Web bengali.cri.cn   
জরুরি অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণে আনার নিরাপত্তা সিস্টেম উদ্ভাবিত
  2013-10-17 11:31:42  cri


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের জন্য সুসংবাদ। কেননা জরুরি অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণে আনার নিরাপত্তা সিস্টেম উদ্ভাবিত হয়েছে।

বিশ্ব বিখ্যাত গাড়ি প্রস্তুককারী কোম্পানি ফর্ড জানিয়েছে, সম্মুখে হঠাত্ কোনো প্রতিবন্ধকতা এড়াতে প্রথমে এই সিস্টেম চালককে সতর্ক করে দিবে। তখন চালক যদি এই সতর্কতায় সাড়া না দেয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এ সিস্টেম নিজেই গাড়িকে নিয়ন্ত্রণে আনবে। ফর্ড কোম্পানি জানায়, এ সিস্টেমটি পরীক্ষামূলকভাবে গাড়িতে প্রতিস্থাপন করা হয়েছে। একজন গবেষক জানিয়েছেন, নতুন এই প্রযুক্তি চালকবিহীন গাড়ির উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ সিস্টেমে তিনটি রাডার, বেশ কয়েকটি অতিস্বনক সেন্সর এবং একটি ক্যামেরা, যার মধ্য দিয়ে গাড়ির সম্মুখে এবং আশে পাশের দু'শ মিটার পরিসীমা স্ক্যান করতে সক্ষম। এই স্ক্যানের ফলাফল একটি অতিরিক্ত স্ক্রীণের মাধ্যমে সংকেত ও সতর্কতামূলক বার্তা জানাতে পারে। এমনকি যদি অতি জরুরী বা আকস্মিক কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, তাহলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবেই ব্রেক করবে এবং সামনের ফাঁকা রাস্তা স্ক্যান করবে। যাতে গাড়িটি সংঘর্ষ বা দুর্ঘটনা এড়াতে পারে।

ফর্ড কোম্পানির ইউরোপ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বারব সামারডিচ এ প্রসঙ্গে বলেন, জরুরী প্রতিবন্ধকতা এড়ানো ক্ষেত্রে এই সিস্টেম গাড়ির সামনে দ্রুত চলে আসা মানুষ, গাড়ি অথবা যে কোনো জিনিস সম্পর্কে তড়িত্ সংকেত জানাবে। এ সময় যদি আপনি যদি ব্রেক না করেন বা ডান বাম করে গাড়ির নিয়ন্ত্রণ না করেন, তাহলে গাড়িটি নিজেই এ সিস্টেমের সহায়তায় নিয়ন্ত্রণে বাধ্য হবে। ফর্ড কোম্পানির এ সিস্টেমের মাধ্যমে সড়ক দুর্ঘটানা অনেকাংশে কমে যাবে। কেননা গাড়িতে এ সিস্টেম ব্যবহার করা হলে, গাড়ির সামনে হঠাত্ চলে আসা কোনো মানুষ ও জিনিস দেখে স্বয়ংক্রিয়ভাবেই ব্রেক হয়ে যাবে। তবে এই সিস্টেমের বড় দুর্বলতা হচ্ছে গাড়ির সামনে যাই কিছু থাকুক তার গতি ঘন্টায় ৩০ কিলোমিটারে নিচে থাকলেই কেবল এ সিস্টেম কার্যকর হবে।

কেউ কেই হয়ত চালকের হাত থেকে গাড়ির নিয়ন্ত্রণ সিস্টেমের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছেন। কিন্তু এক্ষেত্রে ফর্ড কোম্পানি জানায়, জার্মানির পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাত্র তিন ভাগের এক ভাগ চালক সংর্ঘষ প্রতিরোধে চেষ্টা করেছেন। কিন্তু এই প্রযুক্তির কারণে সম্মুখ সংঘর্ষ এড়ানোর হার বৃদ্ধি পাবে। বর্তমানে গুগলসহ বেশ কয়েকটি কোম্পানি চালকবিহীন গাড়ি নিয়ে পরীক্ষা করেছে। জরুরি অবস্থায় এ সিস্টেমের মাধ্যমে গাড়ি নিয়স্ত্রণে আনতে পারা চালকবিহীন গাড়ির উন্নয়ণে ব্যাপক একটি অগ্রগতি।

ফর্ড কোম্পানি জানায়, এ প্রযুক্তি বাজারজাত করার পূর্বে আরও অনেক পরীক্ষা নিরীক্ষার চালাতে হবে এবং কবে নাগাদ তা বাজারজাত করা হবে সে সম্পর্কে এখনো কিছু জানায় নি কোম্পানিটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক