
বর্তমানে সারা বিশ্বের প্রযুক্তির জগতে স্মার্ট শব্দ খুব প্রচলিত তাই না? কিন্তু স্মার্ট বোতলের কথা আপনি কখনো শুনেছেন? মানুষের জীবন-যাপনের মান উন্নয়েন সঙ্গে সঙ্গে দীর্ঘায়ু হওয়ার জন্য সুন্দর সুন্দর অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পানীয় জল ও স্বাস্থ্য ল্যাব জানিয়েছে, মানুষ যদি এক দিনে ৭ লিটার পানি পান করে, তবেই কেবল শরীরে যে পরিমান পানি প্রয়োজন, সে পরিমান পানির চাহিদা মেটাতে পারে। এখানে যে স্মার্ট বোতলের কথা উল্লেখ করছি, তার নাম H2O-Pal। এইচ-২০ পল নামের এই বোতল আপনি প্রতিদিন কতটুকু পানি পান করেছেন, এটাকে জানিয়ে দেয় পারে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে, আপনাকে নির্দিষ্টভাবে সতর্ক করে দেওয়া হবে, যাতে আপনি প্রতিদিন ৭ লিটার পানি পানের লক্ষ্য পূরণ করতে পারেন।
এইচ-২০ পল নামের এই বোতল দেখতে খুব সুন্দর এবং রঙিন। এর নিচে একটি ভারসাম্য এবং ত্বরক রয়েছে। দু'টি যন্ত্রের মাধ্যমে আপনার প্রতিদিনের পান করা পানির পরিমাণ হিসাব করা যায়। ব্যবহারকারীরা পুরো বোতলে পানি ভরে এবং বাটারিতে যথেষ্ঠ চার্জ দিয়ে বেরিয়ে যেতে পারেন।