অতিরিক্ত বেশী হলে বাঁধ ভেঁঙ্গে বড় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা আছে কি?" লি বিন বললেন: " এ সম্পর্কে ভয়ের কিছু নেই। কারণ আমরা একটা লম্বা বাঁধও নির্মাণ করবো। একদিকে এ বাঁধ বন্যা প্রতিরোধ করবে এবং অন্যদিকে পাহাড় থেকে খসে পড়া পাথরও ঠেকিয়ে দেবে।" তার কথা শুনে সবাই একসুরে বলল: "আপনার এই ধারণা কার্যকর। আপনার এই ধারণা অনুযায়ী এই প্রকল্প তাড়াতাড়ি শুরু করা উচিত।"

প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথমে কয়েক মাস প্রস্তুতিমূলক কাজ চলল। তারপর এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হল। লি বিন ও তার তিন ছেলে সবসময় কর্মীদের সঙ্গে থাকতেন। প্রকল্প বাস্তবায়নের কাজ সুষ্ঠুভাবে চলছিল। এই বাঁধ নির্মাণ করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল। প্রকল্পের নির্মাণকাজ চলার সময় লি বিনের বয়স ছিল প্রায় ষাট বছর। এ বয়সেও তিনি কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতেন। কর্মীদের মনোবল এতে অনেক বৃদ্ধি পেত।

এই বাঁধ নির্মাণের পর লি বিন ও তার ছেলেরা প্রতিবছর কমপক্ষে একবার সেটি পরীক্ষা করে দেখতেন। এসসময় তিনি বুঝতে পারলেন যে, বিশাল সমতল ভূমিকে বন্যার কবল থেকে বাঁচাতে নদীতে পানির পরিমান ভালভাবে নিয়ন্ত্রণ করা উচিত। অনেক বছর ধরে তিনি নদীর পানির উচ্চতা পর্যবেক্ষণ করলেন। তিনি সারা বছরে নদীর পানির সবচেয়ে নিম্ন উচ্চতা হিসাব করেছিলেন। স্থানীয় জনসাধারণের সুবিধার জন্য তিনি একটি পাথর-মানুষ তৈরির নির্দেশ দিলেন। তারপর সেই পাথর-মানুষকে নদীর মাঝখানে বসানো হল। লি বিন স্থানীয় জনসাধারণকে বললেন: "যখন নদীর পানির উচ্চতা সবচেয়ে কম থাকবে, তখন পাথর-মানুষের পা পানির নীচে ডুবে থাকবে। আর যখন নদীর পানির উচ্চতা সবচেয়ে বেশি হবে, তখন পাথর-মানুষের কাঁধ পানিতে ডুবে যাবে না।" এইভাবে তিনি নদীর পানির গ্রহণযোগ্য সর্বনিম্ন ও সর্বোচ্চ উচ্চতা পরিমাপের পদ্ধতি আবিষ্কার করলেন।

লি বিন মারা যাওয়ার পর তাকে চিরকাল স্মরণ করার জন্য স্থানীয় মানুষ নদীর পাশে একটি মন্দির নির্মাণ করল। লি বিনের পাথরের মূর্তি এই মন্দিরে বসানো হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক