

গাইড ধনী লোককে জিজ্ঞেস করল: "আপনি কেন নেকড়েটিকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করালেন?" ধনী লোকটি বললেন: "জীবনে আমি অনেক প্রাণী শিকার করেছি। কিন্তু আজকে এই নেকড়ে শিকার করার সময় আমার অন্যরকম অনুভূতি হয়েছে। নেকড়েটা যখন বিপদ দেখলো, তখন পালানোর সহজ পথে না-যেয়ে কঠিন পথটিকে বেছে নিল এবং আমার বন্দুকের গুলিতে আহত হলো। আমি অবাক হয়েছি এই ভেবে যে, কেন নেকড়েটি সহজ পথে পালিয়ে গেল না! নেকড়েটির সাহস দেখে আমি অভিভূত হয়েছি। তাই সাহসী নেকড়েকে আমি ছেড়ে দিলাম।" গাইড তখন অবাক হয়ে বলল: "হুজুর, এটা তো এই প্রজাতির নেকড়ের প্রকৃতি! সে ভেবেছে পালানোর জন্য খোলা সহজ পথটিতে নিশ্চয়ই ফাঁদ পাতা আছে। তাই সে কঠিন পথটাকেই বেছে নিয়েছে বাঁচার জন্য। এটা সে করেছে অভিজ্ঞতা থেকে। এই নেকড়ে আসলে খুব চালাক।" এই গল্পের মর্মার্থ হচ্ছে: এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে মাঝে মাঝে ফাঁদকে সুযোগ মনে হয় এবং কখনো কখনো সুযোগকে ফাঁদ মনে হয়। (চিয়াং/আলিম)




