
বিশ্বে টেবলেট পিসির বিক্রির পরিমাণ ৫৩ শতাংশ বাড়বে ২০১২ সালে

2013-11-28 10:07:38 cri
1128ruby
|
গারটনারের পরিসংখ্যান অনুসারে সে সরঞ্জামসহ পুরো পিসি বাজারে ২০১৩ সালেএ বিক্রির পরিমাণ ৮.৪ শতাংশ কমে যাবে।
গারটনারের পরিসংখ্যান অনুসারে Android টেবলেট পিসি ২০১৩ সালে প্রথমবারের মত আইপ্যাড অতিক্রম করবে। এ দুটি'পণ্যের বিক্রির পরিমাণ যথাক্রমে দাঁড়াবে ৯১৫ ও ৮৯৬ লাখে। যা বাজারের মোট পরিমাণের ৪৯.৬ ও ৪৮.৬ শতাংশ। এছাড়া উইন্ডোজ'র টেবলেট পিসির বিক্রির পরিমাণ ৩০০ লাখে দাড়াবে, যা বাজারের মোট পরিমাণের ১.৭ শতাংশ।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
