Web bengali.cri.cn   
"গুপ্ত রাজকুমার"
  2013-10-07 18:12:16  cri



যুক্তরাষ্ট্রের টিএলসি টিভি স্টেশন অক্টোবরে "গুপ্ত রাজকুমার" নামে একটি রিয়েলিটি শো অনুষ্ঠান প্রচার করবে। এ অনুষ্ঠান এমন যে, ইউরোপের চার জন অভিজাত পরিবারের সদস্য যুক্তরাষ্ট্র যাবেন, তারা নিজেদেরকে সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়ে সত্যিকার ভালবাসার মানুষটিকে খুঁজে বের করবে, এটাই হলো এই রিয়েলিটি শো এর প্রতিদ্বন্দ্বিদের কাজ। এ অনুষ্ঠান শুটিং বা ধারণ করার সময়ে এই চার জন অভিজাত পরিবারের সদস্য নিজেরকে চাকর, বাবুর্চি, ড্রাইভার ও কেরানির ছদ্মবেশ নিয়ে টেকসাস রাজ্যে গিয়ে নিন্নতম আয়ের কাজ করবেন। তারা ভান করবেন তারা খুব খুব সাধারণ মানুষ এবং স্থানীয় মেয়েদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়বেন। অনুষ্ঠানের শেষে একটি বড় আকারের নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হবে, সেই অনুষ্ঠানে তারা তাদের মার্কিন মেয়েবন্ধুদেরকে নিজের সত্যি পরিচয় জানাবেন।

এই এ চার জন অভিজাত পরিবারে সদস্য হলো রাশিয়ার ৩৫ বছর বয়সী এলেক্সান্ডার, ইতালির ৩৭ বছর বয়সী মেডিকি, ব্রিটেনের ৩৫ বছর বয়সী জেমস লেনিয়ার এবং আয়ারল্যান্ডের ২৮ বছর বয়সী অলিভার প্লান্কিত। তারা যদিও ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছেন, তবে তাদের মধ্যে একটি অভিন্ন বিষয় আছে, তারা সবাই খুব ধনী, তাদের পরিবারের সুদীর্ঘ বংশানুক্রমিক ইতিহাস রয়েছে, তাদের সামাজিক মর্যাদা খুব উচ্চ, তাদের কেউই এখনো বিয়ে করেন নি। যদিও এ চার জন ইউরোপীয় ব্যারন বা রাজকুমার এবং খুব ধনী, তবে তাদের জীবনের প্রেমের গল্প ততটা সুখকর নয়। প্রথম কারণ হল, যেহেতু তারা রাজকুমার, সেহেতু তাদের মেয়েদের সঙ্গে যোগাযোগ বা পরিচয় হওয়ার সুযোগ সাধারণ মানুষের চেয়ে কম। দ্বিতীয় কারণ হল, তারা সবাই বিত্তশালী, তাই একটি মেয়ে সত্যিকার অর্থেই তাদের সঙ্গে যোগাযোগ করবে বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বে, নাকি অর্থের কারণে? এটাই হল তাদের চিন্তা। তাদের ভয় লাগে, যদি মেয়ে শুধু তাদের সম্পদের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে বা তাদেরকে ভালোবাসার ভান করে, সেটা হবে অত্যন্ত খারাপ একটি ব্যাপার।

তাই টিভি অনুষ্ঠান "গুপ্ত রাজকুমারে" তারা নিজেদের ব্যারনের পরিচয়টি লুকাবেন। তারা টেকসাস রাজ্যে গিয়ে নিম্নতম আয়ের কাজ করবেন। যেমন তাদের মধ্যে একজন ব্যারন শহরের রাস্তায় রাস্তায় একটি ভ্রাম্যমান খাবার দোকান পরিচালনা করবেন এবং মজাদার স্যান্ডউইচ বিক্রি করবেন। আর যুক্তরাষ্ট্রে তাদের বন্ধুর সংখ্যা বৃদ্ধি করা এবং প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার জন্য এ চার জন ব্যারন রাতে পানশালায় যাবেন এবং মেয়েদের সঙ্গে আড্ডা দিবেন। প্রত্যেকেই নিজ নিজ মনোহরণ এবং বুদ্ধির মাধ্যমে মেয়ের ভালোবাসা জয় করবেন। তারা এত শ্রেষ্ঠ মানুষ, তাদের ভালোবাসা পাওয়া নিশ্চয়ই খুব সহজ, তবে আসলে তা নয়, এমন একটি টিভি অনুষ্ঠানে যোগ দেয়া এবং নিজের আসল পরিচয় লুকানো খুব সহজ কাজতো নয়ই, বরং এতে রয়েছে অনেক ঝুঁকি। অনুষ্ঠান শেষে একটি বড় আকারের ডান্স পার্টির আয়োজন করা হবে। এ চার জন সেই পার্টিতে নিজের মেয়েবন্ধুকে আসল পরিচয় জানাবেন। পরিচয় উন্মোচনের পর তাদের দুই ধরনের অবস্থার সম্মুখীন হতে পার: একটি হল: তাদের মার্কিন মেয়ে বন্ধু মনে করতে পারেন যে, তারা নিজেকে প্রতারণা করেছেন এবং রাগ করে চলে যাবেন। এবং অপরটি হল: মার্কিন মেয়েবন্ধু মনে করতে পারেন যে, তাদের এ মিথ্যা হলো পবিত্র মিথ্যা বা নিঃষ্পাপ মিথ্যা, ভালোবাসা আরো গুরুত্বপূর্ণ, তাই তারা ব্যারন ছেলেবন্ধুদেরকে ক্ষমা করবেন এবং তাদের সঙ্গে প্রেম করতে রাজি হবেন।

ক: "গুপ্ত রাজকুমার" অনুষ্ঠানের শেষে এমন একটি কথা আছে: যখন তাদের মেয়ে বন্ধু আবিস্কার করবে যে, তারা মিথ্যা বলেছেন, তখন ইউরোপীয় রাজকুমার সম্ভবত খুব বিব্রতকর অবস্থার সম্মুখীন হবেন, তাদের মেয়বন্ধু হয়তো তাদেরকে অস্বীকার করবেন। অথবা, তারা সারা জীবনের জন্য একটি রূপকথার মত সুখ ও শান্তি পাবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক