

1205ruby
|
সিউল
গবেষণায় জানা যায় দক্ষিণ কোরিয়ার নাগরিক শপিং করতে খুব পছন্দ করেন। ২০১১ সালে সে দেশের নাগরিকদের শপিং বাবদ ক্রেডিট কার্ডে পরিশোধের হার বিশ্বের প্রথম স্থানে রয়েছে। দাম কম বেশি যাই হোক না কেন, ক্রেডিট কার্ড দিয়ে সব পণ্য কেনা যায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ক্রেতাবহুল অসংখ্য শপিং মল রয়েছে। এখানে প্লাজা ছাড়াও বিভিন্ন ফ্যাশন স্ট্রীট আছে। এত বেশি শপিং মল গড়ে ওঠার পিছনে বিশ্ব নামী দামী বিলাস বহুল সব পণ্যের তুলনায় দেশটির বৈশিষ্ট্যময় পণ্য গুণগত মানে উন্নত এবং সস্তা ও ফ্যাশনেবল।
মিলান
এই শহরে রয়েছে বিশ্বের বিখ্যাত বেশকিছু ব্র্যান্ড, যেমন প্রাদা, D&G এবং অন্য অনেক বিলাস বহুল পণ্যের উত্স। আপনি যদি এই সুন্দর শহরে ঘুরে বেড়ান, তাহলে দেখতে পাবেন অলি গলি রাজপথ সর্বত্রই নামী দামী সব ব্রান্ডের দোকান। ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণত এই শহরকে বিশেষ গুরুত্ব ও মর্যাদাপূর্ণ ফ্যশন শহর হিসেবে বিবেচনা করে থাকেন। এখানে ওয়াল্কিং স্ট্রীটের দু'পাশে জালের মতো ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরণের বাহারী পণ্যের দোকান। আপনি শপিংর করার পাশাপাশি উইন্ডো শপিং- অর্থাত্ ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারেন এবং পেতে পারেন অনাবিল আনন্দ। অন্য অঞ্চলের তুলনায় মিলানে ফ্যাশনের ধারা বেশ কয়েক মাসে অগ্রবর্তী হয়।
মাদ্রিদ
মিলানের কথা নিশ্চয়ই অনেকে জানেন। কিন্তু মাদ্রিও বিশ্বের শপিং শহরের তালিকায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। পরিসংখ্যানের পাশাপাশি ইন্টারনেটে মাদ্রির শপিং সেন্টার ব্রাউজা করলে আপনি Capas Sesea দোকানকে ভালো না বেসে পারবেন না। দোকানটি ১৯০১ সালে খোলা হয়েছিল। এখানে বিক্রি হচ্ছে উল এবং তুলো তিসি দিয়ে তৈরি আলখাল্লা। শ্রোত, দোকাটি এতই বিখ্যাত যে, এর অনুরাগী কাস্টমারের তালিকায় রয়েছে স্বয়ং হিলারি ক্লিন্টন। এছাড়া Casa de Diego শপিং মলে পাখা, অড়না এবং চিড়ুনীসহ মেয়েদের দৈনন্দিন ব্যবহার্য জিনিষের জন্য ক্রেতাদের ভিড় যেন লেগেই থাকে সব সময়।
দুবাই
দুবাই শপিংমলকে একটি ছোটখাটো আকারের রাজ্য বলতে পারেন। কি নেই এখানে, এখানে রয়েছে থিম পার্ক, ঝর্ণা, স্পরিং, অলিম্পিক গেমসের মত সমান আকারের স্কেটিং চত্ত্বর, অ্যাকোরিয়াম, সিনে-কমপ্লেকস এবং বড়-ছোট অসংখ্য দোকান। যদি এ সব কিছুও আপনাকে আকর্ষণ করতে ব্যর্থ হয়, তাহলে আপনি চলে যেতে পারেন আরব আমিরাতের বিমান বন্দরের ডিউটি ফ্রি শপিং মলে এবং মধ্যপ্রাচ্যের প্রথম ইন্ডোর স্কি চত্বর। দুবাই শপিং মল প্রতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শপিং দিবস পালন করে থাকে। এ সময়ে আঁতশবাজির খেলা দেখতে পারেন এবং পণ্যে দামের ওপর ব্যাপক হারে সেল বা ছাড় উপভোগ করতে পারেন। শ্রোতা ২০১৪ সালে দুবাইয়ের শপিং দিবস ২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, কি যাবেন নাকি একবার সেখানে?
ভিয়েনা
'বিশ্বের শপিং শহর সংক্রান্ত সূচক' তালিকায় ভিয়েনার শপিং মল অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের স্থান দখল করে রেখেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে এখানকার শপিং মল খুব বেশি সময় খোলা থাকে না। অর্থাত্ প্রতিদিন আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শপিং সেরে নিতে হবে। এখানে অর্থাত্ ভিয়েনায় রয়েছে ইউরোপের সবচেয়ে মূল্যবান সব পণ্যের সমাহার। শতাধিক বছরের পুরানো ঐতিহাসিক Naschmarkt-এ ক্রেতারা ১৫০০ মিটার লম্বা স্ট্রিট অনুসারে বিভিন্ন স্নাক্স টেস্ট করতে পারেন। এখানে বিভিন্ন স্টোরগুলোতে রয়েছে ১২০টির বেশি বিখ্যাত স্ন্যাক্স। খ্রীস্টমাসের সময় ক্রেতারা এখানে বিভিন্ন ধরণের গ্লাস জাতীয় পণ্য ও হস্তনির্মিত ফ্যাব্রিকস কিনতে পারেন। আপনার মনে হবে যেন, উষ্ণ রেড ওয়াইন পান করার পাশাপাশি সে পণ্যগুলো উপভোগ করতে করতে যেন খ্রীস্টমাসের পরী রূপকথার কাহিনীতে প্রবেশ করলো।
বুয়েনস
সেক্সি বুয়েনস নৃত্য, নির্মল আবহাওয়া ও আর ক্রেজি শপিং পরিবেশ। আর্জেন্টিনায় যদি শপিং করতে যান তাহলে এই তিনটি বৈশিষ্ট্য উপভোগ করতে পারেন। এখানে আপনি বিশেষ করে কম দামে উচ্চ মানের লেদার পণ্য কিনেছেন, এতে আপনার আনন্দ আরও বেড়ে যাবে, মনে হবে আরও কিছু কিনে ফেলি। বিখ্যাত Mocasines Guido ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে পুরুষের লেদার জুতো পৃথিবী বিখ্যাত, দল বেঁধে তাই পুরুষেরা ছুটে আসে এখানে অন্তত এক জোড়া হলেও এই ব্রান্ডের জুতা কিনতে বলে। বুয়েনসে এই ব্র্যান্ডের তিনটি দোকান রয়েছে।
হংকং
কংকংয়ের শপিং মলে যদি আপনি ঘুরে বাড়ান আপনি সেখানে আন্তরিক পেশাদারিত্বের সেবা গ্রহণ করতে পারবেন। আপনি যদি সেখানে শপিং করতে যান, তারা আপনাকে নানা ভাবে আকৃষ্ট করার চেষ্টা করবে, সহায়তা করার চেষ্টা করবে। যদি আপনি নিশ্চিত নন যে, আপনি আসলে কি কিনতে চান, তাহলেও সমস্যা নেই, তারাই আপনাকে বলে দিবে আপনি কি কি কিনতে পারেন। একটি জরিপে দেখা গেছে বিশ্ব শপিং শহর সংক্রান্ত সূচক অনুযায়ী ২০১১ সালে শপিং করেছে এমন ৮৭ শতাংশ পর্যটক এখানকার পারিবেশ আর সেবার মান নিয়ে সন্তুষ্ট হয়েছে। শ্রোতা, হংকংকে এশিয়ার সবচেয়ে ভালো শপিং উপযোগী শহর হিসেবে খ্যাতি অর্জন করেছে।




