Web bengali.cri.cn   
স্মার্ট হাতঘড়ি কেনার সময় হয় নি
  2013-11-14 19:37:28  cri


সম্প্রতিক বছরগুলোতে স্মার্টঘড়ির বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। স্মার্ট মোবাইলের পর এটি দ্বিতীয় প্রজন্মের আবিস্কারে পরিণত হয়েছে এবং মানুষের জন্য অনেক কল্যান বয়ে এনেছে। বিভিন্ন প্রযুক্তিগত কোম্পানি যেমন স্যামসাং, এ্যাপল ও গুগল এ বিশেষ প্রযুক্তির জগতে নানাবিদ এপ্লিকেশনস্ প্রয়োগে অবিরত চেষ্টা করে যাচ্ছে।

কিন্তু প্রতিটি পণ্যের প্রথম প্রজন্মকে পরিপক্ক হতে কিছুটা সময় লাগে। যেমন স্মার্ট মোবাইল দশ বছরের ধারাবাহিক উন্নয়নের পর আজ তার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তাই নব প্রযুক্তির স্মার্ট হাতঘড়ি কিনতে হলে কয়েকটি বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা ভাল। যেমন-

স্মার্ট হাতঘড়ির হার্ডওয়ারগত দক্ষতার অভাব রয়েছে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি গিয়ার নামের স্মার্ট হাতঘড়ি বাজারে ছেড়েছে। কিন্তু পণ্যটির হার্ডওয়ার বিন্যাসে এখনো বেশকিছু দুর্বলতা রয়েছে। তাই দক্ষ ও ভাল স্মার্ট হাতঘড়ির মানদন্ড কি, এর উত্তর এখনো পর্যন্ত কোনো প্রস্তুতকারী কোম্পানির জানা নেই।

স্মার্ট হাতঘড়ির বাটারি বেশি সময় স্থায়ী থাকে না। এটি মূলত একটি হার্ডওয়ারগত সমস্যা। ফলে এই ব্যবস্থা স্মার্ট হাতঘড়ির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। স্মার্ট হাতঘড়িতে হয়ত স্মার্ট মোবাইলের মতোই বাটারি লাগে। কিন্তু হাতঘড়ি অনেক ছোট, তাই এর বাটারি স্মার্ট মোবাইলের মত ব্যবহার করা যায় না। ধরুন এই ব্যাটারি ৬/৮ঘন্টার পর পথের মাঝে কোথাও বন্ধ হয়ে গেল, তাহলে তাত্ক্ষণিক ভাবে কোথায় চার্জ দিবেন।

এই ঘড়ির সিস্টেম স্থিতিশীল না থাকা আরেকটি বড় সমস্যা। বর্তমানে স্মার্ট হাতঘড়ি এনড্রয়েডসহ বিশেষ সিস্টেম ব্যবহার করে। এনড্রয়েড ভালো হলেও স্মার্ট হাতঘড়ির জন্য তা এখনো বিশেষ সুবিধা প্রদানে সক্ষম হয়নি।

এছাড়া এ পর্যন্ত স্মার্ট মোবাইলের জন্য বিশেষ সফ্টওয়ারেরও ব্যবস্থা নেই।

সেজন্য স্মার্ট হাতঘড়ি পছন্দ করলেও একটু ধৈর্যধরে দেরিতে কেনা ভালো, যাতে হার্ডওয়ার ও সফ্টওয়ারগত সুবিধা আরও বেশি উপভোগ করতে পারেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক