Web bengali.cri.cn   
দার্শনিক গল্প শুনবেন
  2013-12-06 19:08:10  cri
গল্প ১: এটি প্রাচীনকালের কথা। একদিন কনফুসিয়াসের এক ছাত্র ভাত রান্না করছিলেন। হঠাত ভাতে ময়লা পড়ল। তিনি চামচ দিয়ে ঐ ময়লামিশ্রিত ভাত ফেলতে চাইলেন। কিন্তু ফেলতে গিয়ে ভাবলেন, ভাত ফেলা দেওয়া খারাপ। সুতরাং তিনি ভাতটুকু মুখে দিলেন। সেই সময় কনফুসিয়াস রান্না ঘরে ঢুকলেন। তিনি এই দৃশ্য দেখলেন। তিনি মনে করলেন, তার এই ছাত্র আড়ালে চুরি করে ভাত খাচ্ছে। তিনি ছাত্রকে ধমক দিলেন। ছাত্রটি আসল ঘটনা তাকে ব্যাখ্যা করলেন। ছাত্রের ব্যাখ্যা শুনে কনফুসিয়াস আবেগের সঙ্গে বললেন: 'আমি স্বচক্ষে যা দেখি তাও মাঝে মাঝে সঠিক নয়। তাহলে যা কিছু আমরা প্রতিদিন শুনি, তা বিশ্বাস করা কীভাবে ঠিক হবে?"

গল্প ২: একদিন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল: 'আচ্ছা, বাবারা কি সবসময় ছেলেদের চেয়ে বেশি জানেন?' বাবা উত্তর দিলেন: 'অবশ্যই! নবীনদের চেয়ে প্রবীনরা অবশ্যই বেশী জানেন।' ছেলে আবার তার বাবাকে জিজ্ঞেস করল: 'বলতো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন?' বাবা উত্তর দিলেন: 'এডিসন'। ছেলে আবার জিজ্ঞেস করল: 'তাহলে এডিসনের বাবা কেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পারেননি?'

গল্প ৩: অনেক দিন আগে একটি জায়গায় বাস করত একটি ব্যাং ও একটি বিছা। একদিন বিছা নদী অতিক্রম করতে চাইল। কিন্তু সে সাঁতার জানে না। সুতরাং সে ব্যাং-এর কাছে এসে অনুরোধ করে বলল: 'ব্যাং ভাই, আমি সামনের এই নদী অতিক্রম করতে চাই। কিন্তু তুমি জান আমি সাঁতার জানি না। তুমি কি আমাকে সাহায্য করতে পার?' ব্যাং বিছাকে জিজ্ঞেস করল: 'আমি কিভাবে তোমাকে সাহায্য করব?' বিছা বলল: 'তুমি আমাকে পিঠে বহন করে নদীর ঐ পাশে পৌছে দিতে পার।' ব্যাং বলল: 'আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার ভয় এই যে, যদি তুমি আমাকে কামড়ে দাও, তাহলে আমি মরে যেতে পারি।' বিছা বলল: 'আমি কেন তোমাকে কামড় দেব? যদি তোমাকে কামড় দিই তাহলে আমিওতো নদীতে ডুবে মারা যাব।' ব্যাং বিছার কথা বিশ্বাস করল। সে বিছাকে পিঠে বহন করে সাঁতরাতে শুরু করল। যখন ব্যাং নদীর মাঝখানে পৌছল তখন বিছা ব্যাংয়ের পিঠে এক কামড় দিল। ব্যাং সঙ্গে সঙ্গে বিছাকে জিজ্ঞেস করল: 'তুমি কেন তোমার কথা রাখছ না?' বিছা বলল: 'কোনো উপায় নেই। অন্যকে কামড়ানোই আমর কাজ।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক